বো রোলার বা বোইং রোলার কি জেনে নিন | Bow Roller - Textile Lab | Textile Learning Blog
বো রোলার বা বোইং রোলার :

টেক্সটাইল ফিনিশিং  মেশিন এর মাঝে স্টেনটার  অতি গুরুত্বপূর্ণ মেশিন আর স্টেনটার এর গুরত্ব পুর্ন পার্ট হলো ওয়েফট স্ট্রেইটেনার এর কাজ হলো কাপড়ের বোইং,  স্কিউনেস,  কোর্স,  ওয়েফট এর এলাইনমেন্ট ঠিক করা।  আর এইগুলি ঠিক করা হয় ওয়েফট স্ট্রেইটেনার এর বোইং রোলার এর মাধ্যমে ।  এই রোলার সাধারনত তিনটি থাকে এবং এর সাথে ৬ টি ফটো সেন্সর থাকে যারা কাপড় এর ওয়েফট এর এলাইনমেন্ট এর ডিস্পলেইসমেন্ট ডিটেক্ট করে মনিটরে কমান্ড পাঠায়।  পরে মনিটরের দেয়া কমান্ড অনুযায়ী এর প্রেসার এবং ফিডিং কন্ট্রোল করে কাপড় এর বোইং,  স্কিউনেস,  কোর্স,  ওয়েফট এর এলাইনমেন্ট ঠিক করে।  রোলার গুলি ফিক্সড না এইগুলি ভেরিয়েবল এরা নিজে মুভমেন্ট চেঞ্জ করতে পারে।



বো রোলার বা বোইং রোলার কি জেনে নিন | Bow Roller

বো রোলার বা বোইং রোলার :

টেক্সটাইল ফিনিশিং  মেশিন এর মাঝে স্টেনটার  অতি গুরুত্বপূর্ণ মেশিন আর স্টেনটার এর গুরত্ব পুর্ন পার্ট হলো ওয়েফট স্ট্রেইটেনার এর কাজ হলো কাপড়ের বোইং,  স্কিউনেস,  কোর্স,  ওয়েফট এর এলাইনমেন্ট ঠিক করা।  আর এইগুলি ঠিক করা হয় ওয়েফট স্ট্রেইটেনার এর বোইং রোলার এর মাধ্যমে ।  এই রোলার সাধারনত তিনটি থাকে এবং এর সাথে ৬ টি ফটো সেন্সর থাকে যারা কাপড় এর ওয়েফট এর এলাইনমেন্ট এর ডিস্পলেইসমেন্ট ডিটেক্ট করে মনিটরে কমান্ড পাঠায়।  পরে মনিটরের দেয়া কমান্ড অনুযায়ী এর প্রেসার এবং ফিডিং কন্ট্রোল করে কাপড় এর বোইং,  স্কিউনেস,  কোর্স,  ওয়েফট এর এলাইনমেন্ট ঠিক করে।  রোলার গুলি ফিক্সড না এইগুলি ভেরিয়েবল এরা নিজে মুভমেন্ট চেঞ্জ করতে পারে।



কোন মন্তব্য নেই: