টেক্সটাইল মেলায় যাবেন জেনে নিন করণীয়ঃ
টেক্সটাইল মেলাগুলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং প্রফেশনাল দের শেখা, দেখার এর সুন্দর যায়গা, আর এটি প্রতি বছর রুটিন অনুযায়ী হয়। টেক্সটাইল মেলা ইন্টারন্যাশনাল মেলা তাই এটি তে শেখা, দেখার একটি উৎকৃস্ট স্থান।
১. মেলা গুলি হবে চার দিন, ৩ দিনের।
২. প্রতিদিন চেষ্টা করবেন যাওয়ার, কারন এক দিনে পুরো মেলা ঘুরে দেখার সুযোগ নাও হতে পারে ।
৩. মেলা চলে ১২:০০ থেকে ৭:০০ টা পর্যন্ত, এর ভেতর বিকেল এর সময় টা পারফেক্ট সময় ঘোরার ।
৪. মেলায় ঢুকতে টাকা লাগে না, শুধু মাত্র রেজিস্ট্রেশন করে আপনি ঢুকতে পারবেন ।
৫. গেটে ঢুকতে অন লাইন রেজিস্ট্রেশন করে তার প্রিন্টেড কপি নিয়ে ঢুকতে হয়, বা গেটেই রেজিস্ট্রেশন করা যায় ।
৬. নতুন নতুন প্রোডাক্ট গুলি দেখুন, মেশিনারী ক্যামিকেল এর ফাংশনালিটি, স্পেসিফিকেশন জেনে নিন, নতুন কিছু জানার থাকলে প্রশ্ন করুন।
৭. যে সকল স্টলে বাংলাদেশি থাকে ওই স্টল গুলি এড়িয়ে চলুন, কারন এরা বায়ার ব্যাতিত জেনারেল ভিজিটর দের কাছে নিজেদের প্রেজেন্টস করতে চায় না ।
৮. বিদেশী দের সাথে কথা বলুন, তাদের সাথে আইডিয়া শেয়ার করুন, তাদের উইশ করুন, শুভেচ্ছা জানান ।
৯. বিনা প্রয়োজনে বিদেশি দের সাথে ছবি তুলতে যাবেন না । এটি তাদের জন্য অপরিচিত পরিবেশে বিরক্তির কারন আর আমাদের ব্যাক্তিত্বর জন্য খুব একটা ভালো বিষয় নয়।
১০. হাতে ডাইরি রাখুন কি কি দেখলেন তার বর্ণনা আর ছবি তুলে রাখুন। প্রয়োজনে তাদের ভিজিটর কার্ড নিয়ে রাখুন ফার্দার কোয়েরির জন্য প্রয়োজন হতে পারে
১১. ক্যাটালগ না দিতে চাইলে সরি বলে রেখে দিন। কারন তারা বাইরে থেকে খুব বেশি পরিমানে নিয়ে আসতে পারেন না। এটি শুধু মাত্র ফেক্টরির লোকজনদের জন্য।
১২. হাতে সময় নিয়ে জান অস্থির ভাবে ঘুরা ঘুরি করবেন না । তা হলে আপনার শেখার পরিপুর্নতা আসবে না।
১৩. ভদ্র ভাবে স্টল গুলীততে ঘুরে দেখুন। ধীরে সব গুলি স্টল ঘুরতে হবে।
১৪. ফরমাল ড্রেসে জেতে পারেন, কাধে ব্যাগ বহন আপনার ইমম্যাচিউরিটির পরিচয়, আপনার আশে পাশে অনেক ফেক্টরির মালিক থেকে অনেক ম্যানেজমেন্ট লেভেল এর লোকরা আসবে তারা যেনো আপনাকে অভদ্র না ভাবে ।
১৫. সাথে ব্যাগ নেয়া পরিহার করুন।
১৬. ড্রেস আপ এমন হওয়া উচিৎ জেনো তারা আপনাকে চাকুরী জীবি মনে করে, কথার মধ্যে আপনার স্মার্টনেস, ইঞ্জিনিয়ার সুলভ আচরন থাকতে হবে ।
১৭. তাদের না বলে কিছুতে হাত দেবেন না, বা তাদের প্রোডাক্ট ধরবেন না । প্রয়োজনে অনুমতি চেয়ে নেবেন। তারা না করবে না।
১৮. দল বেধে যাবেন না, দুজন দুজন করে জান স্টলে ।
১৯. ক্লান্তি লাগলে একটু রেস্ট নিন আবার দেখুন এতে মেলা ভালো করে দেখা যাবে ।
২০. চাকুরীজিবিরা অবশ্যই ভিজিটিং কার্ড নিয়ে যাবেন, অথবা কোম্পানির পরিচয় দিবেন ।
২১. স্টুডেন্টদের চার দিনই যাওয়া উচিৎ, এটি একটি প্রেকটিক্যাল ল্যাব, নতুন টেকনোলজি দেখতে পারবে তারা যা তাদের একাডেমীক বই গুলিতে সাধারনত পায় না ।
২২. জব হোল্ডার দের জন্য নতুন নতুন প্রডাক্ট এর সাথে নিজেকে আপডেট রাখার এটি সুবর্ন সুযোগ।
২৩. খুব বেশি প্রয়োজন না হলে প্রডাক্ট এর প্রাইস জিজ্ঞেস করবেন না, এটি একান্ত প্রাইভেট বিষয়।
২৪. কিছু কমন প্লেইসে এই মেলা গুলি হয় যেমন : বংগবন্ধু আন্তঃজার্তিক সম্মেলন কেন্দ্র, বসুন্ধরা কনেভেনশ সিটি, রেডিসনে তে হয় ।
২৫. নেটে সার্চ দিয়ে সারা বছর এর সিডিউল জানা যায় মেলার।
বিঃদ্রঃ
নিছক ফটোগ্রাফির জন্য হলে মেলায় যাওয়া নিস্প্রয়োজন, অনেক ইউনিভার্সিটির ল্যাব নেই যারা তাদের শিক্ষা জীবনে অনেক মেশিনারী, ক্যামিকেল, ব্রেন্ড দেখে নি তাদের জন্য ক্লাস এর চেয়ে গুরত্ব পুর্ন হতে পারে টেক্সটাইল মেলা গুলি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন