Job Market এ Job আগেও রমরমা ছিল না ইভেন এখনও রমরমা নয়,যে আপনি চাইলেই একটা জব পেয়ে যাবেন। একটা জব মিলাইতে মালিক বেটা আপনাকে জব পাবার পূর্বে এদিক সেদিক অনেক দৌড় দৌড়াবেন। এতে হতাশায় ডুবে যাবার কিছুই নাই। জাস্ট তার উপর এই ভরসাটুকু রাখেন যে, যেহেতু উনি আপনাকে তৈরী করে এইখানে পাঠাইছেন, আপনাকে চলার জন্য হাত পা দিছেন, ক্ষুদা দিছেন সেহেতু এই ক্ষুদা নিবারনের জন্য উনি আপনাকে অর্থ উপার্জনেরও একটা ব্যবস্থা করে দিবেন, নো ডাউট।
এখন কথা হচ্ছে বের হবার পরপরই আপনার পছন্দের একটা ডিপার্টমেন্ট থাকে। যেখানে আপনি ভাবেন যে এখানে ঢুকতে পারলেই ক্যারিয়ারের একটা সুগতি হবে। আর সেই কাঙ্খিত ডিপার্টমেন্টে ঢুকার জন্য আপনি অন্য ডিপার্টমেন্ট গুলাতে জয়েনই করতে চান না। যেমন ধরেন, আপনি মার্চেন্ডাইজিং এ জব করতে ইচ্ছুক। কিন্তু এখন কোথাও মার্চেন্টডাইজিং এ লোক নিচ্ছে না। আপনি সেই মার্চেন্ডাইজিং এ ঢুকার জন্য সময়ের পর সময় বসেই আছেন।
অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ লোক নিচ্ছে। আপনি শুনেছেন সেখানে অনেক কষ্ট, ক্যারিয়ার ভাল গড়া সম্ভব না। এই সেই ভেবে আপনি IE ( Industrial Engineering) এর ভাইবা বোর্ডটিতেও যান নি। আবার দেখা যায় আমরা ভাবি IE তে একবার ঢুকলে পরে আর Merchandising এ আসার তেমন স্কোপ থাকে না ইত্যাদি।
যারা এমনটা ভেবে আপনার পছন্দের ডিপার্টমেন্টে আশায় বসে আছেন,তাদের জন্য একটা উদাহরন দেই
ধরেন আজকে কোন কারন বশত রাস্তায় বাস বেশি নেই। আপনি বনানী থেকে হাউজ বিল্ডিং আসবেন। আপনি সিটিং সার্ভিসের বাস ছাড়া যাতায়াত করবেনই না। খালি সিট পাবেন তারপর বসে বসে আপনার গন্তব্যে পৌছাবেন। এই আশায় থাকতে থাকতে আপনি অনেক সময় পার করে দিয়েছেন কিন্তু কোন সিটিং বাস পাচ্ছেন না বা যত সিটিং বাস দেখতে পাচ্ছেন সবগুলাতে হয় তো গেট লক করা বা দাড়িয়ে দাড়িয়ে ঝুলে যাত্রিরা যাচ্ছে। আপনি দাড়িয়ে ঝুলে ঝুলে যেতে মোটেও আগ্রহী নন। আপনার ফাকা সিট সম্পন্ন বাস চা-ই-ই চাই।
এরকম বাসের আশায় আপনি ৩ -৪ ঘন্টা একই জায়গায় দাড়িয়ে আছেন কিন্তু ফলস্বরূপ এমন কোন বাসই পাচ্ছেন না। এইদিকে আপনার এক বন্ধু সেও আপনার পথেই যাবেন। উনি খালি সিটের আশায় বসে না থেকে একটা লোকাল বাস বা সিটিং কোন বাসে ভিড়ের মাঝেই দাড়িয়ে দাড়িয়ে হাউজবিল্ডিং এর পথে রওনা দিয়ে দিলেন। বনানী থেকে খিলক্ষেত যাবার পর বাস থেকে অনেক যাত্রীই নেমে গেলেন। খিলক্ষেত হতে বাসের অনেক সিটই ফাকা হয়ে গেল এবং বাকি পথটুকু আপনার বন্ধু সিটে বসেই হাউজবিল্ডিং পৌছে গেলেন। যদি আপনিও এমনটা করতেন তাহলে আপনিও একটা সময় পর খালি সিট পেতেন এবং বসে বসেই আপনার গন্তব্যে পৌছাতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে সিটিং বাসের আশায় দীর্ঘ সময় রাস্তায় দাড়িয়েই আছেন, অপরদিকে আপনার বন্ধু শান্তিমত বাসায় পৌছেও গেছেন।
এর মূল অর্থ হচ্ছে, গ্রেজুয়েশন করার পর একেবারে বসে না থেকে Textile রিলেটেড যেকোন জায়গায় হোক সেটা Industrial Engineering অথবা Production, জাস্ট চোখ বন্ধ করে জয়েন করে ফেলুন ( যদি এমন সুযোগ আপনার আসে)। জয়েন করার পর সেখানে কর্মরত অবস্থায় আপনার স্বপ্নের ডিপার্টমেন্টের জন্য জব খুজতে থাকুন। পছন্দের জায়গা মতন জব হয়ে গেলে দরকার হলে যেখানে কর্মরত আছেন সেটা ছেড়ে দিবেন। একটা কথা মনে রাখা দরকার, Textile রিলেটেড যে জায়গাতেই জব করেন না কেন কোনটাই ফেলনা নয়।
আপনার ওই IE বা Production এর অভিজ্ঞতা আপনার পছন্দের ডিপার্টমেন্টে কোন না কোন সময় লাগবেই। অন্তত জব ইনভায়রনমেন্ট টা তো বুঝবেন। এটাও মনে রাখবেন, Production বা IE সেকশনের ফ্লোর দিয়ে হাটলেও অনেক কিছু শেখার থাকে।
সিদ্ধান্ত এখন আপনার। স্বপ্নের ডিপার্টমেন্টের জন্য বসে থাকবেন নাকি কোথাও সুযোগ পেলে ঢুকে পাশাপাশি স্বপ্নের ডিপার্টমেন্টের জব অনুসন্ধান করবেন
আর স্যালারি......
যদি এমন ভাবেন যে শুরুতেই অনেক টাকা চাই তাহলে তাদের কিছু বলার নাই। Textile সেক্টর এখনও এমন হয়ে যায় নাই যে শুরিতেই ৩০ হাজার দিয়ে আপনাকে জব মার্কেটে আশার আমন্ত্রন জানাবে। এটা মাথায় রাখেন যে প্রথম ২-৩ বছর কাজ শিখবেন, বেতন যাই হোক। ২-৩ বছর পর দেন স্যালারির কথা মাথায় আনবেন
শুরুতেই বলেছি জব পাওয়া হাতের মোয়া না। কেউ জব দেবার জন্য বসে নাই। নিজের রাস্তা নিজেকেই অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে আপনার সিনিয়ররা যারা এই লাইনে জব করছে তাদের সাথে টাচে থাকতে হবে। জব হোক বা না হোক ভাইবা বোর্ড মিস করা যাবে না। কোথায়ও না কোথায়ও তো হয়ে যাবেই। মালিক বেটা আটকে রাখবেন না কাউকেই। হয় তো কারও বের হতে হতেই হবে নয় তো কারও একবছর পর হবে। কিন্তু হবেই এইটুকু সিউর থাকেন, যদি লেগে থাকতে পারেন।
আমি নিজেই ১২ টা ভাইবা বোর্ড ফেইস করার পর জব সেক্টরে জয়েন করেছি
So be patient
হাল ছাড়লে চলবে না, লেগে থাকতে হবে।
এখন কথা হচ্ছে বের হবার পরপরই আপনার পছন্দের একটা ডিপার্টমেন্ট থাকে। যেখানে আপনি ভাবেন যে এখানে ঢুকতে পারলেই ক্যারিয়ারের একটা সুগতি হবে। আর সেই কাঙ্খিত ডিপার্টমেন্টে ঢুকার জন্য আপনি অন্য ডিপার্টমেন্ট গুলাতে জয়েনই করতে চান না। যেমন ধরেন, আপনি মার্চেন্ডাইজিং এ জব করতে ইচ্ছুক। কিন্তু এখন কোথাও মার্চেন্টডাইজিং এ লোক নিচ্ছে না। আপনি সেই মার্চেন্ডাইজিং এ ঢুকার জন্য সময়ের পর সময় বসেই আছেন।
অন্যদিকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ লোক নিচ্ছে। আপনি শুনেছেন সেখানে অনেক কষ্ট, ক্যারিয়ার ভাল গড়া সম্ভব না। এই সেই ভেবে আপনি IE ( Industrial Engineering) এর ভাইবা বোর্ডটিতেও যান নি। আবার দেখা যায় আমরা ভাবি IE তে একবার ঢুকলে পরে আর Merchandising এ আসার তেমন স্কোপ থাকে না ইত্যাদি।
যারা এমনটা ভেবে আপনার পছন্দের ডিপার্টমেন্টে আশায় বসে আছেন,তাদের জন্য একটা উদাহরন দেই
ধরেন আজকে কোন কারন বশত রাস্তায় বাস বেশি নেই। আপনি বনানী থেকে হাউজ বিল্ডিং আসবেন। আপনি সিটিং সার্ভিসের বাস ছাড়া যাতায়াত করবেনই না। খালি সিট পাবেন তারপর বসে বসে আপনার গন্তব্যে পৌছাবেন। এই আশায় থাকতে থাকতে আপনি অনেক সময় পার করে দিয়েছেন কিন্তু কোন সিটিং বাস পাচ্ছেন না বা যত সিটিং বাস দেখতে পাচ্ছেন সবগুলাতে হয় তো গেট লক করা বা দাড়িয়ে দাড়িয়ে ঝুলে যাত্রিরা যাচ্ছে। আপনি দাড়িয়ে ঝুলে ঝুলে যেতে মোটেও আগ্রহী নন। আপনার ফাকা সিট সম্পন্ন বাস চা-ই-ই চাই।
এরকম বাসের আশায় আপনি ৩ -৪ ঘন্টা একই জায়গায় দাড়িয়ে আছেন কিন্তু ফলস্বরূপ এমন কোন বাসই পাচ্ছেন না। এইদিকে আপনার এক বন্ধু সেও আপনার পথেই যাবেন। উনি খালি সিটের আশায় বসে না থেকে একটা লোকাল বাস বা সিটিং কোন বাসে ভিড়ের মাঝেই দাড়িয়ে দাড়িয়ে হাউজবিল্ডিং এর পথে রওনা দিয়ে দিলেন। বনানী থেকে খিলক্ষেত যাবার পর বাস থেকে অনেক যাত্রীই নেমে গেলেন। খিলক্ষেত হতে বাসের অনেক সিটই ফাকা হয়ে গেল এবং বাকি পথটুকু আপনার বন্ধু সিটে বসেই হাউজবিল্ডিং পৌছে গেলেন। যদি আপনিও এমনটা করতেন তাহলে আপনিও একটা সময় পর খালি সিট পেতেন এবং বসে বসেই আপনার গন্তব্যে পৌছাতে পারতেন। কিন্তু আপনি সেটা না করে সিটিং বাসের আশায় দীর্ঘ সময় রাস্তায় দাড়িয়েই আছেন, অপরদিকে আপনার বন্ধু শান্তিমত বাসায় পৌছেও গেছেন।
এর মূল অর্থ হচ্ছে, গ্রেজুয়েশন করার পর একেবারে বসে না থেকে Textile রিলেটেড যেকোন জায়গায় হোক সেটা Industrial Engineering অথবা Production, জাস্ট চোখ বন্ধ করে জয়েন করে ফেলুন ( যদি এমন সুযোগ আপনার আসে)। জয়েন করার পর সেখানে কর্মরত অবস্থায় আপনার স্বপ্নের ডিপার্টমেন্টের জন্য জব খুজতে থাকুন। পছন্দের জায়গা মতন জব হয়ে গেলে দরকার হলে যেখানে কর্মরত আছেন সেটা ছেড়ে দিবেন। একটা কথা মনে রাখা দরকার, Textile রিলেটেড যে জায়গাতেই জব করেন না কেন কোনটাই ফেলনা নয়।
আপনার ওই IE বা Production এর অভিজ্ঞতা আপনার পছন্দের ডিপার্টমেন্টে কোন না কোন সময় লাগবেই। অন্তত জব ইনভায়রনমেন্ট টা তো বুঝবেন। এটাও মনে রাখবেন, Production বা IE সেকশনের ফ্লোর দিয়ে হাটলেও অনেক কিছু শেখার থাকে।
সিদ্ধান্ত এখন আপনার। স্বপ্নের ডিপার্টমেন্টের জন্য বসে থাকবেন নাকি কোথাও সুযোগ পেলে ঢুকে পাশাপাশি স্বপ্নের ডিপার্টমেন্টের জব অনুসন্ধান করবেন
আর স্যালারি......
যদি এমন ভাবেন যে শুরুতেই অনেক টাকা চাই তাহলে তাদের কিছু বলার নাই। Textile সেক্টর এখনও এমন হয়ে যায় নাই যে শুরিতেই ৩০ হাজার দিয়ে আপনাকে জব মার্কেটে আশার আমন্ত্রন জানাবে। এটা মাথায় রাখেন যে প্রথম ২-৩ বছর কাজ শিখবেন, বেতন যাই হোক। ২-৩ বছর পর দেন স্যালারির কথা মাথায় আনবেন
শুরুতেই বলেছি জব পাওয়া হাতের মোয়া না। কেউ জব দেবার জন্য বসে নাই। নিজের রাস্তা নিজেকেই অনুসন্ধান করতে হবে। প্রয়োজনে আপনার সিনিয়ররা যারা এই লাইনে জব করছে তাদের সাথে টাচে থাকতে হবে। জব হোক বা না হোক ভাইবা বোর্ড মিস করা যাবে না। কোথায়ও না কোথায়ও তো হয়ে যাবেই। মালিক বেটা আটকে রাখবেন না কাউকেই। হয় তো কারও বের হতে হতেই হবে নয় তো কারও একবছর পর হবে। কিন্তু হবেই এইটুকু সিউর থাকেন, যদি লেগে থাকতে পারেন।
আমি নিজেই ১২ টা ভাইবা বোর্ড ফেইস করার পর জব সেক্টরে জয়েন করেছি
So be patient
হাল ছাড়লে চলবে না, লেগে থাকতে হবে।
Written By :
Sajib Das
132 Batch, TE
BUFT
132 Batch, TE
BUFT
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন