ফেব্রিক পেপার টাচ ফিনিশিং করার কারন | Paper Touch Finish - Textile Lab | Textile Learning Blog
কেনো ফেব্রিক পেপার টাচ ফিনিশিং করা হয় ?

ওভেন কাপড় এর ক্ষত্রে কিছু কিছু কাপড় আছে যা অনেক পাতলা বা লোয়ার GSM এর ফেব্রিক  যেমন: পপলিন,  ভয়েল ,  এই কাপড় গুলির ডাইমেনশনাল স্টেবিলিটি খুব কম যার ফলে এটি স্টিচিং প্রপারলি করা যায় না । যার দরুন এই ফেব্রিক এর স্টিচিবিলিটি, স্টেবিলিটি বাড়ানোর জন্য একে এমন ভাবে ফিনিশিং করে নেয়া হয় যাতে গার্মেন্টস প্রস্তুত  কাপড় ভালো ভাবে স্টিচ করা যায় ।  এটি সাধারনত কন্ট্রাস্ট, শার্টের কাপড় এর জন্য এই ফিনিশিং করা হয়।


এটি টেম্পোরারি ফিনিশ,  যা গার্মেন্টস স্টিচ করা হয়ে গেলে পরে তাকে ওয়াস করে রিমুভ করা যায়। পেপার টাচ ফিনিশিং করার কাপড় এর হেন্ড ফিল অনেকটা কাগজ এর মতো। এটি বায়ার এর রিকোয়ারমেন্ট নয়,  কিন্তু প্রডাকশন এর সুবিধার জন্য এটি করা হয়ে থাকে।





ফেব্রিক পেপার টাচ ফিনিশিং করার কারন | Paper Touch Finish

কেনো ফেব্রিক পেপার টাচ ফিনিশিং করা হয় ?

ওভেন কাপড় এর ক্ষত্রে কিছু কিছু কাপড় আছে যা অনেক পাতলা বা লোয়ার GSM এর ফেব্রিক  যেমন: পপলিন,  ভয়েল ,  এই কাপড় গুলির ডাইমেনশনাল স্টেবিলিটি খুব কম যার ফলে এটি স্টিচিং প্রপারলি করা যায় না । যার দরুন এই ফেব্রিক এর স্টিচিবিলিটি, স্টেবিলিটি বাড়ানোর জন্য একে এমন ভাবে ফিনিশিং করে নেয়া হয় যাতে গার্মেন্টস প্রস্তুত  কাপড় ভালো ভাবে স্টিচ করা যায় ।  এটি সাধারনত কন্ট্রাস্ট, শার্টের কাপড় এর জন্য এই ফিনিশিং করা হয়।


এটি টেম্পোরারি ফিনিশ,  যা গার্মেন্টস স্টিচ করা হয়ে গেলে পরে তাকে ওয়াস করে রিমুভ করা যায়। পেপার টাচ ফিনিশিং করার কাপড় এর হেন্ড ফিল অনেকটা কাগজ এর মতো। এটি বায়ার এর রিকোয়ারমেন্ট নয়,  কিন্তু প্রডাকশন এর সুবিধার জন্য এটি করা হয়ে থাকে।





কোন মন্তব্য নেই: