Some common terms :
1. lab -dip:
Developed fabric color or any other color in the lab is called lab dip. lap dip is submitted to the buyer for approval.
বায়ার যে কালার টা চাই তা লেবে ডেভোলাপ করে বাল্ক প্রডাকশনের আগে বায়ার এর নিকট এপ্রভাল করতে হয় সব কিছু ঠিক আছে কি না এবং লেব থেকে সেম্পল্টা ডেভোলাপ করা হয় বলে একে লেব - ডিপ বলা হয়।
Developed fabric color or any other color in the lab is called lab dip. lap dip is submitted to the buyer for approval.
বায়ার যে কালার টা চাই তা লেবে ডেভোলাপ করে বাল্ক প্রডাকশনের আগে বায়ার এর নিকট এপ্রভাল করতে হয় সব কিছু ঠিক আছে কি না এবং লেব থেকে সেম্পল্টা ডেভোলাপ করা হয় বলে একে লেব - ডিপ বলা হয়।
২. yarn- dip:
Developed yarn color in the lab is called yarn dip. its submitted to the buyer for approval. its requred for engineering & fedeer stripes ( knit fabric).
Developed yarn color in the lab is called yarn dip. its submitted to the buyer for approval. its requred for engineering & fedeer stripes ( knit fabric).
3.strike off :
Developed garments print is called stike off. submitted to the buyer for approval.
Developed garments print is called stike off. submitted to the buyer for approval.
4.Art work:
developed garments embroidery is called Art work. submitted to the buyer for approval
developed garments embroidery is called Art work. submitted to the buyer for approval
5.DTM (DYE-TO-MATCH) :
একসোসরিজ এর কালার এর সাথে কাপড়ের কালার মিলে গেলে DTP , না মিল্লে DTM না।
যেমন : বাটন এর কালার & ফেব্রিকের এর কালার মেচিং হইলে DTM.
একসোসরিজ এর কালার এর সাথে কাপড়ের কালার মিলে গেলে DTP , না মিল্লে DTM না।
যেমন : বাটন এর কালার & ফেব্রিকের এর কালার মেচিং হইলে DTM.
6. Hand loom:
In cause of strike or check fabric their is a repeat that repeat is developed in the lab this developed repeat is called hand loom. submitted to the buyer for approval.
In cause of strike or check fabric their is a repeat that repeat is developed in the lab this developed repeat is called hand loom. submitted to the buyer for approval.
Exhaustion: Exhaustion অর্থ নিঃশেষিত অবস্থা।
Dyeing এর সময় dye molecule fiber এর দিকে আসে ফলে dye bath এ কিছু পরিমান dye থেকে যায় dye bath এর এ নিঃশেষিত অবস্থাকে exhaustion বলে।
Substantivity:
Dye bath হতে dye molecule fiber এ স্থানান্তরের হার ও এর বিস্তর পরিমাণকে বুঝায়। dye এবং fiber এর বিভিন্ন ধরনের আকর্ষণের ফলে substantivity ঘটে থাকে।
৭. Migration:
Dye bath হতে dye molecule fabric এর পৃষ্ঠে চলে আসা বা স্থানান্তরিত হওয়াকে migration বলে।
৮. Adsorption:
Dye bath থেকে fabric এর দিকে migrate হওয়া dyes molecule গুলো fabric এরপৃষ্ঠে জমা হওয়াকে adsorption বলে।
৯. Sorption/ Absorption:
Dye bath থেকে dye molecule adsorption হওয়ার পর fiber এর ভিতর প্রবেশ করাকে sorption বলে।
১০. Diffusion:
এর অর্থ পরিব্যপ্ত হওয়া। বেশি ঘনত্ব থেকে Dye solution কম ঘনত্বের দিকে অগ্রসর হয়ে পরিব্যপ্ত বা fiber এর চারদিকে ছড়িয়ে পড়ে equilibrium অবস্থার সৃষ্টি করাকে diffusion বলে।
১১. Desorption:
Dye molecule fiber এর ভিতর থেকে বাইরের দিকে বের হয়ে আসাকে desorption বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন