কি ভাবে তৈরি করা হয় ডাইং এর বুকিং সিট বা ওর্ডার সিট, এর কিছু টেকনিক্যাল বিষয় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
অর্ডার সিট বা বুকিং সিট কি !!! তা কি ভাবে করা লাগে জেনে নিন

ফেক্টরিতে যখন আপনি আজ করাবেন বা কাপড় ডাইং করাবেন,  তখন আপনাকে গ্রে ফেব্রিক দেয়ার পাশাপাশি আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হয়ে।  এই ডকুমেন্ট গুলির মাঝে ফেব্রিক এর টেকনিকাল ডকুমেন্ট হলো অর্ডার সিট।
একে আপনি ডাইং এর টেক প্যাক ও বলতে পারেন। কারন এর ভেতরে ডাইং এর যাবতীয় সকল তথ্য বা ইন্সট্রাকশন দেয়া থাকে বায়ার বা মার্চেন্টডাইজার এর তরফ থেকে।
এই অর্ডার সিটে কি কি তথ্য দেয়া থাকে তার নমুনা দেয়া হবে এক এক করে :

১. দিতে হবে আপনার ফেক্টরির লেটার প্যাডে যেনো তা দেকতে অথোরাইজ ডকুমেন্ট বলে মনে হয়।  এটি দলিল বলে কাউন্ট হবে,  এর ভেতরে ভুল তথ্য থাকলে তার দায় ভার যে অর্ডার দিবে তারি নিতে হবে।

২. কালারঃ
এই বুকিং সিটে আপনি কয় কালার এর কাপড় নিতে চান তার উল্লেখ করতে হবে। সাধারনত প্রতিটি অর্ডারে ২-৪ টি কালার এর কাপড় নেয় বায়ার।  তার ভেতরে  ব্লাক আর হোয়াইট কালার  এর সম্ভাবনা ৫০%। বাকি গুলি অন্য সব কালার।

৩. কোয়ানটিটি :
কোয়ানটিটির ভেতরে কোন কালার এর কতোটুকু কাপড় লাগবে তার ব্রেক ডাউন দেয়া হয় । এই কোয়ানটিটি হলো ফিনিশিং কোয়ানটিটি।  বায়ার গ্রে ফেব্রিক ফিনিশিং এর তুলনায় ৫-১০% বেশি দিয়ে দেয়।  প্রসেস লস বায়ার ধরে না আমরা ধরে করি । তাকে কোয়ানটিটি ফিল আপ করে দিতে হয়। কোয়ানটিটি নীট কাপড় কেজিতে ওভেন গজে ডেলিভারি  দিতে হয় বায়ার কে।

৪. কালার রেফারেন্স :
আপনার কাপড় কি কালার ডাইং হবে আপনাকে বলে দিতে হবে ।  যেমন আপনি কালার এর সোয়াচ দিয়ে দিতে পারেন।
কালার সোয়াচ হিসেবে আপনি যা যা দিতে পারেন।
ফেব্রিক সোয়াচ
TCX  নাম্বার
TPX নাম্বার
lab Dip

৪. কন্সট্রাকশন :
বায়ারকে ফেব্রিক এর কনস্ট্রাকশন দিয়ে দিতে হবে,  কারন কাপড়  কন্সট্রাকশন অনুযায়ী সেড ভেরী করে।

৫.  GSM:
কাপড় ফিনিশিং এর পর কাপড় এর GSM কতো হবে তা উল্লেখ করতে হবে,  যেনো ডাইং সেকশন এর লোকরা ওই ভাবে কাপড় ফিনিশিং করে।

৬. Width / Dia:
কাপড় এর Width কতো হবে তা বায়ার বলে দিবে কারন ওই অনুযায়ী মার্কার তৈরি গার্মেন্টস এ করা আছে,  তাই ডায়া কন দিলে মার্কার আবার পরিবর্তন করা হতে পারে বিধায় কাপড় এর ডায়া ডাইং থেকে ঠিক করে নিতে হবে।

৭. ফিনিশিং টাইপ :
ম্যাকানিকাল  কি ফিনিশিং হবে তা উল্লেখ করে দিতে হবে।  ম্যাকানিকাল ফিনিশিং বলতে বোঝায় ফেব্রিক কি সুইডিং, ব্রাশিং,  পিচ হবে কি না আর  হলেও কি ধরনের হবে মাইক্রো,  লাইট,  মিডিয়াম,  নাকি হেভি।

৮. ক্যামিকেল ফিনিশিং:
কাপড়ে সফট ফিনিশিংবা সিল্ক ফিনিশিং ,  হার্ড ফিনিশিং বা লেপার টাচ ফিনিশিং  কি হবে তা  উল্লেখ করতে হবে।

৯. Shrinkage :
বায়ার স্রিংকেজ কতো হতে হবে তা উল্লেখ করে দিবে
যেমন ওভেন এর জন্য ওয়ার্পে,  ওয়েফটে কতো তার উল্লেখ করে দিবে
ওভেন এর জন্য ওয়ার্প স্রিংকেজ +/- (4%/5%)
ওভেন এর জন্য ওওয়েফট  স্রিংকেজ +/- (4%/5%)
লাইক্রা হলে ৮%।নীট এর জন্য একই

১০. হার্মফুল ক্যামিকেল :
কাপড়ে কিছু ক্ষতিকারক ক্যামিকেল থাকা যাবে না,  কারন বায়ার ওই ক্যামিকেল টেস্ট করে কাপড় ডেলিভারি নেয়।
ক্যামিকেল : এজো কম্পাউন্ড,  প্যাথেলেট, ফরমালডিহাইড , APEO.

১১. ডাইং টাইপ
এখানে বায়ার দের ডাইং টাইপ উল্লেখ করে দিতে হয়.  যেমন আপনি কি দিয়ে ডাইং করবেন  রিয়েক্টিভ,  পিগমেন্ট, ফ্লোরোসেন্ট ইত্যাদি!

১২. ফেব্রিক ব্রেকডাউন
সাধারনত ফেব্রিক মুলত তিন ড়াইপ  ডাইং করা হয়। যেমন বডি ফেব্রিক এর সাথে আনুপাতিক হারে ডাইং করা হয় রিব আর কন্ট্রাস্ট এর কাপড় ।
যেমন :
ওভেন ফেব্রিক এর জন্য বডি ফেব্রিক বা সেল,  পকেটিং বা সিটিং,  কন্ট্রাস্ট ফেব্রিক।
নীট এর জন্য বডি ফেব্রিক,  রিব বা বাইন্ডিং,  কনট্রাস্ট,  এপলিক এর কাপড় ।

১৩. লিড টাইম :
কতো দিনের মাঝে কাপড় ডেলিভারি লাগবে তা উল্লেখ করে দিতে হয়।

১৪. সানফোরাইজ
কাপড় যদি সানফোরাইজিং করতে চান,  তা বুকিং এর মাঝে লিখে দিতে হবে।

১৫. গার্মেন্টস ফিনিশিং :
আফটার গার্মেন্টস যদি ফিনিশিং থাকে তবে আগেই বুকিং এ উল্লেখ করুন,  কারন গার্মেন্টস ওয়াস থাকলে ফেব্রিক এ টপিং করা যায় না,  আর যদি করে দেয়া হয় তবে ফেব্রিক নস্ট হওয়ার চান্স থাকে।

১৬. উইভ টাইপ / Knitting Type :
আমাদের বায়ার কাপড় এর উইভ টাইপ নিটিং টাইপ বলে দিবে জেনো কাপড় ডাইং এর সময় ভুল না হয়
ওভেন এর জন্য ৩/১ S Twill
Knitting Single Jursey / Terry / pique / Lacost / Inter lock 









More Non Technical Info :

১. এটি যে পাঠাবে তার সাক্ষর লাগবে যে পার্টির কাজ হলে তাদের মার্কেটিং জিএম,  আর ইন হাউজ হলে মার্চেন্টডাইজার দের সাক্ষর নিয়ে ডাইং এর  হে'দ এর কাছে দিতে হয়।

২. ডাইং এর হে'ড দেখে সাক্ষর করে এক কপি তার কাছে আর এক কপি প্রডাকশন ম্যানেজার এর কাছে দিয়ে দেন।

৩. প্রডাকশন ম্যানেজার এটি হাতে পাওয়ার পর তিনি গ্রে ফেব্রিক এর খোজ নেন গ্রে পেলে তিনি প্রোগ্রাম খাতায় ডাইং করার প্রোগ্রাম লিখেন।

৪. যদি বায়ার এর নতুন কমেন্ট আসে তা ডাইং হে'দ কে জানিয়ে প্রোগ্রাম কারেকশন করে দিতে হবে।

৫. ডাইং এর যাবতীয় ইন্সট্রাকশন এর জন্য এই অর্ডার সিট ফলো করা হবে।



কি ভাবে তৈরি করা হয় ডাইং এর বুকিং সিট বা ওর্ডার সিট, এর কিছু টেকনিক্যাল বিষয় জেনে নিন

অর্ডার সিট বা বুকিং সিট কি !!! তা কি ভাবে করা লাগে জেনে নিন

ফেক্টরিতে যখন আপনি আজ করাবেন বা কাপড় ডাইং করাবেন,  তখন আপনাকে গ্রে ফেব্রিক দেয়ার পাশাপাশি আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হয়ে।  এই ডকুমেন্ট গুলির মাঝে ফেব্রিক এর টেকনিকাল ডকুমেন্ট হলো অর্ডার সিট।
একে আপনি ডাইং এর টেক প্যাক ও বলতে পারেন। কারন এর ভেতরে ডাইং এর যাবতীয় সকল তথ্য বা ইন্সট্রাকশন দেয়া থাকে বায়ার বা মার্চেন্টডাইজার এর তরফ থেকে।
এই অর্ডার সিটে কি কি তথ্য দেয়া থাকে তার নমুনা দেয়া হবে এক এক করে :

১. দিতে হবে আপনার ফেক্টরির লেটার প্যাডে যেনো তা দেকতে অথোরাইজ ডকুমেন্ট বলে মনে হয়।  এটি দলিল বলে কাউন্ট হবে,  এর ভেতরে ভুল তথ্য থাকলে তার দায় ভার যে অর্ডার দিবে তারি নিতে হবে।

২. কালারঃ
এই বুকিং সিটে আপনি কয় কালার এর কাপড় নিতে চান তার উল্লেখ করতে হবে। সাধারনত প্রতিটি অর্ডারে ২-৪ টি কালার এর কাপড় নেয় বায়ার।  তার ভেতরে  ব্লাক আর হোয়াইট কালার  এর সম্ভাবনা ৫০%। বাকি গুলি অন্য সব কালার।

৩. কোয়ানটিটি :
কোয়ানটিটির ভেতরে কোন কালার এর কতোটুকু কাপড় লাগবে তার ব্রেক ডাউন দেয়া হয় । এই কোয়ানটিটি হলো ফিনিশিং কোয়ানটিটি।  বায়ার গ্রে ফেব্রিক ফিনিশিং এর তুলনায় ৫-১০% বেশি দিয়ে দেয়।  প্রসেস লস বায়ার ধরে না আমরা ধরে করি । তাকে কোয়ানটিটি ফিল আপ করে দিতে হয়। কোয়ানটিটি নীট কাপড় কেজিতে ওভেন গজে ডেলিভারি  দিতে হয় বায়ার কে।

৪. কালার রেফারেন্স :
আপনার কাপড় কি কালার ডাইং হবে আপনাকে বলে দিতে হবে ।  যেমন আপনি কালার এর সোয়াচ দিয়ে দিতে পারেন।
কালার সোয়াচ হিসেবে আপনি যা যা দিতে পারেন।
ফেব্রিক সোয়াচ
TCX  নাম্বার
TPX নাম্বার
lab Dip

৪. কন্সট্রাকশন :
বায়ারকে ফেব্রিক এর কনস্ট্রাকশন দিয়ে দিতে হবে,  কারন কাপড়  কন্সট্রাকশন অনুযায়ী সেড ভেরী করে।

৫.  GSM:
কাপড় ফিনিশিং এর পর কাপড় এর GSM কতো হবে তা উল্লেখ করতে হবে,  যেনো ডাইং সেকশন এর লোকরা ওই ভাবে কাপড় ফিনিশিং করে।

৬. Width / Dia:
কাপড় এর Width কতো হবে তা বায়ার বলে দিবে কারন ওই অনুযায়ী মার্কার তৈরি গার্মেন্টস এ করা আছে,  তাই ডায়া কন দিলে মার্কার আবার পরিবর্তন করা হতে পারে বিধায় কাপড় এর ডায়া ডাইং থেকে ঠিক করে নিতে হবে।

৭. ফিনিশিং টাইপ :
ম্যাকানিকাল  কি ফিনিশিং হবে তা উল্লেখ করে দিতে হবে।  ম্যাকানিকাল ফিনিশিং বলতে বোঝায় ফেব্রিক কি সুইডিং, ব্রাশিং,  পিচ হবে কি না আর  হলেও কি ধরনের হবে মাইক্রো,  লাইট,  মিডিয়াম,  নাকি হেভি।

৮. ক্যামিকেল ফিনিশিং:
কাপড়ে সফট ফিনিশিংবা সিল্ক ফিনিশিং ,  হার্ড ফিনিশিং বা লেপার টাচ ফিনিশিং  কি হবে তা  উল্লেখ করতে হবে।

৯. Shrinkage :
বায়ার স্রিংকেজ কতো হতে হবে তা উল্লেখ করে দিবে
যেমন ওভেন এর জন্য ওয়ার্পে,  ওয়েফটে কতো তার উল্লেখ করে দিবে
ওভেন এর জন্য ওয়ার্প স্রিংকেজ +/- (4%/5%)
ওভেন এর জন্য ওওয়েফট  স্রিংকেজ +/- (4%/5%)
লাইক্রা হলে ৮%।নীট এর জন্য একই

১০. হার্মফুল ক্যামিকেল :
কাপড়ে কিছু ক্ষতিকারক ক্যামিকেল থাকা যাবে না,  কারন বায়ার ওই ক্যামিকেল টেস্ট করে কাপড় ডেলিভারি নেয়।
ক্যামিকেল : এজো কম্পাউন্ড,  প্যাথেলেট, ফরমালডিহাইড , APEO.

১১. ডাইং টাইপ
এখানে বায়ার দের ডাইং টাইপ উল্লেখ করে দিতে হয়.  যেমন আপনি কি দিয়ে ডাইং করবেন  রিয়েক্টিভ,  পিগমেন্ট, ফ্লোরোসেন্ট ইত্যাদি!

১২. ফেব্রিক ব্রেকডাউন
সাধারনত ফেব্রিক মুলত তিন ড়াইপ  ডাইং করা হয়। যেমন বডি ফেব্রিক এর সাথে আনুপাতিক হারে ডাইং করা হয় রিব আর কন্ট্রাস্ট এর কাপড় ।
যেমন :
ওভেন ফেব্রিক এর জন্য বডি ফেব্রিক বা সেল,  পকেটিং বা সিটিং,  কন্ট্রাস্ট ফেব্রিক।
নীট এর জন্য বডি ফেব্রিক,  রিব বা বাইন্ডিং,  কনট্রাস্ট,  এপলিক এর কাপড় ।

১৩. লিড টাইম :
কতো দিনের মাঝে কাপড় ডেলিভারি লাগবে তা উল্লেখ করে দিতে হয়।

১৪. সানফোরাইজ
কাপড় যদি সানফোরাইজিং করতে চান,  তা বুকিং এর মাঝে লিখে দিতে হবে।

১৫. গার্মেন্টস ফিনিশিং :
আফটার গার্মেন্টস যদি ফিনিশিং থাকে তবে আগেই বুকিং এ উল্লেখ করুন,  কারন গার্মেন্টস ওয়াস থাকলে ফেব্রিক এ টপিং করা যায় না,  আর যদি করে দেয়া হয় তবে ফেব্রিক নস্ট হওয়ার চান্স থাকে।

১৬. উইভ টাইপ / Knitting Type :
আমাদের বায়ার কাপড় এর উইভ টাইপ নিটিং টাইপ বলে দিবে জেনো কাপড় ডাইং এর সময় ভুল না হয়
ওভেন এর জন্য ৩/১ S Twill
Knitting Single Jursey / Terry / pique / Lacost / Inter lock 









More Non Technical Info :

১. এটি যে পাঠাবে তার সাক্ষর লাগবে যে পার্টির কাজ হলে তাদের মার্কেটিং জিএম,  আর ইন হাউজ হলে মার্চেন্টডাইজার দের সাক্ষর নিয়ে ডাইং এর  হে'দ এর কাছে দিতে হয়।

২. ডাইং এর হে'ড দেখে সাক্ষর করে এক কপি তার কাছে আর এক কপি প্রডাকশন ম্যানেজার এর কাছে দিয়ে দেন।

৩. প্রডাকশন ম্যানেজার এটি হাতে পাওয়ার পর তিনি গ্রে ফেব্রিক এর খোজ নেন গ্রে পেলে তিনি প্রোগ্রাম খাতায় ডাইং করার প্রোগ্রাম লিখেন।

৪. যদি বায়ার এর নতুন কমেন্ট আসে তা ডাইং হে'দ কে জানিয়ে প্রোগ্রাম কারেকশন করে দিতে হবে।

৫. ডাইং এর যাবতীয় ইন্সট্রাকশন এর জন্য এই অর্ডার সিট ফলো করা হবে।



কোন মন্তব্য নেই: