✅ বাংলাদেশের সাপ্লাইয়ারের সুতা চুরি এবং কস্ট সেইভিং
আমাদের বায়ারের কেইস স্টাডি করতে গিয়ে আমরা একটা সুতা চুরির ঘটনা ধরা যায়, যেমন একটা পার্টির তাদের ফেব্রিকের 20×20 Twill 20×16 Twill
130×48/20×20+40D ( Original Buyar Required Construction)
130×48/20×16+40D ( Supplier Manufactured Construction )
এর পেছনে যে কস্ট সেইভিং স্কোপ আছে সেটা হলো এখানে ২০ কাউন্টের পরিবর্তে আপনি যদি ১৬ কাউন্টের সুতা ইউজ করেন তবে আপনার ওয়েফটে ৪ টা পিক কম লাগে কারন আপনার জিএসএম ঠিক রাখতে আপনি 48 টার পরিবর্তে 44 টা দিয়ে জিএসএম কন্ট্রোল করতে পারছেন আর 16 Ne 20 Ne এর চেয়ে সস্তা ৪ টা করে পিক কমাতে পারলে আইডিয়া করা যায় যে পুরা কাপড়ে কি পরিমান সুতা সেইভ হয়েছে । ১৬ এর সুতা মোটা হবার দরুন একটা স্পেস ফিলাপ করে ফেলে অল্প সুতায় ।
বায়ার এর কাছে ফেব্রিক ডেলিভারি দেয়ার সময় মুলত তার অরিজিনাল কাউন্ট এবং কন্সট্রাকশন লিখে ডেলিভারি দেয়া হবে ।
তবে 20×20 Twill এর স্রিংকেজ 20×16 Twill এর স্রিংকেজ বেশি হবে ।
অল ওভার কস্টিং করলে দেখা যায় সুতা থেকে পার্টির ২ টাকা সেইভ হয় । 10000 M অর্ডার হলে দেখা যায় ২ করেও খালি সুতা দিয়ে ২০০০০ টাকা লাভ গ্রে করার আগেই । বাকি প্রসেস গুলি তো বাকিই আছে ।
✅ চাইনিজদের কস্ট সেইভিং পলেসিঃ
চাইনিজ ফেব্রিকের ক্ষত্রে একচুয়াল কন্সট্রাকশন যাই হোকনা কেন এরা 128×60/20×16 হলে এরা ওয়ার্পে 132 সুতা দেন যার ফলে এর পিকে সুতা দেন কমিয়ে আর আপনারা জানেন যে উইভিং চার্জ পিকের সংখ্যার উপর নির্ভর করে যার ফলে তাদের উইভিং চার্জ কমে যায় ।
এর ওয়ার্পে ২০ এর পরিবর্তে করে দেয় ২১ যার ফলে লেন্থে সুতা বেড়ে যায় যার ফলে জিএসএম ঠিক থাকে আপনি পিক সেইভ করে উইভিং চার্জ + সুতা সেইভ করতে পারবেন । চায়নাদের কস্ট সেইভিং এর জন্য এদের প্রাইসের কাছে আমদের লোকাল সাপ্লায়ার টকতে পারে না ।
16+70D KW: 4.00$/KG
20+70D KW: 4.30$/Kg
♦ বিদ্রঃ চায়নাদের প্রাইস নিয়ে কেইস স্টাডি করছি, আপনাদের কাছে তাদের কোন পলেসি জানা থাকলে শেয়ার করতে পারেন ।
Pic For Attention
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন