গার্মেন্টস টেক্সটাইল মিলে পোকার যন্ত্রনা
আমাদের শীত কাল ঘনিয়ে আসছে সাথে একটি সমস্যাও, আমাদের শীতকালে ডাইং ফিনিশিং মেশিন গুলিতে একটি সমস্যা দেখা যায় যে মেশিন চালালে মেশিন এর ফ্রন্ট এবং প্যাডিং জোন যেখানে কাপড় ইন এবং আউট হয় সেখানে লাইট থাকলে বাইরে থেকে আলোর টানে ঘাসের পোকা গুলি চলে আসে । এসে যে তাদের খুব বেশি উপকার হয় তা না, এসেই সে গুলি মারা যায় ;) কিন্ত ক্ষতি করে দিয়ে যায় আমাদের এই পোকাগুলি কাপড় এর সাথে লেগে থাকে পরবর্তিতে এই গুলি কম্পেক্টিং এর সময় এই গুলি কাপড় এর সাথে লেপ্টে যায় আর কাপড়ে স্পট চলে আসে । স্পট গুলি বাজে উঠতে চায় না ।
আমাদের সতর্কতার জন্য পোকা না আসা রোধ করতে লাইট অফ করে মেশিন চালাতে হয়, তবে এটা অনে রিক্সের কারন এতে অনেক ফেব্রিক এর সমস্যা ধরা যায় না। ওভেন ডাইং এর ক্ষত্রে এটা ব্যাপক সমস্যা করে যা স্ট্রিপ করে তোলা যায় না ।
পোকা থেকে নিস্তার পেতে কিছু করনীয় উপায়:
১. ৪-৫ টার পর বিকালবেলা জানালা গুলি অফ করে দিতে হবে।
২. জানালার বাইরে হলুদ বাতি লাগাতে হবে কারন হলুদ বাতি পোকাকে দূরে রাখে।
৩. মেশিন এর প্যাডিং জোনে ব্লোয়ার, ডাস্ট সাকার লাগাতে হবে।
৪. ফেব্রিক চেকিং করার সময় ব্যাতিত মেশিন এর উপররের টিউবলাইট গুলি অফ করে রাখতে হবে ।
ইয়োলো লাইটঃ
সাধারণত এটা "ইয়েলো বাগ লাইট" নামে পরিচিত। ইন্ডাস্ট্রিতে পোকার আক্রমণ বেশি হলে এই লাইট জ্বালানো হয়। ওয়েভলেন্থ এবং লো কালার টেম্পারেচার এর কারনে পোকা এই ইয়েলো লাইট চোখে দেখতে পাই না এবং এর থেকে দূরে থাকে। সব ধরনের পোকার জন্য এটা কার্যকরী না তবে ইয়েলো লাইট জ্বালিয়ে রাখলে পোকার আক্রমণ অনেক কমে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন