সেড ব্যান্ড কি:
যে কাগজ এর ভেতর সেড কেটে গ্রুপ করে দেয়
***সবার উপরে গোলাকারটি কাপড় এর GSM
*** আমার আঙুল এর নিচেরটি লিস্টিং ( এটি part by part shading আসে কিনা তা দেখা হয়, এটি করে দেয়া হয় জেনো কাপড় কাটার আগে লিস্টিং চেক করে নিতে পারে )
*** সবার নিচে সেড গ্রুপ, একটি কাপড় ডাইং করলে তাতে দুই তিনটি সেড হবে এটা সাবাভিক এই কারনে সেড গুলিকে আলাদা করে তাকে A,B,C,D,E করে গ্রুপ করে দেয়া হয়। এখানে A বায়ার এর স্টান্ডারড এর সাথে মিল থাকে বিধায় তাকে A , A তুলনায় B কিছুটা দূরে এভাবে সর্বশেষ যেটি মিলে না তাকে O/S বা Off Shade বলি।
গ্রুপ যত বেশি শেড এর মান তত খারাপ হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন