ইন্টার্নশিপের আগে যে বিষয় গুলি টেক্সটাইল স্টুডেন্টদের জেনে রাখা দরকার | Textile Internship Guidelines - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল ফেক্টরিতে ইন্টার্ন করার কিছু নিয়ম কানুন ও পরামর্শ

* ইন্টার্নির জন্য কিছু প্রস্তুতি  ??

* ইন্টারর্নির সময় করনীয় কি কি ??

করনীয় কাজ গুলি নিচে দেয়া হল : 

১. যদি সম্ভব হয় কিছু আগেকার Industrial Attachment Collect করে পরতে পারো । এতে ওয়ার্কিং প্রসিডিউর বুঝতে সহজ হবে।

২.  সাধারণত ২ জন এর বেশি Internee তে যাওয়া ঠিক না। তাতে ঘুরাঘুরির প্রবনতা  তৈরি  হয়।

৩. যারা আগে Internee করছে বা করে এসেছে (২২ ব্যাচ) তাদের হেল্প নিতে পারো। ওরা তোমাদের ভালো কাউন্সিলিং করতে পারবে।

৪. কি করতে হবে  তার Guideline College / University থেকে দেওয়া হবে। তা ফলো করতে হবে। প্লানিং অনুযায়ী কাজ করলে কাজ শেখা সহজ হয়।

৫.   Internee শুরুর minimum এক থেকে দুই মাস আগে Factory তে যোগাযোগ করতে হয়।

৬. Factory  তে Oparator, Helper  রা প্রচেস   বলে আর  production Officer রা Technical   দিক গুলো বলে।

৭. Factory তে এলোমেলো ঘুরাঘুরি বা হেলান দিয়ে দাঁড়ানো আভদ্রতা। এটি খারাপ চোখে দেখা হয়।

৮. Internee রত আবস্থায় সবার সাথে সালাম ও Hi Hello করতে হবে। নিজ ভার্সিটির ভাই শেখাবে এর উপর নির্ভর করে থাকা বোকামি

৯. কারও সামনে ছবি তোলা পরিহার করতে হবে,  কারও সামনে ছবি তলা আন্যায়। ফ্লাশ দিয়ে ছবি তোলা যাবে না,  তুললে অনুমতি নিয়ে তুলবা।

১০. Machine Specifications...  Machine এর গায়ে লাগান মেটাল প্লেট এ তার Origin,parameters procedure জানতে পারবে।

১১. কিছু সময় আছে যখন কাজ এর চাপ কম থাকে তখন Factory র লোক দের সাথে ভাল ভাবে কথা বলা যায়  যেমন :* Lunch Hour * After 5pm. এই সময়ে কাজের চাপ কম থাকে।

12. সবাই কে Spacific Question করতে হবে,  কারন তা না করলে তারা বিরক্ত হয়। প্রশ্ন যেনো হেল্পার এর মতো না হয়।

১৩.  Factory লোকদের সাথে Bargeining করা যাবে না তারা যা বলে তা ভুল হলেও ঠিক। পরে ভুল গুলি একাডেমীক সুপারভাইজার দিয়ে ঠিক করে নিতে হবে।

১৪. Factory র লোকদের কিছু অফার কারা বা খাইতে বলা অভদ্রতা। এটা অনেকে ঘুষ মনে করে, বিরক্ত হয়।



১৫. বিভিন্ন তথ্য জানতে  প্রোডাক্টসন খাতা,  পোস্টার  এ দেখতে হবে।

১৬. Attachment and Project এর কাজ আগে থেকে শুরু করতে হবে,  দেরি করা যাবে না।

১৭.  জব খোজা আগেই শুরু  করা ভাল। ইন্টার্ন এর থাকা কালিন সময়ে সিভি রেডি করে রাখতে হবে অনেকে সময় ইন্টার্ন এর সময় অফার করে ফেক্টরি।

১৮. জবএ ঢুকলে কাওকে কিছু জিজ্ঞেস করা যাবে না তাই Internee  তে সব Confusion clear করতে হবে।

১৯. টাইমলি যেতে হবে আর আসতে হবে যেমন সকাল ৪.০০ থেকে ৬.০০ পর্যন্ত। এটা তারা মুখে না বললে ও খেয়াল করে।




২০. সবকিছু To the Point নোট করতে হবে। সাথে স্যাম্পল সংগ্রহ করতে হবে।

২১. কাজের সময় করো সাথে কথা বলা যাবে না। এতে তারা বিরক্ত বোধ করে,  তাই অপেক্ষায় থাকতে হবে কখন তারা ফ্রি থাকে।

২২. নিয়মিত College or  University  Supervise Teacher এর সাথে communicate করতে হবে। তাদের কাউন্সিলিং নিতে হবে।

২৩. লোক রা কিছু বিষয় লক্ষ করে যেমন : Internee র পোলাপাইন  ঘুরাঘুরি কারে কিনা  ??    তারা  কি ধরনের Question করে ?? , Scincier  কিনা ??

২৪. কোন বাক্তিগত ডাটা না দিলে জোর কারা যাবে না।

২৫. দেখা যায় কিছু দিন পর Intern Students   ফ্লোর এ পাওয়া যায় না,  এটা Bad Impression তইরি করে।

২৬. কারো আনুমতি ছাড়া কোন মেশিন বা কেমিকেল  এ হাত দেয়া যাবে না।

২৭. ছেলে মেয়ে যদি একত্রে Internee করতে যাও,  মনে রাখতে হবে জোড় বেধে ঘুরা যাবে না।

২৮. দিন শেষ এ জখন বাশায় যাবে সারা দিন কি করলা বা কি শিখলা তার মুল্যায়ন করবা। পারের দিন জখন আসবা কি শিখবা বা কি প্রশ্ন করবা কোথায় ঘুরবা তার প্লান আগে করে আসবে।

২৯. সাম্পল গুল কালেক্ট  করবা।

৩০. যার যার Factory র ডাটা অন্য সবার সাথে শেয়ার করবা তাতে করে বিভিন্ন মেশিন  সম্পরকে আইডিয়া পাবা



Internee যারা করছো তারা কি কি শিখতে পারো বা কি কি শেখা উচিৎ তার তা ধারাবাহিক ভাবে দিচ্ছি :

১. প্রতিটা সেকসন এ ঢুকে আগে কি কি করবা তা প্লান করে কাজ শুরু কোরো।

২. Industrial Attachment এ ওই Floor  এর কি কি প্রব্লেম আসে বা কি কি কারা যেতে পারে তার সমপরকে ধারোনা দিতে হবে

৩.Factory তে কিছু কমন Machine থাকে যেমন Bruckner Stanter ,  Santax Dryer, Bianco Slitter,  Farraro Compactor এই মেশিন গুল কি ভাবে অপারেটিং করতে হয় তার নিওম গুলি Youtube বা গুগল থেকে জেনে নিও।  কারন অপারেটর রা ভাল করে তা জানে না।

৪. Internee গেলে কাজ হবে শুধ Process Development অথবা  Method Development নিএ ভাবা।

৫.  ফ্লোর কি ভাবে Manage করতে হয় তা জনবা। কাজ গুলি ভালো করে খেয়াল করতে হবে।

৬. কি কি ফল্ট হয় তা কি ভাবে Solve করতে হয় তা শেখা কারন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাজ করতে হয় না করাতে হয় তাই কাজ আগে বুজতে হবে।

৭. কি ভাবে কাজ করে তা দেখবা।

৮. কি ভাবে কাপড় উঠাচ্ছে বা নামাচ্ছে কখন কি ক্যামিকেল দিচ্ছে টা দেখবা।

৯. ফ্লোর এর ক্যাল্কুলেশন গুলি ভাল মত মুখস্থ করবা। জবে কাজে দিবে।

১০. Sade কি ভাবে ওকে করে দেখো এবং বোঝার চেস্টা করো।

১১. Stanter ও Compactor এ কি ভাবে Shrinkage ও GSM Control করে তা জানতে হবে। কোন ফেব্রিক এর জন্য কি কি পেরামিটার সেট করতে হয় তা জানতে হবে এবং থাঠা মুখস্থ রাখতে হবে ।

১২.ল্যাব এর ডিউটি খুব গুরত্বপুর্ন কাপড় কিকি টেস্ট হয় তা ভাল করে জানবে.

১৩ তোমরা যারা গার্মেন্টস মেজর তারা ল্যাব এ বেশী সময় দিবা পারলে কোন বায়ার কি কি টেস্ট করে তাদের নিয়ম গুল মুখস্থ করবা !

১৪. টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাপড় ধরে চিনতে হবে । কাপড় গুলি কালেক্ট  কারে সোয়াচ বানাতে হবে। 





ইন্টার্নশিপের আগে যে বিষয় গুলি টেক্সটাইল স্টুডেন্টদের জেনে রাখা দরকার | Textile Internship Guidelines


টেক্সটাইল ফেক্টরিতে ইন্টার্ন করার কিছু নিয়ম কানুন ও পরামর্শ

* ইন্টার্নির জন্য কিছু প্রস্তুতি  ??

* ইন্টারর্নির সময় করনীয় কি কি ??

করনীয় কাজ গুলি নিচে দেয়া হল : 

১. যদি সম্ভব হয় কিছু আগেকার Industrial Attachment Collect করে পরতে পারো । এতে ওয়ার্কিং প্রসিডিউর বুঝতে সহজ হবে।

২.  সাধারণত ২ জন এর বেশি Internee তে যাওয়া ঠিক না। তাতে ঘুরাঘুরির প্রবনতা  তৈরি  হয়।

৩. যারা আগে Internee করছে বা করে এসেছে (২২ ব্যাচ) তাদের হেল্প নিতে পারো। ওরা তোমাদের ভালো কাউন্সিলিং করতে পারবে।

৪. কি করতে হবে  তার Guideline College / University থেকে দেওয়া হবে। তা ফলো করতে হবে। প্লানিং অনুযায়ী কাজ করলে কাজ শেখা সহজ হয়।

৫.   Internee শুরুর minimum এক থেকে দুই মাস আগে Factory তে যোগাযোগ করতে হয়।

৬. Factory  তে Oparator, Helper  রা প্রচেস   বলে আর  production Officer রা Technical   দিক গুলো বলে।

৭. Factory তে এলোমেলো ঘুরাঘুরি বা হেলান দিয়ে দাঁড়ানো আভদ্রতা। এটি খারাপ চোখে দেখা হয়।

৮. Internee রত আবস্থায় সবার সাথে সালাম ও Hi Hello করতে হবে। নিজ ভার্সিটির ভাই শেখাবে এর উপর নির্ভর করে থাকা বোকামি

৯. কারও সামনে ছবি তোলা পরিহার করতে হবে,  কারও সামনে ছবি তলা আন্যায়। ফ্লাশ দিয়ে ছবি তোলা যাবে না,  তুললে অনুমতি নিয়ে তুলবা।

১০. Machine Specifications...  Machine এর গায়ে লাগান মেটাল প্লেট এ তার Origin,parameters procedure জানতে পারবে।

১১. কিছু সময় আছে যখন কাজ এর চাপ কম থাকে তখন Factory র লোক দের সাথে ভাল ভাবে কথা বলা যায়  যেমন :* Lunch Hour * After 5pm. এই সময়ে কাজের চাপ কম থাকে।

12. সবাই কে Spacific Question করতে হবে,  কারন তা না করলে তারা বিরক্ত হয়। প্রশ্ন যেনো হেল্পার এর মতো না হয়।

১৩.  Factory লোকদের সাথে Bargeining করা যাবে না তারা যা বলে তা ভুল হলেও ঠিক। পরে ভুল গুলি একাডেমীক সুপারভাইজার দিয়ে ঠিক করে নিতে হবে।

১৪. Factory র লোকদের কিছু অফার কারা বা খাইতে বলা অভদ্রতা। এটা অনেকে ঘুষ মনে করে, বিরক্ত হয়।



১৫. বিভিন্ন তথ্য জানতে  প্রোডাক্টসন খাতা,  পোস্টার  এ দেখতে হবে।

১৬. Attachment and Project এর কাজ আগে থেকে শুরু করতে হবে,  দেরি করা যাবে না।

১৭.  জব খোজা আগেই শুরু  করা ভাল। ইন্টার্ন এর থাকা কালিন সময়ে সিভি রেডি করে রাখতে হবে অনেকে সময় ইন্টার্ন এর সময় অফার করে ফেক্টরি।

১৮. জবএ ঢুকলে কাওকে কিছু জিজ্ঞেস করা যাবে না তাই Internee  তে সব Confusion clear করতে হবে।

১৯. টাইমলি যেতে হবে আর আসতে হবে যেমন সকাল ৪.০০ থেকে ৬.০০ পর্যন্ত। এটা তারা মুখে না বললে ও খেয়াল করে।




২০. সবকিছু To the Point নোট করতে হবে। সাথে স্যাম্পল সংগ্রহ করতে হবে।

২১. কাজের সময় করো সাথে কথা বলা যাবে না। এতে তারা বিরক্ত বোধ করে,  তাই অপেক্ষায় থাকতে হবে কখন তারা ফ্রি থাকে।

২২. নিয়মিত College or  University  Supervise Teacher এর সাথে communicate করতে হবে। তাদের কাউন্সিলিং নিতে হবে।

২৩. লোক রা কিছু বিষয় লক্ষ করে যেমন : Internee র পোলাপাইন  ঘুরাঘুরি কারে কিনা  ??    তারা  কি ধরনের Question করে ?? , Scincier  কিনা ??

২৪. কোন বাক্তিগত ডাটা না দিলে জোর কারা যাবে না।

২৫. দেখা যায় কিছু দিন পর Intern Students   ফ্লোর এ পাওয়া যায় না,  এটা Bad Impression তইরি করে।

২৬. কারো আনুমতি ছাড়া কোন মেশিন বা কেমিকেল  এ হাত দেয়া যাবে না।

২৭. ছেলে মেয়ে যদি একত্রে Internee করতে যাও,  মনে রাখতে হবে জোড় বেধে ঘুরা যাবে না।

২৮. দিন শেষ এ জখন বাশায় যাবে সারা দিন কি করলা বা কি শিখলা তার মুল্যায়ন করবা। পারের দিন জখন আসবা কি শিখবা বা কি প্রশ্ন করবা কোথায় ঘুরবা তার প্লান আগে করে আসবে।

২৯. সাম্পল গুল কালেক্ট  করবা।

৩০. যার যার Factory র ডাটা অন্য সবার সাথে শেয়ার করবা তাতে করে বিভিন্ন মেশিন  সম্পরকে আইডিয়া পাবা



Internee যারা করছো তারা কি কি শিখতে পারো বা কি কি শেখা উচিৎ তার তা ধারাবাহিক ভাবে দিচ্ছি :

১. প্রতিটা সেকসন এ ঢুকে আগে কি কি করবা তা প্লান করে কাজ শুরু কোরো।

২. Industrial Attachment এ ওই Floor  এর কি কি প্রব্লেম আসে বা কি কি কারা যেতে পারে তার সমপরকে ধারোনা দিতে হবে

৩.Factory তে কিছু কমন Machine থাকে যেমন Bruckner Stanter ,  Santax Dryer, Bianco Slitter,  Farraro Compactor এই মেশিন গুল কি ভাবে অপারেটিং করতে হয় তার নিওম গুলি Youtube বা গুগল থেকে জেনে নিও।  কারন অপারেটর রা ভাল করে তা জানে না।

৪. Internee গেলে কাজ হবে শুধ Process Development অথবা  Method Development নিএ ভাবা।

৫.  ফ্লোর কি ভাবে Manage করতে হয় তা জনবা। কাজ গুলি ভালো করে খেয়াল করতে হবে।

৬. কি কি ফল্ট হয় তা কি ভাবে Solve করতে হয় তা শেখা কারন টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাজ করতে হয় না করাতে হয় তাই কাজ আগে বুজতে হবে।

৭. কি ভাবে কাজ করে তা দেখবা।

৮. কি ভাবে কাপড় উঠাচ্ছে বা নামাচ্ছে কখন কি ক্যামিকেল দিচ্ছে টা দেখবা।

৯. ফ্লোর এর ক্যাল্কুলেশন গুলি ভাল মত মুখস্থ করবা। জবে কাজে দিবে।

১০. Sade কি ভাবে ওকে করে দেখো এবং বোঝার চেস্টা করো।

১১. Stanter ও Compactor এ কি ভাবে Shrinkage ও GSM Control করে তা জানতে হবে। কোন ফেব্রিক এর জন্য কি কি পেরামিটার সেট করতে হয় তা জানতে হবে এবং থাঠা মুখস্থ রাখতে হবে ।

১২.ল্যাব এর ডিউটি খুব গুরত্বপুর্ন কাপড় কিকি টেস্ট হয় তা ভাল করে জানবে.

১৩ তোমরা যারা গার্মেন্টস মেজর তারা ল্যাব এ বেশী সময় দিবা পারলে কোন বায়ার কি কি টেস্ট করে তাদের নিয়ম গুল মুখস্থ করবা !

১৪. টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কাপড় ধরে চিনতে হবে । কাপড় গুলি কালেক্ট  কারে সোয়াচ বানাতে হবে। 





কোন মন্তব্য নেই: