জেনে নিন নীট ডাইং মেশিন এর বিখ্যাত কিছু ব্রেন্ড নেইম - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল মেশিন এর কিছু বিখ্যাত ব্রান্ড যে গুলি আমাদের ফ্লোর গুলিতে চলে।  টেক্সটাইল এর স্টুডেন্ট দের জন্য পরামর্শ হলো,  ধরুন আপনাদের মেজর ডাইং,  তাহলে স্টুডেন্ট দের উচিৎ তাদের ডাইং প্রডাকশনে কি মেশিন চলে বা কি ব্রেন্ড এর মেশিন চলে তা নিয়ে সেল্ফ স্টাডি করা।
আমি ডাইংয়ে অভিজ্ঞ বিধায় ডাইং এর মেশিন গুলির নাম ও ব্রেন্ড বলে দিচ্ছি আপনারা চাইলে গুগোলে ওই মেশিন ম্যানুফেকচারিং ম্যানুয়াল বা কোম্পানির ওয়েব সাইট দেখতে পারেন।



নীট ডাইং এর জন্য

১. ইন্সপেকশন মেশিন :
এর জন্য পাকিস্তানি Nazar এর মেশিন ব্যাপক হারে ব্যাবহার করা হয়।

২. টার্নিং মেশিন :
এর জন্য নির্দস্ট কোন ব্রেন্ড নাই,  তবে চাইনিজ মেশিন গুলি ভালো কাজ করে।

৩. ডাইং মেশিন :
ডাইং মেশিন হিসেবে কিছু ব্রেন্ড বিখ্যাত যেমন Fongs -China ,  Sclavos- Greece, Thise-Garmany, Dinmelar-Turkey...  এই মেশিন গুলির মাঝে ফংগস বেশি চলে,  ডিনমেনলার কম দামি বিধায় ছোট ছোট ফেক্টরি ডিনমেনলার ব্যাবহার করে,  তবে A Grade এর মেশিন হলো Thise-Garmany.

৪. স্টেনটার :
স্টেনটার এর জন্য বেস্ট ব্রেন্ড হলো Brucknar, Monforts.  এদের ভেতরে Brucknar সবচেয়ে বেশি চলে,  Monforts ব্রুকনার এর তুলানায় দামি।  কোরিয়ান Suntex,  তুর্কির Dinmelar,  Etwa, চায়নার LK ভালোই চলে।

৫. কম্পেকটর :
কম্পেটর দুই ক্যাটাগরির আছে এক রোলার টাইপ,  ব্লাংকেট টাইপ। আবার এটি  ওপেন কম্পেক্টর আর টিউব কম্পেক্টর দুই ভাগে করা হয়।  কম্পেক্টর এর ভালো ব্রেন্ড হলো Tubetex, Monforts,  Farraro,  Lafar, Brucknar,  Dinmelar

৬. ড্রায়ার:
ড্রায়ার এর জন্য আমেরিকান Suntex. বেস্ট,  ফংগস এর ও ড্রায়ার আছে,  ইদানীং লো GSM এর কাপড় ড্রাই করার জন্য BRIO ড্রায়ার ব্যাবহার করা হয়।

৭. স্লিটিং মেশিন:
স্লিটিং এর জন্য দুইটা মেশিন খুব চলে এইগুলি হলো Binanco, Corino দুই মেশিন ইটালিয়ান।

৮. স্কুইযার :
স্কুইযার হিসেবে Tubetex, Binco,  corino এই মেশিন গুলি বেস্ট।

৯. অটো ডজিং :
এই মেশিন দিয়ে আটোমেটিক কালার মেশিনে ডজিং করা যায় এর জন্য ইটালিয়ান Lawar ডিস্পেন্সার আর সাইলো ডজিং মেশিন বেস্ট

১০. ল্যাব এর মেশিন :
ল্যাব এর মেশিন এর জন্য
স্পেক্ট্রোফটোমিটার - Datacolor 600 i
ডিস্পেন্সার - Robolab Datacolor
Testing machine - James H Heal

১১. সুইডিং মেশিন:
সুইডিং মেশিন এর জন্য ইতালিয়ান Lafar লাফার মেশিন বেস্ট.

জেনে নিন নীট ডাইং মেশিন এর বিখ্যাত কিছু ব্রেন্ড নেইম

টেক্সটাইল মেশিন এর কিছু বিখ্যাত ব্রান্ড যে গুলি আমাদের ফ্লোর গুলিতে চলে।  টেক্সটাইল এর স্টুডেন্ট দের জন্য পরামর্শ হলো,  ধরুন আপনাদের মেজর ডাইং,  তাহলে স্টুডেন্ট দের উচিৎ তাদের ডাইং প্রডাকশনে কি মেশিন চলে বা কি ব্রেন্ড এর মেশিন চলে তা নিয়ে সেল্ফ স্টাডি করা।
আমি ডাইংয়ে অভিজ্ঞ বিধায় ডাইং এর মেশিন গুলির নাম ও ব্রেন্ড বলে দিচ্ছি আপনারা চাইলে গুগোলে ওই মেশিন ম্যানুফেকচারিং ম্যানুয়াল বা কোম্পানির ওয়েব সাইট দেখতে পারেন।



নীট ডাইং এর জন্য

১. ইন্সপেকশন মেশিন :
এর জন্য পাকিস্তানি Nazar এর মেশিন ব্যাপক হারে ব্যাবহার করা হয়।

২. টার্নিং মেশিন :
এর জন্য নির্দস্ট কোন ব্রেন্ড নাই,  তবে চাইনিজ মেশিন গুলি ভালো কাজ করে।

৩. ডাইং মেশিন :
ডাইং মেশিন হিসেবে কিছু ব্রেন্ড বিখ্যাত যেমন Fongs -China ,  Sclavos- Greece, Thise-Garmany, Dinmelar-Turkey...  এই মেশিন গুলির মাঝে ফংগস বেশি চলে,  ডিনমেনলার কম দামি বিধায় ছোট ছোট ফেক্টরি ডিনমেনলার ব্যাবহার করে,  তবে A Grade এর মেশিন হলো Thise-Garmany.

৪. স্টেনটার :
স্টেনটার এর জন্য বেস্ট ব্রেন্ড হলো Brucknar, Monforts.  এদের ভেতরে Brucknar সবচেয়ে বেশি চলে,  Monforts ব্রুকনার এর তুলানায় দামি।  কোরিয়ান Suntex,  তুর্কির Dinmelar,  Etwa, চায়নার LK ভালোই চলে।

৫. কম্পেকটর :
কম্পেটর দুই ক্যাটাগরির আছে এক রোলার টাইপ,  ব্লাংকেট টাইপ। আবার এটি  ওপেন কম্পেক্টর আর টিউব কম্পেক্টর দুই ভাগে করা হয়।  কম্পেক্টর এর ভালো ব্রেন্ড হলো Tubetex, Monforts,  Farraro,  Lafar, Brucknar,  Dinmelar

৬. ড্রায়ার:
ড্রায়ার এর জন্য আমেরিকান Suntex. বেস্ট,  ফংগস এর ও ড্রায়ার আছে,  ইদানীং লো GSM এর কাপড় ড্রাই করার জন্য BRIO ড্রায়ার ব্যাবহার করা হয়।

৭. স্লিটিং মেশিন:
স্লিটিং এর জন্য দুইটা মেশিন খুব চলে এইগুলি হলো Binanco, Corino দুই মেশিন ইটালিয়ান।

৮. স্কুইযার :
স্কুইযার হিসেবে Tubetex, Binco,  corino এই মেশিন গুলি বেস্ট।

৯. অটো ডজিং :
এই মেশিন দিয়ে আটোমেটিক কালার মেশিনে ডজিং করা যায় এর জন্য ইটালিয়ান Lawar ডিস্পেন্সার আর সাইলো ডজিং মেশিন বেস্ট

১০. ল্যাব এর মেশিন :
ল্যাব এর মেশিন এর জন্য
স্পেক্ট্রোফটোমিটার - Datacolor 600 i
ডিস্পেন্সার - Robolab Datacolor
Testing machine - James H Heal

১১. সুইডিং মেশিন:
সুইডিং মেশিন এর জন্য ইতালিয়ান Lafar লাফার মেশিন বেস্ট.

কোন মন্তব্য নেই: