নীট ডাইং, ওভেন ডাইং , ইয়ার্ন ডাইং এবং গার্মেন্টস ডাইং এর মাঝে তুলনা মুলক কিছু পার্থক্য:
১. Raw Matarial : Knit Dyeing
সাধারনত নীট ডাইং এর র ম্যাটেরিয়াল হলো নীটেড সিংগেল জার্সি, ইন্টারলক, রিব, ইয়ার্ন ডাইড ফেব্রিক, ইত্যাদি।
সাধারনত নীট ডাইং এর র ম্যাটেরিয়াল হলো নীটেড সিংগেল জার্সি, ইন্টারলক, রিব, ইয়ার্ন ডাইড ফেব্রিক, ইত্যাদি।
২. Raw Matarial : Wove Dyeing
এর র ম্যাটেরিয়াল হলো উইভিং করা ওভেন ফেব্রিক। এটি হোম, ফ্যাশন দুই ভাগে বিভক্ত। ফ্যাশন এর ভেতর পড়ে এপ্যারেল প্রডাক্ট যেমন শার্ট পেন্ট ইত্যাদি গার্মেন্টস। এখানে বিভিন্ন ফেব্রিক যেমন, টুইল, সাটিন, পপলিন, ক্যানভাস, ভয়েল ইত্যাদি কাপড় ডিসাইজ করা অবস্থায় আমরা পেয়ে থাকি.
এর র ম্যাটেরিয়াল হলো উইভিং করা ওভেন ফেব্রিক। এটি হোম, ফ্যাশন দুই ভাগে বিভক্ত। ফ্যাশন এর ভেতর পড়ে এপ্যারেল প্রডাক্ট যেমন শার্ট পেন্ট ইত্যাদি গার্মেন্টস। এখানে বিভিন্ন ফেব্রিক যেমন, টুইল, সাটিন, পপলিন, ক্যানভাস, ভয়েল ইত্যাদি কাপড় ডিসাইজ করা অবস্থায় আমরা পেয়ে থাকি.
৩. Raw Matarial : গার্মেন্টস Dyeing
গার্মেন্টস ডাইং এর জন্য কাপড় আসে মুলত ওভেন এবং নীট ডাইং সেকশন থেকে এবং এই কাপড় গুলি প্রিট্রিট করা থাকে, এই প্রিট্রিট করা কাপড় থেকে বডি তৈরি করে গার্মেন্টস ডাইং করা হয়। এখানে ওভেন কাপড় হয় RFD করা।
নীট কাপড় হয় স্কাওরিং, ব্লিচিং, এনজাইম করা।
নীট কাপড় হয় স্কাওরিং, ব্লিচিং, এনজাইম করা।
৩. Raw Matarial : ইয়ার্ন Dyeing
ইয়ার্ন ডাইং এর র ম্যাটেরিয়াল আসে মুলত স্পিনিং মিল থেকে, ওই খানে দুই ক্যাটাগরির সুতা হয় ওভেন এবং নীট এর জন্য। কিছু কমন কাউন্ট এর সুতা এই খানে ডাইং করা হয় ৩০Ne, ৭ Ne,২০Ne , ১০ Ne , ১৬ Ne , ৪০ Ne , ৪৫ Ne , ৬০ Ne
৪. প্রিট্রিটমেন্ট :
#ওভেন (সিনজিং +স্কাওরিং +ব্লিচ+ মার্সারাইজেশন )
#নীট (স্কাওরিং +ব্লিচ+ এনজাইম )
#ইয়ার্ন (স্কাওরিং +ব্লিচ+ এনজাইম )
#গার্মেন্টস (ডিটারজেন্ট হট ওয়াস )
#ওভেন (সিনজিং +স্কাওরিং +ব্লিচ+ মার্সারাইজেশন )
#নীট (স্কাওরিং +ব্লিচ+ এনজাইম )
#ইয়ার্ন (স্কাওরিং +ব্লিচ+ এনজাইম )
#গার্মেন্টস (ডিটারজেন্ট হট ওয়াস )
৫. ডাইং টাইপ :
ইয়ার্ন - স্টেটিক
নীট- এক্সজোস্ট
ওভেন - কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস
গার্মেন্টস - এক্সজোস্ট
ইয়ার্ন - স্টেটিক
নীট- এক্সজোস্ট
ওভেন - কন্টিনিউয়াস, সেমি কন্টিনিউয়াস
গার্মেন্টস - এক্সজোস্ট
৬. ডাইজ এর ব্যাবহার :
ইয়ার্ন - রিয়েক্টিভ, ডিস্পার্স, ফ্লোরোসেন্ট
নীট- রিয়েক্টিভ, ডিস্পার্স, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট
ওভেন - রিয়েক্টিভ, ডিস্পার্স, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট
গার্মেন্টস - রিয়েক্টিভ, ফ্লোরোসেন্ট
নীট- রিয়েক্টিভ, ডিস্পার্স, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট
ওভেন - রিয়েক্টিভ, ডিস্পার্স, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট
গার্মেন্টস - রিয়েক্টিভ, ফ্লোরোসেন্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন