টার্কিশ কালার এর কিছু বৈশিষ্ট্য :
১. টার্কিশ কালার টারশিয়ারি কালার।
২. টার্কিশ কে অন্য ভাষায় সায়ান কালার ও বলে।
৩. টার্কিশ ডাই হট ব্রেন্ড এর ডাই।
৪. টার্কিশ কালার এবং ডাই উভয় ক্রিটিকাল এই কালার ডাইং এর সময় সর্বচ্চ সতর্কতা অবল্বন করতে হয়, তা না হলে টার্কিশ কালার গুলিতে অনেক স্পট আসে ।
৫. হার্ডনেস টার্কিশ কালার এর জম হার্ডনেস থাকলে সাদা সাদা স্পট আসে।
৬. টার্কিশ তীব্র গন্ধ যুক্ত ডাই, এটি ডাইং এর সময় আশে পাশে উটকো ঝাঁঝালো গন্ধ থাকে।
৭. টার্কিশ ডাইজ নিয়ে লাইট ব্লু আর গ্রীনিশ টোন এর কালার করা হয়।
৮. টার্কিশ কালার দিয়ে টপিং করা হয় সেডে রেড এর টোন কমানোর জন্য ।
৯. রেড, ইয়োলো, ব্লু কম্বিনেশনে টার্কিশ থাকলে সেডে ইয়োলো এর পরিমান বাড়ে কারন টার্কিশ এর টোন ইয়োলিশ।
১০. নীট ডাইং বা গার্মেন্টস বা ইয়ার্ন বা এনি এক্সোস্ট ডাইং এর সময় কম্বিনেশনে টার্কিশ থাকলে তাকে মাইগ্রেশন, স্পেশাল মাইগ্রেশন মেথোডে ডাইং করতে হয়।
১১. টার্কিশ ডাই হট ব্রেন্ড এর ডাই এর ফিক্সেশন টেম্পারেচার ৮০ ডিগ্রি । তাই ডাইং এর কালার স্টিম চলাকালীন সময়ে ২০ মিনিট ৮০ ডিগ্রিতে রান দিতে হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন