সমস্যাঃ কাপড় এর সাইনিং বাড়ানো
সমাধনঃ
আমাদের একটি স্যাম্পল এর বায়ার। রিকোয়ারমেন্ট কমেন্ট ছিলো কাপড় এর গ্লেস বা সাইনিং কম। তাদের কে স্যাম্পল সাবমিট করার সময় যেনো ওই কাপড়ে গ্লেস বেশি থাকে।
আমরা কাপড় এর সাইনিং বাড়ানোর জন্য কাপড়ে সিলিকন সফেনার দিয়ে কাপড় কে ফিনিশিং করে দিয়েছি এতে কাপড় এর গ্লেস অনেক বেড়েছে
সিলিকন ৬০ গ্রাম পার লিটার হারে দিতে হয়।
নোট : সিলিকন সফেনারে কাপড় এর সাইনিং বাড়ে আর ক্যাটায়নিক সফেনারে কাপড় ডাল হয়ে যা বা সাইনিং কমে যায়। কিন্ত উভয় সফেনার এর কাজ কাপড় কে সফট করা। তাই সাইনিং এর জন্য আপনাকে সিলিকন চুজ করতে হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন