যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করার উপায় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog

যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করব কিভাবে?

সুত্র:
S.L=  no. of wales length (cm)  /no. of wales.

ফ্লিচ ফেব্রিক ( ৩থ্রেড) নেওয়া যাক যার স্টিচ লেংথ বের করব।

প্রথমে সুবিধামত ৫/১৫/২০টি থ্রেড নিবো যা নিট/লুপ/টাক হতে পারে।  নিট হলে নিট অথবা টাক হলে টাক থ্রেড যা নেওয়া হবে তার লেংথ লিখে রাখব।তারপর ১০ দিয়ে গুন করে মিলিমিটারে নিতে হবে  & যতটা ওয়েলস নিবো তা দিয়ে ভাগ করলেই স্টিচ লেংথ পাওয়া যাবে মিলিমিটারে।
ধরাযাক, ওয়েলস লেংথ=১.৩ সে.মি
                ওয়েলস সংখা=১২ টি (নিট)
স্টিচ লেংথ=১.৩ সে.মি /১২
                 =১.৩ *১০/১২ মি.মি
                  = (    ) মি.লি
বি:দ্র: ফ্রেন্ড থেকে শিখলাম তাই ভুল হইলে কারেকশন চাই।




যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করার উপায় জেনে নিন

যে কোন ফেব্রিকের স্টিচ লেংথ বের করব কিভাবে?

সুত্র:
S.L=  no. of wales length (cm)  /no. of wales.

ফ্লিচ ফেব্রিক ( ৩থ্রেড) নেওয়া যাক যার স্টিচ লেংথ বের করব।

প্রথমে সুবিধামত ৫/১৫/২০টি থ্রেড নিবো যা নিট/লুপ/টাক হতে পারে।  নিট হলে নিট অথবা টাক হলে টাক থ্রেড যা নেওয়া হবে তার লেংথ লিখে রাখব।তারপর ১০ দিয়ে গুন করে মিলিমিটারে নিতে হবে  & যতটা ওয়েলস নিবো তা দিয়ে ভাগ করলেই স্টিচ লেংথ পাওয়া যাবে মিলিমিটারে।
ধরাযাক, ওয়েলস লেংথ=১.৩ সে.মি
                ওয়েলস সংখা=১২ টি (নিট)
স্টিচ লেংথ=১.৩ সে.মি /১২
                 =১.৩ *১০/১২ মি.মি
                  = (    ) মি.লি
বি:দ্র: ফ্রেন্ড থেকে শিখলাম তাই ভুল হইলে কারেকশন চাই।




কোন মন্তব্য নেই: