- পকেট সেম্পল কি :
১. ওভেন কাপড় ফিনিশ করার পর ওই কাপড় থেকে এক টুকরো কাপড় কেটে তাকে ল্যাব ডিপ বা বায়ার কর্তিক প্রদত্ত সোয়াচ এর সাথে মিলিয়ে দেখা হয়। এই টুকরো কাপড় কে পকেট সেম্পল বলে।
২. এটি কাটতে হয় কাপড় এর মাঝ খান থেকে ।
৩. এই সেম্পল দেখে ফিনিশ প্যারামিটার ঠিক করা হয়।
৪. কাটতে হবে কাপড় এর মাঝ খান থেকে পর পর দুই রোল কাপড় এর জয়েন থেকে।
৫. কাপড় পিচ হলে পিচ করা দেখে সেম্পল কাটা লাগে, কারন দুই রোল এর জয়েনিংয়ে সেলাই এর একমিটারে পিচ কম থাকে তাই কিসুটা উপরে পিচ দেখে কাটতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন