রেপিড কি !
ওভেন কাপড় কে ডাইং করতে হলে আগে ডাই কে আগে গুলিয়ে রাখতে হয়, আর ওই ঘুলানো ডাই দিয়ে ছোট একটুকরো কাপড় কে ডাইং করা হয় দেখা হয় কালার টা ল্যাব এর করা স্টেন্ডারড এর সাথে মিল আসে কিনা তা দেখার জন্য যে সেম্পল প্যাড করা হয় তাকে রেপিড বলি।
যেটা আগে স্টেপ্লার করছি ওটা রেপিড Sample রেপিড দেখার পর যদি এডিশন দেয়া লাগে তা দিয়ে দেয়া হয়।
ওয়াস সেম্পল কি !
তার পর কাপড় কে ডাইং করা হয়। তার পর ১২ ঘন্টা রোটেসন এ রেখে ওয়াস করা সেম্পল দেখা হয়। এবং আমরা তা কেটে লাগিয়ে রাখি, একে ওয়াস সেম্পল বলি
আমরা Before এবং After ওয়াস এর সেম্পল তুলনা করি
১. কালার কাটলো কিনা
২. কোন কালার আপ হয়ছে কিনা
৩. কোন কালার ডাউন হয়ছে কিনা
৪. কাপড় লাইট কিনা
৫. কাপড় ডার্ক কিনা
২. কোন কালার আপ হয়ছে কিনা
৩. কোন কালার ডাউন হয়ছে কিনা
৪. কাপড় লাইট কিনা
৫. কাপড় ডার্ক কিনা
আর এই রেজাল্ট এর ভিত্তিতে পরে কাপড় এর ডাইং প্লানিং করা হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন