জিয়াংনান ইউনিভার্সিটি ( jiangnan University)
ফ্যাকাল্টির মেম্বার এবং পেপারস, ইন্টারন্যাশনাল রিচার্জ নেটওয়ার্ক এ দেশের সবগুলো বিশবিদ্যালয় থেকে খুব ভালো পজিশনে জিয়াংনান ইউনি
যাই হোক উক্ত ইউনিভার্সিটিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ এর অনেক ছাত্রছাত্রী মাস্টার্স এবং পিএইচডি করছে Food Science এর উপরে, ফুড সাইন্সের জন্য চায়নাতে সবচেয়ে সেরা এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটি।
এছাড়া CSE, Bioengineering and Textile Engineering এর জন্য বেশ জনপ্রিয় বিশ্ববিদ্যালয়৷
ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ছাত্রছাত্রীদের আহবান করা হচ্ছে।
ব্যাচেলর এর জন্য ৭ টা ডিপার্টমেন্ট রয়েছে ইংলিশ ভার্সনে।।
১। ফুড সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
২। বায়ো ইঞ্জিনিয়ারিং
৩। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
৪৷ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
৫। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন
৬। নার্সিং
৭। বিবিএ
সিলেক্ট হওয়ার যোগ্যতা
১। SSC & HSC. উভয়ে পরীক্ষাতে জিপিএ ৫
হচ্ছে সবচেয়ে উত্তম ( HSC এর জন্য)
হচ্ছে সবচেয়ে উত্তম ( HSC এর জন্য)
২। SSC তে GPA 5 /এর কাছাকাছাকাছি এবং৷
Diploma তে ৩.৫০ এর উপরে হলে চান্স পাওয়ার সম্ভবনা বেশি৷ ( ডিপ্লোমা. হোল্ডারদের জন্য)
Diploma তে ৩.৫০ এর উপরে হলে চান্স পাওয়ার সম্ভবনা বেশি৷ ( ডিপ্লোমা. হোল্ডারদের জন্য)
প্রয়োজনীয় ডকুমেন্টস
১। পাসপোর্ট এর স্ক্যান কপি
২৷ সনদ এবং নম্বরপত্রসমূহ এর নোটারাইজড কপি
৩৷ মেডিকেল সার্টিফিকেট এর স্ক্যান কপি
৪৷ ভাষা দক্ষতার যেকোনো সনদ ( IELTS অথবা যেকোন ইংলিশ কোর্সের সার্টিফিকেট)
সুযোগ সুবিধা সমূহ
১। ৪ বছরের টিউশন ফি ফ্রি
২। ডর্ম ফি ফ্রি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ-
স্কলারশিপ ডিটেইলসঃ-
studyabroad.jiangnan.edu.cn
studyabroad.jiangnan.edu.cn
আবেদন শুরু - প্রতিবছরের ফেব্রুয়ারি মাস থেকে
ডেডলাইন- এপ্রিলের ২০ তারিখ, কিন্তু প্রতিযোগিতা বেশি হওয়ার কারনে যতদ্রুত আবেদন করা যায়৷
Note:- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাড়া ডিপ্লোমা হোল্ডারদের চান্স পাওয়া একটু টাফ, SSC and HSC ডাবল ৫ দের জন্য খুব সম্ভবনাময়।
Jiangnan University china, Admission Center Bangladesh
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন