পিচ ফিনিশিং : ফিনিশিং টু মেশিন সেটিং | Piece Finish - Textile Lab | Textile Learning Blog

পিচ ফিনিশিং কি :

এটি এক প্রকার ফিনিশিং যার মধ্যে কাপড় কে হালকা কার্বন ফাইবার এর ফ্রিকশনে কাপড় এর সারফেস কে স্মুথ এবং এর হেন্ডফিল সফট করে এবং হেয়ারি করে।




ডাইং ফিনিশিং ইফেক্ট আফটার ফিনিশিং :

১. পিচ করা কাপড় এর হেন্ড ফিল সফট নন পিচ কাপড় এর তুলনায়।

২. পিচ করা কাপড় এর এবজরবেন্সি বেশি নন পিচ এর তুলনায়।

৩. সেইম রেসিপিতে এটি নন পিচ এরর তুলনায় ১০-১৫% ডার্কার।

৪. পিচ করলে কাপড় এর সেডে গিয়ে জিও মেট্রিক্যাল মেটামারিজম হয়, সেড এক পাশে এক এক রকম  লাগে।

৫. আমাদের পিচ মেশিন এর স্পিড 1400 RPM
মেশিন স্পিড 30 Mt/Min

৬. পিচ সাধারনত কাপড় এর ফেইস সাইডে করা হয়।

৭. পিচ এর জন্য বায়ার যে সোয়াচ দেয় তাকে হেন্ড ফিল সোয়াচ বা কোয়ালিটি সোয়াচ বলে।

৮. পিচ ডাইং এর আগে করা লাগে।

৯. ডাইং করা কাপড় পিচ করলে ২০%-৩০% সেড লাইট হয়ে যায়।

১০. পিচ এর ব্রাশ কার্বন ফাইবার এর বিধায় একে কার্বন পিচ ও বলে।

১১. এটি ম্যাকানিকাল ফিনিশিং।












RPM - Speed - Pressure এর পারস্পারিক সম্পর্ক :
১. RPM বাড়াইয়া স্পীড বাড়াইলে পিচ কম হবে,  RPM বাড়াইয়া স্পীড কমাইলে পিচ ভালো হবে।
২. প্রেশার দিতে হবে কাপড় এর থিকনেস বুঝে।

মেশিন ব্রেন্ড :
ইউনিটেক্স - ইটালী
লাফার - ইটালী



পিচ এর নিয়ম :

মাইক্রো পিচ এর জন্য সেটিং :
মাইক্রো পিচ এর ক্ষত্রে মেশিন এর RPM কমিয়ে মেশিন এর স্পিড বাড়িয়ে দেয়া হয়
RPM রেঞ্জ : 1350
মেশিন স্পিড: 30

লাইট পিচ এর জন্য সেটিং :
RPM রেঞ্জ : 1350
মেশিন স্পিড: 30-14/16/20

মিডিয়াম পিচ এর জন্য সেটিং :
মোটা কাপড় -
RPM রেঞ্জ : 1400
মেশিন স্পিড: 30-12/14/16
পাতলা কাপড়-
RPM রেঞ্জ : 1350/1380
মেশিন স্পিড: 30- 20/22/24

হেভি পিচ এর জন্য সেটিং :
হেভি পিচ এর সময় মেশিন স্পিড কমাতে হবে, এবং রানিং বা মেশিন স্পিড কমাতে হবে।
RPM রেঞ্জ : 1400
মেশিন স্পিড: 30-13/12/15

মেশিন এর টেনশন সেটিং:
লাইক্রা মিক্স ২%
১০০% কটন ১%

বেশি হয়ে গেলে কমানোর উপায় :
যদি ভুল করে কাপড় এর পিচ বেশি করা হয়ে যায় তবে কাপড় এর তিন ভাবে পিচ দুর করা যায়:
১. মার্সারাইজ করে।
২. সিনজিং করে।
৩. এনজাইম ওয়াস করে।






কাপড় পিচ কোয়ালিটি
১. মাইক্রো পিচ
২. লাইট পিচ
৩. মিডিয়াম পিচ
৪. হেভি পিচ

মাইক্রো পিচ :
এটি পিচ এর মধ্যে সবচেয়ে কম পরিমান এর,  একে কার্বন পিচ ও বলে।

লাইট পিচ :
এটি মিডিয়াম পিচ এর কম কিন্তু মাইক্রো পিচ এর চেয়ে বেশি।

মিডিয়াম পিচ :
এটি লাইট পিচ এর চেয়ে বেশি কিন্তু হেভি পিচ এর চেয়ে তুলনা মুলক কম

হেভি পিচ:
এটা মিডিয়াম পিচ এর তুলনায় বেশি,  এর উপরে পিচের এর প্রকার ভেদ নাই এটির হেন্ড ফিল প্রায় ব্রাশ এর হেন্ড ফিল এর সমান।




বিশেষ দ্রস্টব্য :
প্রেকটিক্যাল ভাবে কাপড় এর যতোটা পিচ করা প্রয়োজন বায়ার হেন্ড ফিল অনুযায়ী বা টাইপ অনুযায়ী বস্তবে তার চেয়ে একটু বাড়িয়ে করা হয় আর ওয়াস করার সময় ১৫-২০% পিচ এর ইফেক্ট কমে যায়।





পিচ এর প্রসেস ফ্লো চার্ট :
গ্রে কাপড়
!
ডিসাইজিং
!
ব্লিচ
!
মার্সারাইজিং
!
পিচ
!
ওয়াস
!
ডাইং
!
ফিনিশ
!
রোলিং
!
ডেলিভারি


পিচ ফিনিশিং : ফিনিশিং টু মেশিন সেটিং | Piece Finish


পিচ ফিনিশিং কি :

এটি এক প্রকার ফিনিশিং যার মধ্যে কাপড় কে হালকা কার্বন ফাইবার এর ফ্রিকশনে কাপড় এর সারফেস কে স্মুথ এবং এর হেন্ডফিল সফট করে এবং হেয়ারি করে।




ডাইং ফিনিশিং ইফেক্ট আফটার ফিনিশিং :

১. পিচ করা কাপড় এর হেন্ড ফিল সফট নন পিচ কাপড় এর তুলনায়।

২. পিচ করা কাপড় এর এবজরবেন্সি বেশি নন পিচ এর তুলনায়।

৩. সেইম রেসিপিতে এটি নন পিচ এরর তুলনায় ১০-১৫% ডার্কার।

৪. পিচ করলে কাপড় এর সেডে গিয়ে জিও মেট্রিক্যাল মেটামারিজম হয়, সেড এক পাশে এক এক রকম  লাগে।

৫. আমাদের পিচ মেশিন এর স্পিড 1400 RPM
মেশিন স্পিড 30 Mt/Min

৬. পিচ সাধারনত কাপড় এর ফেইস সাইডে করা হয়।

৭. পিচ এর জন্য বায়ার যে সোয়াচ দেয় তাকে হেন্ড ফিল সোয়াচ বা কোয়ালিটি সোয়াচ বলে।

৮. পিচ ডাইং এর আগে করা লাগে।

৯. ডাইং করা কাপড় পিচ করলে ২০%-৩০% সেড লাইট হয়ে যায়।

১০. পিচ এর ব্রাশ কার্বন ফাইবার এর বিধায় একে কার্বন পিচ ও বলে।

১১. এটি ম্যাকানিকাল ফিনিশিং।












RPM - Speed - Pressure এর পারস্পারিক সম্পর্ক :
১. RPM বাড়াইয়া স্পীড বাড়াইলে পিচ কম হবে,  RPM বাড়াইয়া স্পীড কমাইলে পিচ ভালো হবে।
২. প্রেশার দিতে হবে কাপড় এর থিকনেস বুঝে।

মেশিন ব্রেন্ড :
ইউনিটেক্স - ইটালী
লাফার - ইটালী



পিচ এর নিয়ম :

মাইক্রো পিচ এর জন্য সেটিং :
মাইক্রো পিচ এর ক্ষত্রে মেশিন এর RPM কমিয়ে মেশিন এর স্পিড বাড়িয়ে দেয়া হয়
RPM রেঞ্জ : 1350
মেশিন স্পিড: 30

লাইট পিচ এর জন্য সেটিং :
RPM রেঞ্জ : 1350
মেশিন স্পিড: 30-14/16/20

মিডিয়াম পিচ এর জন্য সেটিং :
মোটা কাপড় -
RPM রেঞ্জ : 1400
মেশিন স্পিড: 30-12/14/16
পাতলা কাপড়-
RPM রেঞ্জ : 1350/1380
মেশিন স্পিড: 30- 20/22/24

হেভি পিচ এর জন্য সেটিং :
হেভি পিচ এর সময় মেশিন স্পিড কমাতে হবে, এবং রানিং বা মেশিন স্পিড কমাতে হবে।
RPM রেঞ্জ : 1400
মেশিন স্পিড: 30-13/12/15

মেশিন এর টেনশন সেটিং:
লাইক্রা মিক্স ২%
১০০% কটন ১%

বেশি হয়ে গেলে কমানোর উপায় :
যদি ভুল করে কাপড় এর পিচ বেশি করা হয়ে যায় তবে কাপড় এর তিন ভাবে পিচ দুর করা যায়:
১. মার্সারাইজ করে।
২. সিনজিং করে।
৩. এনজাইম ওয়াস করে।






কাপড় পিচ কোয়ালিটি
১. মাইক্রো পিচ
২. লাইট পিচ
৩. মিডিয়াম পিচ
৪. হেভি পিচ

মাইক্রো পিচ :
এটি পিচ এর মধ্যে সবচেয়ে কম পরিমান এর,  একে কার্বন পিচ ও বলে।

লাইট পিচ :
এটি মিডিয়াম পিচ এর কম কিন্তু মাইক্রো পিচ এর চেয়ে বেশি।

মিডিয়াম পিচ :
এটি লাইট পিচ এর চেয়ে বেশি কিন্তু হেভি পিচ এর চেয়ে তুলনা মুলক কম

হেভি পিচ:
এটা মিডিয়াম পিচ এর তুলনায় বেশি,  এর উপরে পিচের এর প্রকার ভেদ নাই এটির হেন্ড ফিল প্রায় ব্রাশ এর হেন্ড ফিল এর সমান।




বিশেষ দ্রস্টব্য :
প্রেকটিক্যাল ভাবে কাপড় এর যতোটা পিচ করা প্রয়োজন বায়ার হেন্ড ফিল অনুযায়ী বা টাইপ অনুযায়ী বস্তবে তার চেয়ে একটু বাড়িয়ে করা হয় আর ওয়াস করার সময় ১৫-২০% পিচ এর ইফেক্ট কমে যায়।





পিচ এর প্রসেস ফ্লো চার্ট :
গ্রে কাপড়
!
ডিসাইজিং
!
ব্লিচ
!
মার্সারাইজিং
!
পিচ
!
ওয়াস
!
ডাইং
!
ফিনিশ
!
রোলিং
!
ডেলিভারি


কোন মন্তব্য নেই: