টেক্সটাইল জবে সময় হাতে রাখা কি ?
টেক্সটাইল জবে একজন জিএম স্যারের মুখের কথা শোনো মালিক বলবেই তার সব কথায় কান দেয়া যাবে না রাগ করা যাবে না । তোমার যখন দেয়ার কথা তোমাকে জিজ্ঞেস করলে তুমি ক্যাল্কুলেশন করে টাইম বের করে যা লাগবে তার চেয়ে ৭-৮ ঘন্টা বাড়াইয়া বলবা , আর যখন এর আগে দিবা সেটা হয়ে যাবে তোমার ক্রেডিট ।
বিশেষ করে সাব-কন্ট্রাক্ট কাজ করার সময় আপনার টাইমিং এর ক্ষত্রে একটু টেকনিক ফলো করতে হবে সেটা হচ্ছে তাদের কাপড় যখন বের হবে ধরেন ২ টা বাজে মেশিন থেকে বের হবার চান্স থাকলে তাকে বলতে হবে ৫ টার দিকে !! আর দেখবেন সে আসার সময় দেখবেন ২ টায় রওনা দিবে সে ৫ টা ডেলিভারি নেয়ার জন্য । আর যদি আপনি আপনি তাকে ২ টায় বলতেন তবে সে সকাল ১০ টায় আসতো । এবং এটা ঘ্যান ঘ্যান শুরু করতো ভাইয়া ফেব্রিক টা ফিনিশিং লাগান লাগান করে বাকি কাজ গুলির ডিস্টার্ব করবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন