ক্যানভাস কাপড়
ছবি আকার ক্যানভাস নয় এটি ফেব্রিক ক্যানভাস
ছবি আকার ক্যানভাস নয় এটি ফেব্রিক ক্যানভাস
টাইপ : প্লেইন ফেব্রিক
চেনার উপায় : এটিকে পপলিন এর বড় ভাই বলে ডাকি আমরা
ডিজাইন ১/১ কিন্তু এর ওয়েফটে ডাবল সুতা দেয়া হয় কাউন্ট ১৬x১৬+১২
বৈশিষ্ট্য : পপলিন এর তুলানায় পাতালা কিন্তু এর ওয়েফটে ডাবল ইয়ার্ন থাকার কারনে এটি খস খসে হয়।
ফেক্টরির অভিজ্ঞ লোকেরা হাতে ধরার আগ পর্যন্ত বলতে পারে না পপলিন নাকি এটা ক্যানভাস। এই ভুল সবাই করে, কাপড় আগে হাতের তালুতে ধরে দেখতে হয়। তবে পপলিন এর সারফেস প্লেইন আর ক্যানভাসের ওয়ার্পে ডাবল সুতা থাকায় এই কাপড় অনেক মোটা আর খস খসে হয়। এই ডাইং এ আন ইনভেন হোয়ার চাঞ্জ ৫০% আর এই কাপড় এর এব্জরবেন্সি তুলানামুলক ভাবে কম।
এটি আর পপলিন প্রায় সিমিলার
ফেক্টরির অভিজ্ঞ লোকেরা হাতে ধরার আগ পর্যন্ত বলতে পারে না পপলিন নাকি এটা ক্যানভাস। এই ভুল সবাই করে, কাপড় আগে হাতের তালুতে ধরে দেখতে হয়। তবে পপলিন এর সারফেস প্লেইন আর ক্যানভাসের ওয়ার্পে ডাবল সুতা থাকায় এই কাপড় অনেক মোটা আর খস খসে হয়। এই ডাইং এ আন ইনভেন হোয়ার চাঞ্জ ৫০% আর এই কাপড় এর এব্জরবেন্সি তুলানামুলক ভাবে কম।
এটি আর পপলিন প্রায় সিমিলার
1 টি মন্তব্য:
ভাই ক্যানভাস কাপড় কি ১০০% কটন? পিস্ কাপড়ের দোকানে বললে কি ক্যানভাস বুঝবে ? নাকি এর অন্য কোনো লোকাল নাম আছে ? ধন্যবাদ
একটি মন্তব্য পোস্ট করুন