DRAW FRAME সংক্রান্ত কিছু সুত্র জেনে নিন - Textile Lab | Textile Learning Blog

DRAW FRAME সংক্রান্ত কিছু সুত্র জেনে নিন

DRAW FRAME সংক্রান্ত কিছু সুত্র

1.স্লাইবার হ্যাঙ্ক ={স্লাইবারের দৈরঘ/দৈরঘের একক}/{স্লাইবারের ওজোন /ওজোনের একক}
={স্লাইবারের দৈরঘ x ওজোনের একক}/{দৈরঘের একক x স্লাইবারের ওজোন}
={স্লাইবারের দৈরঘ(গজে) x ৭০০০}/{স্লাইবারের ওজোন (গ্রেইনে) x ৮৪০}

2.যান্ত্রিক বা technological draft ={ড্রাফট কন্সটান্ট / DCP }
={সম্মুখ রোলারের পরিধির গতি / পেছনের রোলারের পরিধির গতি }
={সম্মুখ রোলারের পরিধির ব্যাস বা পরধি / পেছনের রোলারের পরিধির ব্যাস বা পরিধি } x পেছনের রোলার থেকে সামনের রোলার পর্যন্ত গিয়ারিং
={যে ওজোনের দ্রব্য ফিড করা হল / যে ওজোনের দ্রব্য পাওয়া গেল } x (১ - শতকরা অপচয়/১০০ )
=প্রকৃত ড্রাফট x [ { (১০০ - শতকরা অপচয়) / ১০০ } ]

3.প্রকৃত ড্রাফট = { (ডেলিভারি স্লাইবারের হাঙ্ক x ডাব্লিং) / ফিড স্লাইবারের হাঙ্ক }
= { যে ওজোনের দ্রব্য দেয়া হল / যে ওজোনের দ্রব্য পাওয়া গেল }
= { যে দৈর্ঘের দ্রব্য পাওয়া গেল / যে দৈর্ঘের দ্রব্য দেয়া হল }
= {মোট যান্ত্রিক ড্রাফট x ১০০ / ১০০ - শতকরা অপচয় }

4. ডেলিভারি স্লাইবারের ওজোন ={ ফিড স্লাইবারের ওজোন x (ডাব্লিং / ড্রাফট ) }

5.প্রয়োজনীয় ড্রাফট / বর্তমান ড্রাফট = প্রয়োজনীয় DCP / বর্তমান DCP = বর্তমান হাঙ্ক / প্রয়োজনীয় হাঙ্ক

6.মেশিনের উৎপাদন = সম্মুখ রোলারের পরিধির গতি x efficiency % x wastage % x (inch/min)
=সম্মুখ রোলারের পরিধির গতি x {৬০ / (৩৬ x ৮৪০ x হাঙ্ক ) } x Efficiency x wastage % ( পাঃ/ ঘন্টা )

রেফারেন্স #Amit ,ptec




কোন মন্তব্য নেই: