ভয়েল কাপড় ডাইং এর অসুবিধা :
ওভেন কাপড় এর মাঝে ভয়েল খুবি নাজুক এবং পাতলা কাপড় এটি প্রিট্রিটমেন্ট + ডাইং + আফটার ট্রিটমেন্ট সব জটিল প্রক্রিয়া।
এই কাপড় এতোই দুর্বল যে থান টু থান স্টিচ পর্যন্ত ভালো ভাবে নেয় না । এর জন্য কে হাইটেনশন মেশিনে ব্লিচ বা প্রিট্রিটমেন্ট করা যায় না। সিনজিং ডিসাইজ প্যাডিং এর পর জিগার মেশিনে এই কাপড় তুলে ডিসাইজিং, ব্লিচ, কাস্টিক সাইজিং করা হয় । এর পর ওয়াস করা কাপড় শুকিয়ে কোল্ড প্যাড ব্যাচে ডাইং করা হয়। ডাইং এর পর এই কাপড় এর থান টু থান এর স্টিচ দুর্বল হয়ে যায় এর জন্য আবার কন্টিনিউয়াস ওয়াসে না তুলে এ পুনোরায় ডাইং আফটার ওয়াস এর জন্য জিগারে তোলা হয় এবং দুর্বল জয়েনিং গুলো রিনিউ করা হয়, এখানে ওয়াস হয় গেলে কাপড় নামিয়ে দেয়া হয় এবং এই ভেজা কাপড় স্টেনটার বা কন্টিনিউয়াস ওয়াসিং এ ওয়াস করা হয়।
এই কাপড় চালাতে চায় না অপারেটররা কারন এটির প্রসেস স্লো আর প্রডাকশন কম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন