Hagfish থেকে তৈরি কাপড় - Textile Lab | Textile Learning Blog

Hagfish থেকে তৈরি কাপড়

News :  Hagfish থেকে তৈরি কাপড়

‘Hagfish’ গভীর সমুদ্রের তলদেশে বসবাসকারী প্রাণীদের একটি। এটি একটি খুলি বিশিষ্ট মেরুদণ্ডহীন প্রাণী, বলা যায় সাপের মতো। একে নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য, তাই অধিকাংশ মানুষ একে এড়িয়ে চলেন। কানাডার uelph University এর একটি গবেষক দল Hagfish নিয়ে গবেষণা চালান এবং তারা এ থেকে এক প্রকার শক্ত প্রোটিন সমৃদ্ধ সুতা তৈরি করতে সক্ষম হন। 

এই মাছের শরীর থেকে জেলির মতো এক প্রকার পদার্থ পানিতে মেশানো হয় যা অদ্ভুতভাবে জালিকাকার সিল্কের আকার ধারণ করে এবং বাতাসের সংস্পর্শে আসা মাত্রই পানি উধাও হয়ে যায় এবং তৈরি হয় প্রোটিনসমৃদ্ধ সুতা। যদিও এই জেলির মতো পদার্থটি নোংরা সমুদ্রের পানির মতো দুর্গন্ধযুক্ত কিন্তু বিজ্ঞানীদের মতে এই প্রোটিনসমৃদ্ধ সুতা দ্বারা প্রস্তুতকৃত পোশাকটি হবে চমত্কার যান্ত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন।






কোন মন্তব্য নেই: