ফ্রেশার জুনিয়র দের জন্য টেক্সটাইলীয় পরামর্শ - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলীয় পরামর্শ :

আজ আমাদের একজন জুনিয়র ভাই এর সাথে কথা হলো ( নামটা বলতে চাচ্ছি না )  সে নতুন জব করছে,  আজ আসছিল আমার সাথে কথা বলার জন্য ফেক্টরির বিভিন্ন ইস্যু নিয়ে।
তার সাথে এবং অন্য অনেকের ক্ষত্রে আমাদের ফ্রেশার দের কিছু সমস্যা আমি দেখি,  যে গুলি আমাদের দুর করা উচিৎ বলে আমি মনে করি

সেগুলি হলো
আমাদের ফেক্টরি গুলিতে কিছু গ্রুপিং কাজ করে যেমন টেক Vs ননটেক ,  BSc Vs Diploma,  Public Vs Private,  Gov Univarsity Vs Gov College . এই সমস্যা গুলি আজ থেকে না সেক্টরের শুরু থেকে চলে আসছে ।  এই সমস্যায় বেশি ভোগে এবং একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে কেও কারো নিকট ছোট হতে চায় না।

কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থায় ফেক্টরির সাথে একাডেমীক বই এর কোন মিল না থাকায়,  এক জন ফ্রেশার প্রায় নন টেক এর মতো প্রায়  জিরো নলেজ নিয়ে ফেক্টরিতে ঢোকে। তাই এ নিয়ে অহংকার এর কিছু নাই যেহেতু আমাদের অন্য দের কাছ থেকে শিখতেই হয় তাই আমাদের সার্টিফিকেট আর ইগো বাসায় রেখে ফেক্টরিতে  শুধু কলম আর আইডি নিয়ে ঢুকবেন।
এতে সবার জন্য মংগল আর মন থেকে সব নেগিটিভ ধারনা মুছে ফেলতে হবে। ধারনা পজিটিভ হলে মন ভালো থাকে আর কাজে এটি বরকত দেয় এটি অন্য প্রতি বিশ্বাস আর আস্থা যোগায়।
ফেক্টরি জব একটি টিম ওয়ার্ক এর মতো সবার সাথে মিলে ম্যাচ উইন করতে হবে এখানে একা খেলার কোন স্কোপ নাই । হোকনা আপনি অনেক বড় ইন্সটিটিউট এর ছাত্র,  আপনাকে  এই সিস্টেম এর ভেতরে চলতে হবে।




job

ফ্রেশার জুনিয়র দের জন্য টেক্সটাইলীয় পরামর্শ

টেক্সটাইলীয় পরামর্শ :

আজ আমাদের একজন জুনিয়র ভাই এর সাথে কথা হলো ( নামটা বলতে চাচ্ছি না )  সে নতুন জব করছে,  আজ আসছিল আমার সাথে কথা বলার জন্য ফেক্টরির বিভিন্ন ইস্যু নিয়ে।
তার সাথে এবং অন্য অনেকের ক্ষত্রে আমাদের ফ্রেশার দের কিছু সমস্যা আমি দেখি,  যে গুলি আমাদের দুর করা উচিৎ বলে আমি মনে করি

সেগুলি হলো
আমাদের ফেক্টরি গুলিতে কিছু গ্রুপিং কাজ করে যেমন টেক Vs ননটেক ,  BSc Vs Diploma,  Public Vs Private,  Gov Univarsity Vs Gov College . এই সমস্যা গুলি আজ থেকে না সেক্টরের শুরু থেকে চলে আসছে ।  এই সমস্যায় বেশি ভোগে এবং একে অন্যের বিরুদ্ধে লেগে থাকে কেও কারো নিকট ছোট হতে চায় না।

কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের শিক্ষা ব্যাবস্থায় ফেক্টরির সাথে একাডেমীক বই এর কোন মিল না থাকায়,  এক জন ফ্রেশার প্রায় নন টেক এর মতো প্রায়  জিরো নলেজ নিয়ে ফেক্টরিতে ঢোকে। তাই এ নিয়ে অহংকার এর কিছু নাই যেহেতু আমাদের অন্য দের কাছ থেকে শিখতেই হয় তাই আমাদের সার্টিফিকেট আর ইগো বাসায় রেখে ফেক্টরিতে  শুধু কলম আর আইডি নিয়ে ঢুকবেন।
এতে সবার জন্য মংগল আর মন থেকে সব নেগিটিভ ধারনা মুছে ফেলতে হবে। ধারনা পজিটিভ হলে মন ভালো থাকে আর কাজে এটি বরকত দেয় এটি অন্য প্রতি বিশ্বাস আর আস্থা যোগায়।
ফেক্টরি জব একটি টিম ওয়ার্ক এর মতো সবার সাথে মিলে ম্যাচ উইন করতে হবে এখানে একা খেলার কোন স্কোপ নাই । হোকনা আপনি অনেক বড় ইন্সটিটিউট এর ছাত্র,  আপনাকে  এই সিস্টেম এর ভেতরে চলতে হবে।




কোন মন্তব্য নেই: