কেইস স্টাডি : বোইং এর কারনে কাপড় কাটা যাচ্ছে না, কাপড় এর বোইং ঠিক করা উপায়
সমাধান
গার্মেন্টস কাটিং এর পর বোইং ঠিক করা যায় এমন কোন নিয়ম বা প্রক্রিয়া এখনো আবিস্কার হয়নি, এটি পুরো ডাইং ফিনিশিং এর সমস্যা । তাই সময় ণস্ট না কাওরে কাপড় দ্রুত ফিনিশিং এ পাঠিয়ে দিতে হবে। বোইং ঠিক করার একমাত্র মেশিন হচ্ছে স্টেনটার। ডিভাইস হচ্ছে ওয়েফট স্ট্রেইটেনার ( ব্রেন্ড: মাহালো, বিয়ানকো) । মেক্সিমাম ফেক্টরির এই ডিভাইস নস্ট থাকে কারন এটি অনেক দামি বিধায় এটি ঠিক করা হয় না এটি সঠিক ভাবে কাজ করলে কাপড়ে বোইং হতো।
১. এখন কাপড় কে পুনোরায় চালাতে হবে স্টেনটারে, খেয়াল করলে দেখা যায় এক সাইড উপরে উঠে গেছে, পুনোরায় চালানোর ক্ষত্রে কাপড় কে ঘুরিয়ে এমন ভাবে দিতে হবে যেনো কাপড় এর উপরে ঊঠে যাওয়া মাথা পরে ঢোকে মোট কথা কাপড় ১৮০ ডিগ্রী রোটেট করে আবার চালিয়ে দিতে হবে এভাবে কিছুটা মিনিমাইজ করা যায় বোইং।
২. নিজস্ব স্ট্রেইটেনার খারাপ হলে সাবকন্ট্রাক ফেক্টরিতে যাদের স্ট্রেইটেনার ভালো তাদের কাছ থেকে ঠিক করিয়ে নিতে পারা যায়।
৩. কাপড় এর সব রোলে বায়াস থাকে না তাই রোল ওয়াইজ চেক করে সর্ট কোয়ানটিটি কাটিং করা যায়, প্রয়োজনে মার্কার রিভাইস করে নিতে হবে ।
৪. ইমার্জিন্সি হলে রোল কেটে সর্ট করে নিয়ে ভালো অংশ কাটিং করে কোয়ানটিটি ফিলাপ করা যায়।
৫. স্টেনটার এর সামনে দাড়িয়ে চেক সিতে হয় যে সাইড আগে( সট্রাইপ ) নামে লেফট কিংবা রাইট ওই সাইড এর চেইন স্পিড অন্যটির চেয়ে কমিয়ে দিতে হবে। এবং মাঝে মাঝে মেশিন এর পেছনে ফিডিং দেয়ার সময় কাপড় হাতে টেনে রাখা হয় যেন ওই সাইড ওভার ফিডিং এর দরুন বইং সৃস্টি না করে।
৬. কাপড় এর মাঝ বরাবর বোইং হলে তাকে একবার চালানো হলে ঠিক পেছনে এনে কাপড় ঘুরিয়ে এমন ভাবে সেট করতে হবে যেনো এবার কাপড় এর আগানো পেট পেছানো থাকে। এই ভাবে বোইং ফেক্টরিতে ঠিক করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন