কাপড় এর ফেইস ব্যাক সমস্যা :
কাপড় ডাইং এর পর যদি স্বাভাবিক ভাবে কাপড় আর কন্সট্রাকশন বা পিক আপ এর সমস্যা ব্যাতিত কাপড় এর সেড যদি উভয় পাশে একই না হয় তবে কাপড় এর যে সমস্যা হয় একে কাপড় এর ফেইস ব্যাক সমস্যা বলে।
ডাইং এর একটি আন কমন সমস্যা এটি, এটি বেশি দেখা যায় ফ্লোরোসেন্ট, পিগমেন্ট ডাইং এর ক্ষত্রে কাপড় এর এব্জরবেন্সি খারাপ হলে বা প্যাডার প্রেশার এর কারনে কাপড় এই ডাইজ পিক আপ ফেইস এবং ব্যাক সাইডে আলাদা হয়, কাপড় এর এই সমস্যা কে ফেইস ব্যাক সমস্যা বলে ।
ফেইস ব্যাক সমস্যা হলে কাপড় এর এক সারফেস ডিপ বা অন্য সারফেস লাইট হবে।
সমাধান
এটি সমাধান একমাত্র কাপড় কে স্ট্রিপ করে ফেলা
এটি সমাধান একমাত্র কাপড় কে স্ট্রিপ করে ফেলা
সাধারন ক্ষত্রে সাটিন কাপড় এর ক্ষত্রে যে সকল কাপড় ওয়ার্প ফেইস সেই পাশ এ ডাই পিক বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু প্লেইন উইভ যুক্ত কাপড় পপলিন, ক্যানভাস, ডবি, রিবস্টপ এই সকল কাপড় এর ক্ষত্রে ফেইস এবং ব্যাকে একই পরিমান ফ্লোটিং তাই এর ক্ষত্রে ফেইস সাইডে, ব্যাক সাইডে আলাদা সেড মেনে নেয়া যায় না ।
কারন:
ডাইং করা কাপড় কে পিগমেন্ট টপিং করলে এই ফেইস ব্যাক সমস্যা আসতে পারে তবে এটি নির্ভর করে এডিশন এর gpl এর উপর এটা আগেই বলা যায় না যে কাপড়ে ফেইস ব্যাক হবে কিনা, gpl অনেক হলে সে ক্ষত্রে সমস্যা হতে পারে ।
পিচ কারা কাপড় এর ফেইস এর সেড আলাদা ব্যাক এর সেড আলাদা এটি গ্রহনযোগ্য।
সমস্যা:
১. কাপড় এর পকেটিং এর কাপড় এর সেড মিলানো যায় না।
২. গার্মেন্টস ওয়াস এর পরে সেড চোখে স্পস্ট ভাবে ফুটে ওঠে সমস্যা গুলি।
৩. কাপড় এর ফেইস ব্যাক সেডিং হলে একে অল অভার প্রিনিং এর মতো মনে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন