টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির জন্য টাইম কিলিং একটা ফেক্ট হচ্ছে তার এক্সপেয়ার পার্টস যার জন্য ফেক্টরি গুলিতে বেশিরভাগ প্রডাকশন লস হয়।
নবাব পুর একমত্র যায়গা যেখানে আপনি স্পেয়ার পার্টস গুলি পাওয়ার বড় যায়গা । আপনি সাধারণ বেল্ট পুলি বেয়ারিং সহ স্বাভাবিক সকল প্রোডাক্ট ঢাকার ভেতরে থেকে কেনা লাগে অথচ আমাদের টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি গুলি জোনে বিভক্ত ।
যেমন গাজীপুর সাভার নারায়নগঞ্জ, নরসংদী কিন্ত আমাদের এসব স্পেয়ার পার্টস এর জন্য জোন ভিত্তিক কোন সোর্স নেই ।
অনেক ডাইজ ক্যামিকেল এর সাপ্লাইয়ার গন এখন বিসিক এলাকায় বা জোন ভিত্তিক তাদের ওয্যার হাউস রেখেছে তাদের সাপ্লাই ঠিক রাখার জন্য কিন্ত আমাদের স্পেয়ার পার্টস এর জন্য তেমন সুবিধা নেই ।
ধরেন আপনার ব্রুকনার স্টেনটারের একটি ওভার ফিড রোলারের মটরের বেল্ট ছিড়ে গেলো, মেশিন অফ এখন আপনাকে এট বেল্ট আনার জন্য যেতে হবে ঢাকা । গাজীপুর থেকে যদি আপনি ঢাকা ঢুকতে চান আর দিনে দিনে ফেরত আসতে চান আপনার এটা চিন্তা করলে গায়ে জ্বর এসে যাবে মিনিমাম আপনার ৮-১০ ঘন্টা ট্রান্সপোর্ট টাইম লাগবে বাকি সময় তো বাদ দিলাম ।
আপনাদের যদি ৫০ বিলিয়ন ডলারের এক্সপোর্ট এর ইচ্ছে থাকে তবে আপনাদের বলছি এসব সমস্যা গুলি দূর করুন । ৫০ বিলিয়ন এক্সপোর্ট এর ইচ্ছে থাকলে কোন ফেক্টরির মেশিন বিনা কারনে এতো ক্ষন অফ রাখা যাবে না ।
এসব এক্সপেয়ার পার্টস বিটিএমইএ এর উদ্যোগে লোকালাইজ করে দিতে এসব যাতে আঞ্চলিক ভাবে পাওয়া যায়। এর জন্য প্রধান শহরে যাতে না আসার দরকার হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন