গার্মেন্টসে DEFECT কয় প্রকার? - Textile Lab | Textile Learning Blog
Question: গার্মেন্টসে  DEFECT  কয় প্রকার??

Answer: 
DEFECT  মুলত তিন প্রকার Major Defect,  Minor Defect,  Critical Defect .


Major defect :
বলতে এমন defect কে বোঝায় যেটার কারনে customer complain করে অথবা ফেরত দেয়। 


EXAMPLE : Color bleeding, button is too big from hole.

Minor Defect : 
বলতে এমন এমন defect কে বোঝায় যেটির কারনে customer claim করবে না বা পোষাক ফেরত দিবে না কিন্তু garments টা required standard maintain করে নাই। 


example : Wavy seam, poly bag wrinkle.

CRITICAL  DEFECT: 
এমন Problem  কে বোঝায় যেটার কারনে  পোষাক  যখন ব্যাবহার করা হয় তখন  useless অবস্হায় থাকে অথবা যে সমস্যার কারনে পোষাক তার বিক্রির যোগ্যতা হারায়। Inspection এর সময় মাএ একটা সমস্যার কারনে পুরা lot রিজেক্ট হয়।


উদাহরন হল : H&M এর পোষাকে C&A এর লাবেল লাগান। অথবা button লাগানো ।

গার্মেন্টসে DEFECT কয় প্রকার?

Question: গার্মেন্টসে  DEFECT  কয় প্রকার??

Answer: 
DEFECT  মুলত তিন প্রকার Major Defect,  Minor Defect,  Critical Defect .


Major defect :
বলতে এমন defect কে বোঝায় যেটার কারনে customer complain করে অথবা ফেরত দেয়। 


EXAMPLE : Color bleeding, button is too big from hole.

Minor Defect : 
বলতে এমন এমন defect কে বোঝায় যেটির কারনে customer claim করবে না বা পোষাক ফেরত দিবে না কিন্তু garments টা required standard maintain করে নাই। 


example : Wavy seam, poly bag wrinkle.

CRITICAL  DEFECT: 
এমন Problem  কে বোঝায় যেটার কারনে  পোষাক  যখন ব্যাবহার করা হয় তখন  useless অবস্হায় থাকে অথবা যে সমস্যার কারনে পোষাক তার বিক্রির যোগ্যতা হারায়। Inspection এর সময় মাএ একটা সমস্যার কারনে পুরা lot রিজেক্ট হয়।


উদাহরন হল : H&M এর পোষাকে C&A এর লাবেল লাগান। অথবা button লাগানো ।

২টি মন্তব্য:

Unknown বলেছেন...

আমি ছাফ কন্টাকে কাজ করি জেকোনো ডিফেক্ট সারানো হয়
জেমন (((( শেডিং / মেন্ডিং / টাচাপ / ফোরইয়ান / স্পট / ডাইং স্পট /
কালার টাচ / নিডেল মার্ক/ ইত্যাদি জদি কোনো কাজে
লাগে coLL 01821707055.01779788753

Unknown বলেছেন...

ধন্যবাদ