ডাইং জবের খুঁটিনাটি বিষয় জেনে নিন | Textile Job - Textile Lab | Textile Learning Blog
Job Facilities of Dyeing & Finishing  Section :

বেতনসীমা : স্টেন্ডার্ড ৩০,০০০ থেকে ১,০০,০০০

প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট অফিসার

প্রারম্ভিক বেতন : ৭,০০০ থেকে ১৫,০০০

শিক্ষানবিস-কাল : ৬ মাস

ম্যানেজার হতে সময় লাগে : ৮ বছর, একই ফ্যাক্টরিতে হওয়ার সুযোগ কম।

সর্বোচ্চ পোস্ট : জেনারেল ম্যানেজার

সর্বোচ্চ বেতন : ১,৭০,০০০

চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক কম,  কেও সহজে চাকুরী ছাড়ে না।

নিজেকে মেলে ধরার সুযোগ : সবচেয়ে বেশী, ভাল  ডাইং মাস্টার,  ফিনিশিং এক্সপার্টও মালিক হাতছাড়া করেনা।

কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : অনেক বেশি।  শো কজ এর পরিমান বেশি।

কাজের স্বীকৃতি : সহজেই পাওয়া যায়।

চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী বেশী, প্রতিযোগিতা কম ,  এখন সেক্টর স্যাচুরেটেড।  সরকারি ইন্সটিটিউট কে দাম দেয়া হয়।

অফিসিয়াল কাজ : ৩০ %
হাতেকলমে কাজ : ৫০ %
ম্যানেজারিয়াল কাজ : ২০ %

কর্মক্ষেত্রের দূরত্ব : ঢাকার বাইরে , ২৫ থেকে ৮০ কি মি পর্যন্ত

কাজের স্বাধীনতা : একাকী কাজ করতে হয় তবে বেশীরভাগ ক্ষেত্রেই ডাইং এর অধীনে করে ।
কাজের চাপ : বেশী

কাজের ঝুঁকি : তুলনামূলক বেশি।  ডাইং ১-২ কম বেশি হলে বোঝা যায়।

কাজের জবাবদিহীতা : তুলনামূলক বেশি

কাজের সময়কাল : ৮ থেকে ১২ ঘন্টা

কাজের গুরুত্ব : অনেক বেশি







প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : কম, শুধু মেশিনের ফাংশন ও ফেব্রিক কোয়ালিটীর জ্ঞান জরূরী,  সাথে ক্যামিকেল,  ডাইজ,  টেস্টিং জ্ঞান থাকা জরুরী।

কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : ঠান্ডা মাথায় সব ট্যাকল করা লাগে, তীক্ষ নজর রাখা লাগে।  ফ্লোর মুখস্থ থাকা লাগে,  মানুষ ম্যানেজিং করা লাগে।  ফল্ট রিকোভার করা লাগে,  টাইম ম্যানেজ করা লাগে।

কর্মক্ষেত্রে বাধা : তেমন নেই, তবে আন্ত-ডিপার্টমেন্টাল দন্দ লেগেই থাকে,  ফেব্রিক এর সাথে,  গার্মেন্টস এর সাথে।

কর্মক্ষেত্রে মূল্যায়ন : সহজ বিষয় মনে করলেও কেউ ঘাটায় না, তবে ডাইং কোয়ালিটি ,  মার্চেন্ডাইজার, গার্মেন্টস কাটিং ঝামেলা করে।

সামাজিক মূল্যায়ন : বেশি

সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না,  শিপট ডিউটি করলে করা যায়।

অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ডাইং  ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া যায়,  ফেব্রিক,  স্পিনিং,  গার্মেন্টস এর তুলনায় সম্মান বেশি।


ডাইং জবের খুঁটিনাটি বিষয় জেনে নিন | Textile Job

Job Facilities of Dyeing & Finishing  Section :

বেতনসীমা : স্টেন্ডার্ড ৩০,০০০ থেকে ১,০০,০০০

প্রারম্ভিক পদবী : এসিস্টেন্ট অফিসার

প্রারম্ভিক বেতন : ৭,০০০ থেকে ১৫,০০০

শিক্ষানবিস-কাল : ৬ মাস

ম্যানেজার হতে সময় লাগে : ৮ বছর, একই ফ্যাক্টরিতে হওয়ার সুযোগ কম।

সর্বোচ্চ পোস্ট : জেনারেল ম্যানেজার

সর্বোচ্চ বেতন : ১,৭০,০০০

চাকুরী পরিবর্তনের সুযোগ : তুলনামূলক অনেক কম,  কেও সহজে চাকুরী ছাড়ে না।

নিজেকে মেলে ধরার সুযোগ : সবচেয়ে বেশী, ভাল  ডাইং মাস্টার,  ফিনিশিং এক্সপার্টও মালিক হাতছাড়া করেনা।

কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ : অনেক বেশি।  শো কজ এর পরিমান বেশি।

কাজের স্বীকৃতি : সহজেই পাওয়া যায়।

চাকুরীর বাজার : প্রার্থীর চেয়ে চাকুরী বেশী, প্রতিযোগিতা কম ,  এখন সেক্টর স্যাচুরেটেড।  সরকারি ইন্সটিটিউট কে দাম দেয়া হয়।

অফিসিয়াল কাজ : ৩০ %
হাতেকলমে কাজ : ৫০ %
ম্যানেজারিয়াল কাজ : ২০ %

কর্মক্ষেত্রের দূরত্ব : ঢাকার বাইরে , ২৫ থেকে ৮০ কি মি পর্যন্ত

কাজের স্বাধীনতা : একাকী কাজ করতে হয় তবে বেশীরভাগ ক্ষেত্রেই ডাইং এর অধীনে করে ।
কাজের চাপ : বেশী

কাজের ঝুঁকি : তুলনামূলক বেশি।  ডাইং ১-২ কম বেশি হলে বোঝা যায়।

কাজের জবাবদিহীতা : তুলনামূলক বেশি

কাজের সময়কাল : ৮ থেকে ১২ ঘন্টা

কাজের গুরুত্ব : অনেক বেশি







প্রযুক্তিগত জ্ঞান ব্যবহারের সুযোগ : কম, শুধু মেশিনের ফাংশন ও ফেব্রিক কোয়ালিটীর জ্ঞান জরূরী,  সাথে ক্যামিকেল,  ডাইজ,  টেস্টিং জ্ঞান থাকা জরুরী।

কাজের পরিবেশ নিয়ন্ত্রণ : ঠান্ডা মাথায় সব ট্যাকল করা লাগে, তীক্ষ নজর রাখা লাগে।  ফ্লোর মুখস্থ থাকা লাগে,  মানুষ ম্যানেজিং করা লাগে।  ফল্ট রিকোভার করা লাগে,  টাইম ম্যানেজ করা লাগে।

কর্মক্ষেত্রে বাধা : তেমন নেই, তবে আন্ত-ডিপার্টমেন্টাল দন্দ লেগেই থাকে,  ফেব্রিক এর সাথে,  গার্মেন্টস এর সাথে।

কর্মক্ষেত্রে মূল্যায়ন : সহজ বিষয় মনে করলেও কেউ ঘাটায় না, তবে ডাইং কোয়ালিটি ,  মার্চেন্ডাইজার, গার্মেন্টস কাটিং ঝামেলা করে।

সামাজিক মূল্যায়ন : বেশি

সামাজিকতা রক্ষা : অনেক সময়ই সম্ভব হয়না,  শিপট ডিউটি করলে করা যায়।

অস্তিত্বের গর্ববোধ : নিজেকে ডাইং  ইন্জিনিয়ার হিসেবে পরিচয় দেওয়া যায়,  ফেব্রিক,  স্পিনিং,  গার্মেন্টস এর তুলনায় সম্মান বেশি।


কোন মন্তব্য নেই: