টেক্সটাইল জব এর খুটি নাটি বিষয় জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল জব এর খুটি নাটি বিষয়গুলি জেনে রাখুন  : 

১. ল্যাব এর শিফটিং হয়

২. প্রোডাকশন জব এর শিফটিং হয়।

৩. কাজ কম থাকলে ১২ ঘন্টার শিফট হয়।

৪. কাজ বেশী থাকলে ৮ ঘন্টা করে হয়।

৫. বেশী শব্দযুক্ত ফেক্টরীতে যেমন উইভিং স্পিনিং ৮ ঘন্টা করে শিফট ।

৬. ১২ ঘন্টার শিফট হলে সকাল ৮- রাত ৮ A Shift  আবার রাত ৮- সকাল ৮ B Shift

৭. ৮ ঘন্টার শিফট হলে
* ৬ ভোর - ২ দুপুর  A
* ২ দুপুর -১০ রাত B
* ১০ রাত -৬ ভোর C

৮.  ছুটি :
অশুস্থতা জনিত / মেডিকেল ছুটি ১৪ দিন
ক্যাজুয়াল ছুটি ১০ দিন
Earn Leave  যতো খুশি

৯. সারা বছর কিছু সরকারি   ঐচ্ছিক  ছুটি আছে যা ফেক্টরী গুলি দেয় না তার বিনিময়ে বছর শেষ হলে এক মাসের বেতন দিয়ে দেয়।


১০.  বোনাসঃ
৬ মাস হলে মুল বেতন এর ৩৫%
১ বছর হলে ৫০%
কোথাও ৭৫%

১১. ইনক্রিমেন্ট :
ফ্রেশার দের প্রথম ইনক্রিমেন্ট ৬ মাস পর।
পরবর্তী ইনক্রিমেন্ট তার ১ বছর পর।
পুরাতন দের ১ বছর পর পর।

১২. জেনারেল শিফট করে কারা !!!
ম্যানেজাররা, IE,  R&D, lab, office Stuff,  Planning, Marketing,  Marchandiser,  Girl Stuff .


১৩. দুই কারন ছাড়া জব যাবে না
* চুরি
* বিদ্রোহ,  আন্দোলন, মারামারি

১৪. ভুল হলে কারন দর্শানোর নোটিশ পাবেন কিন্তু সরাসরি জব যাবে না ।





১৫. টানা ৪ দিনের বেশী ছুটি পাবেন না।

১৬. বিয়ের ছুটি ৭ দিন।

১৭. টানা তিন দিন লেট একদিনের হাজিরা কাটার কারন হবে।


১৮. বেতন এর নিয়ম ফেক্টরীভেদে ভিন্ন।



১৯. ফেক্টরী সেলারি দুই ভাবে দেয়
* হ্যান্ড ক্যাশ
* ব্যাংক সেলারি

২০. ফেক্টরীতে কর্মকর্তা,  কর্মচারী রা তিন শ্রেণী তে বিভক্ত :
* ম্যানেজার
* স্টাফ
* অপারেটর হেল্পার



২১. কিছু ফেক্টরী খাবার নাস্তা দেয় কেওবা তার বিনিময়ে টাকা দিয়ে দেয়।

২২. অপারেটর আর হেল্পাররা ১২ ঘন্টা ডিউটি হলে ৮ ঘন্টা পর ৪ ঘন্টআর ওভার টাইম  পায়।

২৩. অফিসার দের ওভার টাইম পায় না ।

২৪. টাইমলি অফিসে আসলে অপারেটর আর হেল্পার দের প্রতি মাসে হাজিরা বোনাস পায় ৫০০।

job

টেক্সটাইল জব এর খুটি নাটি বিষয় জেনে রাখুন

টেক্সটাইল জব এর খুটি নাটি বিষয়গুলি জেনে রাখুন  : 

১. ল্যাব এর শিফটিং হয়

২. প্রোডাকশন জব এর শিফটিং হয়।

৩. কাজ কম থাকলে ১২ ঘন্টার শিফট হয়।

৪. কাজ বেশী থাকলে ৮ ঘন্টা করে হয়।

৫. বেশী শব্দযুক্ত ফেক্টরীতে যেমন উইভিং স্পিনিং ৮ ঘন্টা করে শিফট ।

৬. ১২ ঘন্টার শিফট হলে সকাল ৮- রাত ৮ A Shift  আবার রাত ৮- সকাল ৮ B Shift

৭. ৮ ঘন্টার শিফট হলে
* ৬ ভোর - ২ দুপুর  A
* ২ দুপুর -১০ রাত B
* ১০ রাত -৬ ভোর C

৮.  ছুটি :
অশুস্থতা জনিত / মেডিকেল ছুটি ১৪ দিন
ক্যাজুয়াল ছুটি ১০ দিন
Earn Leave  যতো খুশি

৯. সারা বছর কিছু সরকারি   ঐচ্ছিক  ছুটি আছে যা ফেক্টরী গুলি দেয় না তার বিনিময়ে বছর শেষ হলে এক মাসের বেতন দিয়ে দেয়।


১০.  বোনাসঃ
৬ মাস হলে মুল বেতন এর ৩৫%
১ বছর হলে ৫০%
কোথাও ৭৫%

১১. ইনক্রিমেন্ট :
ফ্রেশার দের প্রথম ইনক্রিমেন্ট ৬ মাস পর।
পরবর্তী ইনক্রিমেন্ট তার ১ বছর পর।
পুরাতন দের ১ বছর পর পর।

১২. জেনারেল শিফট করে কারা !!!
ম্যানেজাররা, IE,  R&D, lab, office Stuff,  Planning, Marketing,  Marchandiser,  Girl Stuff .


১৩. দুই কারন ছাড়া জব যাবে না
* চুরি
* বিদ্রোহ,  আন্দোলন, মারামারি

১৪. ভুল হলে কারন দর্শানোর নোটিশ পাবেন কিন্তু সরাসরি জব যাবে না ।





১৫. টানা ৪ দিনের বেশী ছুটি পাবেন না।

১৬. বিয়ের ছুটি ৭ দিন।

১৭. টানা তিন দিন লেট একদিনের হাজিরা কাটার কারন হবে।


১৮. বেতন এর নিয়ম ফেক্টরীভেদে ভিন্ন।



১৯. ফেক্টরী সেলারি দুই ভাবে দেয়
* হ্যান্ড ক্যাশ
* ব্যাংক সেলারি

২০. ফেক্টরীতে কর্মকর্তা,  কর্মচারী রা তিন শ্রেণী তে বিভক্ত :
* ম্যানেজার
* স্টাফ
* অপারেটর হেল্পার



২১. কিছু ফেক্টরী খাবার নাস্তা দেয় কেওবা তার বিনিময়ে টাকা দিয়ে দেয়।

২২. অপারেটর আর হেল্পাররা ১২ ঘন্টা ডিউটি হলে ৮ ঘন্টা পর ৪ ঘন্টআর ওভার টাইম  পায়।

২৩. অফিসার দের ওভার টাইম পায় না ।

২৪. টাইমলি অফিসে আসলে অপারেটর আর হেল্পার দের প্রতি মাসে হাজিরা বোনাস পায় ৫০০।

কোন মন্তব্য নেই: