লায়ওসেল Lyocell Fibre সম্পর্কে জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
লায়ওসেল (Lyocell) : Fibre

লায়ওসেল(Lyocell) ফাইবার নতুন প্রজন্মের বহুল প্রচলিত একটি রিজেনারেটেড টেক্সটাইল ফাইবার। লায়ওসেল(Lyocell) শব্দটি গ্রীক শব্দ ‘লায়িন’(Lyein) যার অথ দ্রবীভূত করা এবং ‘সেল’(cel) শব্দটি সেলুলোজ(Cellulose) শব্দ থেকে এসেছে। লায়ওসেল(Lyocell) ফাইবারের বাণিজ্যিক নাম হলো ‘টেনসেল(Tencel)’।  সম্প্রতি(২০১৩)লায়ওসেল(Lyocell) ফাইবারের শুধুমাত্র প্রধান উৎপাদক হলো Lenzing AG.

কাচাঁমাল(Raw Materials):

১. উড পাল্প

২. N-Methylmorpholine-N-oxide (NMMO)

ম্যানুফ্যাকচারিং প্রসেসঃ

উড পাল্প → মিক্সিং NMMO) → দ্রবীভূত করা(Dissolution)→ পরিস্রাবণ(Filtration) → স্পিনিং → ওয়াশিং(পানি) → ড্রাইং → ফাইবার বা টো(Tow)

বৈশিষ্ট্যঃ

১. নরম, শক্ত ও বিশোষক(absorbent)

২. ইহা কটন ও উল ফাইবারের তুলনায় শক্তিশালী

৩. ভেজা ও শুষ্ক অবস্থায় অধিক শক্তি বৃদ্ধি পায়

৪. হাত দিয়ে ধৌত করা যেতে পারে

৫. জীবাণু সহজে আক্রমণ করতে পারে না

৬. সূক্ষ্ম ইর্য়াণ কাউন্ট এর সুতা তৈরি করা যায়

৭. স্পন্দনশীল

৮. স্থায়িত্ব বেশি

৯. বিভিন্ন ডাই দ্বারা ডাইং করা যায়
১০. ব্লিচিং করার প্রয়োজন হয় না

ব্যবহারঃ

১. পেশাদারী পোশাক

২. ব্যালেনতকদের এক ধরনের আটঁসাটঁ পোশাক

৩. হোসিয়ারি

৪. গৃহসজ্জার সামগ্রী

৫. জানালার পর্দা

৬. মেডিকেলের ড্রেসিং

৭. প্রিন্টারে

৮. বিশেষত কাগজ

৯. বোটানিক টেনসেল বেড

১০. ফিল্টার

Collected From : Reference
https://www.facebook.com  B.twist





লায়ওসেল Lyocell Fibre সম্পর্কে জেনে নিন

লায়ওসেল (Lyocell) : Fibre

লায়ওসেল(Lyocell) ফাইবার নতুন প্রজন্মের বহুল প্রচলিত একটি রিজেনারেটেড টেক্সটাইল ফাইবার। লায়ওসেল(Lyocell) শব্দটি গ্রীক শব্দ ‘লায়িন’(Lyein) যার অথ দ্রবীভূত করা এবং ‘সেল’(cel) শব্দটি সেলুলোজ(Cellulose) শব্দ থেকে এসেছে। লায়ওসেল(Lyocell) ফাইবারের বাণিজ্যিক নাম হলো ‘টেনসেল(Tencel)’।  সম্প্রতি(২০১৩)লায়ওসেল(Lyocell) ফাইবারের শুধুমাত্র প্রধান উৎপাদক হলো Lenzing AG.

কাচাঁমাল(Raw Materials):

১. উড পাল্প

২. N-Methylmorpholine-N-oxide (NMMO)

ম্যানুফ্যাকচারিং প্রসেসঃ

উড পাল্প → মিক্সিং NMMO) → দ্রবীভূত করা(Dissolution)→ পরিস্রাবণ(Filtration) → স্পিনিং → ওয়াশিং(পানি) → ড্রাইং → ফাইবার বা টো(Tow)

বৈশিষ্ট্যঃ

১. নরম, শক্ত ও বিশোষক(absorbent)

২. ইহা কটন ও উল ফাইবারের তুলনায় শক্তিশালী

৩. ভেজা ও শুষ্ক অবস্থায় অধিক শক্তি বৃদ্ধি পায়

৪. হাত দিয়ে ধৌত করা যেতে পারে

৫. জীবাণু সহজে আক্রমণ করতে পারে না

৬. সূক্ষ্ম ইর্য়াণ কাউন্ট এর সুতা তৈরি করা যায়

৭. স্পন্দনশীল

৮. স্থায়িত্ব বেশি

৯. বিভিন্ন ডাই দ্বারা ডাইং করা যায়
১০. ব্লিচিং করার প্রয়োজন হয় না

ব্যবহারঃ

১. পেশাদারী পোশাক

২. ব্যালেনতকদের এক ধরনের আটঁসাটঁ পোশাক

৩. হোসিয়ারি

৪. গৃহসজ্জার সামগ্রী

৫. জানালার পর্দা

৬. মেডিকেলের ড্রেসিং

৭. প্রিন্টারে

৮. বিশেষত কাগজ

৯. বোটানিক টেনসেল বেড

১০. ফিল্টার

Collected From : Reference
https://www.facebook.com  B.twist





কোন মন্তব্য নেই: