টুইল ফেব্রিক | Woven Twill Fabrics - Textile Lab | Textile Learning Blog
Twill টুইল

টুইল কাপড় চেনার উপায় হলো এই ফেব্রিক এর মাঝে বাকা বাকা ডায়াগোনাল দাগ থাকে ।
এটি s, z দুই প্রকার এর হয়।

128X60/20X16 সবচেয়ে বেশী ব্যাবহার করা হয়।

72X42/7X7 এই কন্সট্রাকশন এর কাপড় টুইল কাপড় এর ভেতরে সবচেয়ে মোটা কাপড়।

আমরা বিভিন্ন টুইল এর ডেরিভেটিভ ডাইং করি :
লাইক্রা টুইল
হেরিংবোন টুইল
ব্রোকেন টুইল
সাটিন টুইল 

128X60/20X16 (নন পিচ) এই কাপড় দিয়ে সকল সেল্ফ সেড করা হয় ওভেন ডাইং এর ক্ষত্রে।  একে বলা হয় মিডিয়ম কোয়ালিটির কাপড়।
এর সাথে 70,40 ডেনিয়ার এর লাইক্রা দিয়ে লাইক্রা টূইল বানানো হয়।  লাইক্রা কোর স্পান সুতা ওয়েফট এ দিতে হয়।


চিত্র : কালার এনথ্রাচিট  ,  গতকাল ডাইং করা।





টুইল ফেব্রিক | Woven Twill Fabrics

Twill টুইল

টুইল কাপড় চেনার উপায় হলো এই ফেব্রিক এর মাঝে বাকা বাকা ডায়াগোনাল দাগ থাকে ।
এটি s, z দুই প্রকার এর হয়।

128X60/20X16 সবচেয়ে বেশী ব্যাবহার করা হয়।

72X42/7X7 এই কন্সট্রাকশন এর কাপড় টুইল কাপড় এর ভেতরে সবচেয়ে মোটা কাপড়।

আমরা বিভিন্ন টুইল এর ডেরিভেটিভ ডাইং করি :
লাইক্রা টুইল
হেরিংবোন টুইল
ব্রোকেন টুইল
সাটিন টুইল 

128X60/20X16 (নন পিচ) এই কাপড় দিয়ে সকল সেল্ফ সেড করা হয় ওভেন ডাইং এর ক্ষত্রে।  একে বলা হয় মিডিয়ম কোয়ালিটির কাপড়।
এর সাথে 70,40 ডেনিয়ার এর লাইক্রা দিয়ে লাইক্রা টূইল বানানো হয়।  লাইক্রা কোর স্পান সুতা ওয়েফট এ দিতে হয়।


চিত্র : কালার এনথ্রাচিট  ,  গতকাল ডাইং করা।





কোন মন্তব্য নেই: