টাচিং কি বা কেনো করা হয় !!!
এটি প্রিন্ট করা কাপড় এর ফ্লল্ট রিকোভার এর প্রক্রিয়া।
কেনো করা হয় !!
প্রিন্টিং এর সময় অনেক সময় প্রিন্টিং স্ক্রিন বা মেশে ডাস্ট থাকার দরুন এই ভেতর দিয়ে প্রিন্ট পেস্ট বের হতে পারে না তাতে করে ওই জায়গা গুলি তে পেস্ট পড়ে না, এবং এর গেপ এর ভেতর দিয়ে বেইজ ফেব্রিক দেখা যায়। এই কাপড় দিয়ে বডি তৈরি করা হলে তা রিজেক্ট হয়ে যাবে।
এখন এই সমস্যা মেজর নয় ইচ্ছে করে কাপড় নস্ট না করেই এটি রিকোভার করা যায়।
প্রক্রিয়া :
যে কালার প্রিন্টিং হয়নি বা কালারে সমস্যা হয়েছে ( যেমন : আমাদের এই ব্লু কালার এর ভেতের প্রিন্ট পেস্ট পড়ে নি) । ওই কালার এর রেসিপি ফলো করে আবার প্রিন্টিং পেস্ট তৈরি করতে হবে সেড মিলিয়ে। এর পর গার্মেন্টস বডি বা ফেব্রিক এর মধ্যে কটন বার্ড বা তুলি দিয়ে বার্নিশ করে মিলিয়ে জায়গা ভরাট করে দিতে হবে। এই প্রক্রিয়া এর না টাচিং ১৬. স্টেনটারে কাপড় ফিনিশিং এর সময় সফেনারে যদি ওয়েটিং এজেন্ট দেন দেখবেন কাপড় ব্লুইশ এর দিকে যাবে।
২১. হোয়াইট কাপড় এর ব্রাইটনেস বাড়াতে নন আয়নিক সফেনার বা হোয়াইট সফেনার ব্যাবহার করুন।
২২. সেডে ইয়োলো কমাতে এবং সফট করতে হোয়াইট সফেনার ব্যাবহার করতে পারেন।
২৩. হোয়াইট কাপড় এর হওয়াইনেস বাড়াতে ব্রিলয়েন্ট ব্লু R Spl বা রয়েল ব্লু দিয়ে টপিং করতে পারেন, ১০০ লিটারে ১ গ্রাম রিয়েক্টিভ ডাই ব্যাবহার করতে হবে।
১৭. ওভেন ডাইং এর পর কন্টিনিউয়াস ওয়াস মিশিনে মেশিন এর রানিং স্পিড কমিয়ে বাড়িয়ে সেড কিছুটা ভালো কারা যায়
যেমন : মেশিন স্পিড বেশি হলে কাপড় দ্রুত যাবে সেড ডার্ক হবে, আর কাপড় যদি আস্তে ওয়াস করলে কাপড় লাইট হয়ে যাবে, এখন প্রয়োজনে বাড়িয়ে কমিয়ে সেড ঠিক করা যায়।
১৮. কাপড় ডার্কার হয়ে গেলে কস্টিক দিয়ে রি ওয়াস করুন কাপড় লাইট হবে রেডিশ হবে। আর সোডা দিয়ে ওয়াস করলে লাইট আর ইয়োলিশ হবে, সেড এর প্রয়োজনীয়তা বুঝে ক্যামিকেল ঠিক করতে হবে।
১৯. হোয়াইট কাপড় এর হোয়াইটনেস ব্রাইটনেস বাড়ানোর জন্য স্টেনটারে Blue R Spl ডাই দিয়ে রিয়েক্টিভ টপিং করলে সেড এর ব্রাইটনেস বাড়বে ইয়োলো ডাউন হবে ব্লুইশ হবে টোন। রেসিপি ১০০ লিটারে অনুমানিক ১ গ্রাম করে ফিনিশিং করতে হবে।
২০. কম্পেক্টর এর সেড এর টোন চেইঞ্জ করার নিয়ম :
১. সেড রেডিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে স্টিম কমাতে হবে।
২. সেড ইয়োলিশ করতে টেম্পারেচার বাড়াতে হবে রবং বিনা স্টিমে কাপড় চালাতে হবে ।
৩. সেড ব্লুয়িশ করতে টেম্পারেচার কমাতে হবে স্টিম বাড়াতে হবে।
২১. হোয়াইট কাপড় এর ব্রাইটনেস বাড়াতে নন আয়নিক সফেনার বা হোয়াইট সফেনার ব্যাবহার করুন।
২২. সেডে ইয়োলো কমাতে এবং সফট করতে হোয়াইট সফেনার ব্যাবহার করতে পারেন।
২৩. হোয়াইট কাপড় এর হওয়াইনেস বাড়াতে ব্রিলয়েন্ট ব্লু R Spl বা রয়েল ব্লু দিয়ে টপিং করতে পারেন, ১০০ লিটারে ১ গ্রাম রিয়েক্টিভ ডাই ব্যাবহার করতে হবে।
লেখক : মাজেদুল হাসান শিশির
ডাইং ইঞ্জিনিয়ার ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন