সিলিকন সফেনার
চেনার উপায় : লিকুইড অবস্থায় থাকে। ক্যাটায়নিক সফেনার হলে তা শুকনো ফেলক্স অবস্থায় ঠাকতো এবং তাকে ব্যাবহারের আগে গরম পানি দিয়ে গুলিয়ে নিতে হতো।
সমস্যা :
১. কাপড়ে স্পট আসতে পারে
২. এব্জরবেন্সি কমে যায়
১. কাপড়ে স্পট আসতে পারে
২. এব্জরবেন্সি কমে যায়
ব্যাবহার এর নিয়ম বেসিপি :
৫০০ লিটার এর টেংকিতে ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে, এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে। তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।
৫০০ লিটার এর টেংকিতে ৪০০ লিটার পানি নিয়ে লিটারে ২০-৩০ গ্রাম হারে সফেনার নিয়ে মেশ কাপড় দিয়ে ছেকে টেংকিতে দিতে হবে, এক্ষত্রে সফেনার এর সাথে কিছুটা পানি দিয়ে তাকে ডায়ালুট করে নিতে হবে। পরে তার সাথে বাড়তি পানি নিয়ে তাকে ৫০০ লিটার পুরন করে নিতে হবে। তারপর মটর দিয়ে ভালো করে মিশাতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন