Denim Finishing নিয়ে কিছু গল্পঃ
অনেকে এই বিষয়টা নিয়ে শুনেনি হয়ত। অন্য সব finishing process থেকে Denim Finishing Critical. Denim এর বেশির ভাগ সমস্যা এই section এ।অথচ এখানে যোগ্য লোকের বড় অভাব। নেই বললেই চলে।
Denim Singeing, Desizing, Mercerizing, Sanforizing, Skew control, Bowing control, Width Control, Shrinkage Control, Heat Setting, Denim Printing , Denim Coating , Imitation Denim, Water repellent finish on Denim, Overdyeing, Scouring, Bleaching..etc.এই Department এর কাজ।
অনেক সমস্যা তে পড়তে হয় এগুলা control করতে গেলে।এখানে অযোগ্য লোকের অভাব নেই। কি পরিমাণ যে Loss হয় , Factory এর ,শুধু এই অংশে তা চিন্তার বাইরে। পুরা ফাকা পড়ে আছে।Non-Tech এর আড্ডাখানা বলা চলে। কি পরিমাণ Chemical যে নষ্ট হয় , তা চিন্তার বাইরে।
তাই টেক্সটাইল এর ফিউচার সেক্টর হিসেবে এই সেক্টরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দখল করা অতি জরুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন