জেনে নিন সেড চেক করার আগে কাপড় ঠান্ডা করে নেয়ার কারন - Textile Lab | Textile Learning Blog
ফ্যানের কাছে ডাইং করা  কাপড়  কি করছে  ???  আপনারা ভাবছেন

কাপড় ঠান্ডা করছে বাতাস দিয়ে !!!
কাপড় এর কি গরম লাগে নাকি  ???
না মোটেই না !!!

আসল কারনঃ
আমরা স্টেনটারে কাপড় ফিনিশিং করার পর কাপড় এর টুকরো কেটে তার সেড দেখি,  কেমন অবস্থায় আছে সেড ল্যাব ডিপ এর সাপেক্ষে ।  মেশিনের গরমে কাপড়ে ইয়োলো টা প্রথমে ভাসে না তাই মিলালে দেখবেন রেড ইয়োলো শর্ট।  তাই কাপড় কে ঠান্ডা করে নিলে তার প্রক্রিত সেড বুজতে পারবেন ।  তাই এই কাপড় কে ঠান্ডা করে নেয়া।
ক্রিটিকাল সেড গুলি ঠান্ডা করা ছাড়া দেখবেন না,  কমলা বা অরেঞ্জি বা রেড সেড গুলি গরম অবস্থায় দেখা জাবে না।



জেনে নিন সেড চেক করার আগে কাপড় ঠান্ডা করে নেয়ার কারন

ফ্যানের কাছে ডাইং করা  কাপড়  কি করছে  ???  আপনারা ভাবছেন

কাপড় ঠান্ডা করছে বাতাস দিয়ে !!!
কাপড় এর কি গরম লাগে নাকি  ???
না মোটেই না !!!

আসল কারনঃ
আমরা স্টেনটারে কাপড় ফিনিশিং করার পর কাপড় এর টুকরো কেটে তার সেড দেখি,  কেমন অবস্থায় আছে সেড ল্যাব ডিপ এর সাপেক্ষে ।  মেশিনের গরমে কাপড়ে ইয়োলো টা প্রথমে ভাসে না তাই মিলালে দেখবেন রেড ইয়োলো শর্ট।  তাই কাপড় কে ঠান্ডা করে নিলে তার প্রক্রিত সেড বুজতে পারবেন ।  তাই এই কাপড় কে ঠান্ডা করে নেয়া।
ক্রিটিকাল সেড গুলি ঠান্ডা করা ছাড়া দেখবেন না,  কমলা বা অরেঞ্জি বা রেড সেড গুলি গরম অবস্থায় দেখা জাবে না।



কোন মন্তব্য নেই: