কোর স্পান সুতা :
কি করে বুঝবেন ???
এক সুতার ভেতের অন্য একটি সুতা বা ফিলামেন্ট থাকবে তাকে কেন্দ্র করে উপরের ফাইবার না ফিলামেন্ট গুলি পেঁচানো হবে। এই পেঁচানো সুতা কে স্পান বলে আর যেহেতু তা কোর সুতার উপরে পেঁচানো হয় তাই একে কোর স্পান সুতা বলে। :)
কিছু তথ্য জেনে নিন :
ওভেন কাপড়ে নীট কাপড়ের মতো লায়ক্রা ফিড করা যায় না তাই ওভেন কাপড়ে লায়ক্রা ওয়েফটয়ে ফিড করা যায় না কারন এতে কাপড়ে টেনশন দিয়ে টানতে হয়, তাই লাইক্রা ছিঁড়ে যাওয়া রোধ করতে তাকে কটন বা পলিস্টার সুতার ভেতরে রা কোরে ঢুকিয়ে তার পর এই সুতা ওয়েফটে ফিড করতে হয়।
* নীট এর লায়ক্রা কাপড় তিন ধরনের তবে এতে কোর স্পান সুতা ব্যাবহার করা হয় না, সরাসরি লায়ক্রা ফীড করা হয়।
কোর স্পান সুতা :
150D, 40 Filament polyster core yarn 70D Single Lycra filament
150D, 40 Filament polyster core yarn 70D Single Lycra filament
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন