অন্য ইঞ্জিনিয়াররা সব জব করতে পারলে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি সব জব করতে, অন্য বিষয়ে পড়তে পারবো না
হা একজন ইঞ্জিনিয়ার চাইলে সব কিছু হতে পারে, তবে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নয় কেনো।
মেক্সিমাম ক্ষত্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গন মানূষিক ভাবে তার নিজ সেক্টর এর উপর এতো পরিমান নির্ভরশিল যার জন্য তারা দির্ঘ দিন বেকার থাকবে কিন্তু তারা সেক্টর মাইগ্রেট করতে চায় না ।
এরি মাঝে স্পেশাল অনেকেই আছেন যারা তাই গতানুগতিক ধারার বাইরে ও ভাবেন।
যেমন:
১. এখন ওনেক টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন যারা BCS এর চান্স পাচ্ছেন যদিও আমাদের জন্য আলাদা কোন কোটা নেই, তার পরো তারা অন্য দের সাথে প্রতিযোগিতা করে নিজের স্থান অর্জন করছেন।
২. পুলিশ SI খুঁজলে এখন পাবেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
৩. BUET -IP তে টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকবেই প্রতিবার।
৪. IBA DU JU EMBA এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার অহরহ।
৫. ব্যাংকার যে কোন ব্যাংক এর নিয়োগ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার থাকেই।
৬. টিভির নিউজ রিডার ও আছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
৭. PSC তে নন ক্যাডার হিসেবে প্রতি সার্কুলার নিয়োগ হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার।
৮. টেক্সটাইল ইঞ্জিনিয়ার এখন অনেক ফ্রি লেন্সার।
৯. তার উপর সামনে BCS এ টেক্সটাইল এর অন্তর্ভুক্তির কথা ভাবছে সরকার।
টেক্সটাইল এর বেকারত্বর মুল কারন হচ্ছে আমরা, অনেক টাকা আছে এমন একটি ভ্রান্ত ধারনার নিয়ে বসে থাকি যা অদৌ সঠিক নয়। লক্ষ লক্ষ টাকার নামে যে গল্প শুনি তা যে কোন সেক্টরে কয় বছর জব করতেই পাওয়া যায় টেক্সটাইল এর মতো ১৫ বছর অপেক্ষায় করতে হয় না বা তার পরো অবৈধ উপায়ে কমিশন খেয়ে অর্জন করতে হয়ে, কিন্ত টেলিকম ( গ্রামীণ, এয়ার টেল, রবি) কিংবা ব্যাংক গুলি কথা চিন্তা করুন যাদের স্টার্টিং হেন্ডসাম, ২-৩ বছর পর ত কথাই নেই তাও কালার ক্যামিকেল, কাপড় এর উপর অবৈধ উপায়ে অর্জন করতে হয় না।
সবাই যদি আমরা টেক্সটাইল নির্ভর হয়ে বসে থাকি তখন প্রতিযোগী বাড়বে নিজেদের মাঝে বেকারত্বের, প্রতিযোগীতা বাড়বে আর সুসম্পর্ক নস্ট হবে আমাদের ভেতরে এর এই সুযোগ কাজে লাগাবে মালিকপক্ষ। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গন সস্তা হয়ে যাবেন ।
টেক্সটাইল একেবারে পিউর ইঞ্জিনিয়ারিং নয়, এটি অনেকটাই অনার্স সমমানের আর একজন অনার্স সমমানের স্টুডেন্ট যে কোন সেক্টরে জব করতে পারেন পড়াশুনো ও করতে পারেন।
নোট
সচেতনতা নিজের কাছে, একটু সচেতন হলে হলে ক্যারিয়ার ফ্রাস্টেশনে ভোগা লাগবে না।
সচেতনতা নিজের কাছে, একটু সচেতন হলে হলে ক্যারিয়ার ফ্রাস্টেশনে ভোগা লাগবে না।
কার্টেসি
মাজেদুল হাসান শিশির
টেক্সটাইল ব্লগার
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com
মাজেদুল হাসান শিশির
টেক্সটাইল ব্লগার
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com
২টি মন্তব্য:
আরো কবছর আগে লেখাটা পেলে জীবনটা অন্যরকম হত । যাই হোক, সত্য তুলে আনার জন্য ধন্যবাদ । শুভকামনা রইল ।
is it true?
একটি মন্তব্য পোস্ট করুন