আমরা কিভাবে বুঝতে পারবো যে আমাদের Zipper এর Nickel এর স্থায়িত্ব ঠিক আছে কি নেই। আর এটি বুঝতে পারবো Zipper nickel test এর মাধ্যমে যা Zipper এর Colorfastness Test নামেও পরিচিত। এর জন্য ২টি ক্যামিকেল এর সাহায্য প্রয়োজন।
১) Dimethylglyoxime (ডাইমিথাইলগ্লায়ক্সাইম) এবং
২) Ammonia (অ্যানোনিয়া)
এদুটো একসাথে মিশিয়ে কটন বার এ নিবো। তারপর Zipper এর Teeth বা Element এর উপর কটন বার দিয়ে কিছু সময় আনুমানিক ১৫-২০ সেকেন্ড ঘর্ষণ করলে যদি গোলাপি বর্ণ ধারণ করে তখন বুঝতে হবে এই Zipper এর nickel উঠে যাবে বা nickel টেকসই নয়।
আর যদি কোন বর্ণ ধারণ না করে তখন বুঝতে হবে Zipper এর nickel ঠিক আছে অর্থাৎ Nickel উঠবেনা।
Thanks & Regards
Ishfaqul Wadud Khan
Final QA Auditor of LEVI'S (Denim Tops & Bottoms)
Ananta group.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন