কেইস স্টাডি : For Textile IQ
প্রব্লেম : সেডে ইয়োলো বেড়ে যাওয়া ।
কারন এবং প্রতিকারঃ
আমার কাজের অভিজ্ঞতা থেকে দেখেছি যে প্রতিটা বায়ার যখন সেড এপ্রুভ করে তখন তাদের ওই সেডে ইয়োলো কমিয়ে চায়। কারন সেডে ইয়োলো থাকলে সেড এর ব্রাইটনেস কমে যায় আর সেড ডাল হয়ে যায়।
NEXT, Target এর কাজ যখন করতাম তখন দেখতাম তারা সেড ইয়োলিশ হলে রিজেক্ট করতো আর তারা সেড রেডিশ করে দিতে বলতো।
ডাইং এ বিভিন্ন কারনে সেড ইয়োলো বাড়তে পারে যেমন সফেনার বা হিট কাপড়ে ইয়োলিশ টোন কে বাড়িয়ে দেয়।
আমরা একটি বায়ার এর কাপড় তারা ইয়োলো টোন কমিয়ে দিয়ে বলেছে আবার সে সাথে কাপড় কে সফট ফিনিশ করে দিতে বলেছে , কিন্ত সমস্যা হলো আমরা যখন কাপড়ে সফেনার দিয়ে ফিনিশিং করেছি তখন কাপড়ে ইয়োলো বড়ে যাচ্ছিল । যেহেতু কাপড় ডাইং হয়ে গিয়েছিল তাই আমাদের হাতে ইয়োলো কমানোর কোন উপায় ছিলো না।
তাই আমরা কাপড় কে জিগারে তুলে হট ওয়াস করে ইয়োলো কমিয়ে নিয়ে তাকে সফেনার দিয়ে ফিনিশ করে দিয়েছি । এতে ওয়াসে যে পরিমান ইয়োলো কমেছিলো তা সফেনারে কভার হয়ে গিয়েছিলো।
নোটঃ
এখান থেকে এই শিক্ষা পেলাম যে ফিউচারে বায়ার কাপড়ে ইয়োলো কমিয়ে চাইলে সাথে সফট ফিনিশ চাইলে আমরা ডাইং করার সমরে কালার রেসিপি থেকে হাল্কা ইয়োলো কমিয়ে রাখবো নয়তো সেডে ইয়োলো বেড়ে যাবে।
এখান থেকে এই শিক্ষা পেলাম যে ফিউচারে বায়ার কাপড়ে ইয়োলো কমিয়ে চাইলে সাথে সফট ফিনিশ চাইলে আমরা ডাইং করার সমরে কালার রেসিপি থেকে হাল্কা ইয়োলো কমিয়ে রাখবো নয়তো সেডে ইয়োলো বেড়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন