গার্মেন্টস ব্লিচ ওয়াস প্রসেস | Garments Bleach Wash - Textile Lab | Textile Learning Blog
ব্লিচ ওয়াসঃ

এনজাইম ওয়াস জন্য ধরে নিলাম ৬০ কেজির ডেনিম লং প্যান্টের ক্যালকুলেশন সাথে প্রসেস দেখে নিবো

আসুন শুরু করা যাক কিভাবে প্রসেস শুরু হয়



FIRST Step : প্রি ট্রিটমেন্ট -  ডিসাইজিং
লট ওয়েট ৮০ পিস ৬০ কেজি ডেনিম লং প্যান্ট

১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে ডিসাইজ প্রসেসের জন্য, এখানে ডিসাইজেই মুল করন হচ্ছে ডেনিম ইয়ার্ন ডাইড প্রসেস যেখানে ডেনিম সাইজিং করা থাকে তাই সাইজ পার্টিকেল দূর করার জন্য এই ডিসাইজিং করা হয়।

২. মেশিন রানিং, টেম্পারেচার  60°C

৩. ক্যামিকেল
ডিসাইজিং এজেন্ট  0.6 gpl  324 gm
ডিটারজেন্ট    1 gpl 540 gm

৪. প্রসেস টাইম   ১৫-২৫ মিনিট

৫. বাথ ড্রেইন করে দিতে হবে ২৫ মিনিট পর।



SECOND STEP :  হট ওয়াস

১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে হট ওয়াসের জন্য।

২.  60°C  টেম্পারেচারে ৫ মিনিট




Third Step :  ব্লিচ  BLEACH

১.  M:L 1: 8 450 Lt

২. টেম্পারেচার  45°C

৩. ক্যামিকেল
Add   Bleaching Powder 0.6 gm 270 gm
Add Anti Back Staining 0.6 gm 270 gm
Add Acid Enzyme 2 gm 900 gm

টাইম ৪০-৬০ মিনিট এটা নির্ভর করবে সেড এর উপর

৪. এনজাইম ডিয়েক্টিভ করার জন্য টেম্পারেচার  ৯০ °C  টেম্পারেচার তুলে ১ মিনিট রান দিয়ে এনজাইম কিল করতে হবে।

৫. বাথ ড্রেইন

৬. ৩ মিনিট করে ২ টা রিনস ওয়াস দিতে হবে।



4th Step  :  NUTRAL WASH

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  9 হারে 540 Liter , Temperature 40°C

২. ক্যামিকেল ডোজিং
sodium HyDro Sulphite 3 gpl 1620 gm

৩. টাইম নির্ভর করে সেডের উপর তবে আনুনানিক  ১০- ১২ মিনিট

৪. বাথ ড্রেইন

৫. ৩ মিনিট করে ১ টা রিনস ওয়াস দিতে হবে।




5th Step  : Softening

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  8 হারে 480 Liter

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ
ক্যাটায়নিক  সফেনার   1.0 Gram / Liter - 480 gm
এসিটিক এসিড   0.6 Gram / Liter - 288 gm
ক্যামিকেল ডোজিং করে রানটাইম  দিতে হবে ৫ মিনিট , নরমাল টেম্পারেচারে

৪. ৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।

৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।
Sixth  Step : Hydroextaction
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম ।



Seventh  Step : Dry

গ্যাস ড্রায়ারঃ 
লোড করতে হবে গ্যাস  ড্রায়ারে - ৫০ কেজি

টেম্পারেচার  ৭৫-৮৫ Degree

টাইম  ৩৫- ৪০ মিনিট

টাইম ১০ মিনিট কোল্ড ড্রাই

এখানে কোল্ড ড্রাই করা হয় ফেব্রিক রিলাএক্স এর জন্য আর যেনো টুইস্টিং না হয় তার জন্য


Final  Step:
মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে  বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে।  ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।




সতর্কতাঃ 

১. ভালো করে ব্যাচ ওয়েট করে নিতে হবে।

২. লিকার রেশিও প্রসেস অনুযায়ী ঠিক রাখতে হবে এটা অপারেটর টু অপারেটর বুঝিয়ে যেতে হবে যেনো ব্যাচ টু ব্যাচ কোন ভ্যারিয়েশন না হয়।

৩. ক্যামিকেল মাপার সময় স্কেল ১০০% একুরেট থাকতে হবে যেনো ১ গ্রাম বেশি কম না হয়।

৪. সফেনার গরম পানিতে গুলিতে লিকুইড করে নিতে হবে আর সব ক্যামিকেল ছেকে দিতে হবে। 

৫. ওয়াস এর টেক প্যাকে তার কম্পজিশন, সুইং থ্রেড, ফিনিশিং প্রসেস সব ভালো করে চেক, রিচেক করে নিতে হবে।

৬. প্রথম ব্যাচ সবাই সতর্কতার সাথে সাথে থেকে ফিনিশিং করে প্যারামিটার সেট করে নিতে হবে।

গার্মেন্টস ব্লিচ ওয়াস প্রসেস | Garments Bleach Wash

ব্লিচ ওয়াসঃ

এনজাইম ওয়াস জন্য ধরে নিলাম ৬০ কেজির ডেনিম লং প্যান্টের ক্যালকুলেশন সাথে প্রসেস দেখে নিবো

আসুন শুরু করা যাক কিভাবে প্রসেস শুরু হয়



FIRST Step : প্রি ট্রিটমেন্ট -  ডিসাইজিং
লট ওয়েট ৮০ পিস ৬০ কেজি ডেনিম লং প্যান্ট

১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে ডিসাইজ প্রসেসের জন্য, এখানে ডিসাইজেই মুল করন হচ্ছে ডেনিম ইয়ার্ন ডাইড প্রসেস যেখানে ডেনিম সাইজিং করা থাকে তাই সাইজ পার্টিকেল দূর করার জন্য এই ডিসাইজিং করা হয়।

২. মেশিন রানিং, টেম্পারেচার  60°C

৩. ক্যামিকেল
ডিসাইজিং এজেন্ট  0.6 gpl  324 gm
ডিটারজেন্ট    1 gpl 540 gm

৪. প্রসেস টাইম   ১৫-২৫ মিনিট

৫. বাথ ড্রেইন করে দিতে হবে ২৫ মিনিট পর।



SECOND STEP :  হট ওয়াস

১.  M:L 1:9 (৮ X ৬০) 540 লিটার ওয়াটার লাগবে হট ওয়াসের জন্য।

২.  60°C  টেম্পারেচারে ৫ মিনিট




Third Step :  ব্লিচ  BLEACH

১.  M:L 1: 8 450 Lt

২. টেম্পারেচার  45°C

৩. ক্যামিকেল
Add   Bleaching Powder 0.6 gm 270 gm
Add Anti Back Staining 0.6 gm 270 gm
Add Acid Enzyme 2 gm 900 gm

টাইম ৪০-৬০ মিনিট এটা নির্ভর করবে সেড এর উপর

৪. এনজাইম ডিয়েক্টিভ করার জন্য টেম্পারেচার  ৯০ °C  টেম্পারেচার তুলে ১ মিনিট রান দিয়ে এনজাইম কিল করতে হবে।

৫. বাথ ড্রেইন

৬. ৩ মিনিট করে ২ টা রিনস ওয়াস দিতে হবে।



4th Step  :  NUTRAL WASH

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  9 হারে 540 Liter , Temperature 40°C

২. ক্যামিকেল ডোজিং
sodium HyDro Sulphite 3 gpl 1620 gm

৩. টাইম নির্ভর করে সেডের উপর তবে আনুনানিক  ১০- ১২ মিনিট

৪. বাথ ড্রেইন

৫. ৩ মিনিট করে ১ টা রিনস ওয়াস দিতে হবে।




5th Step  : Softening

১.  ওয়াটার লিকার রেশিও  L:R - 1:  8 হারে 480 Liter

২. মেশিন রানিং

৩. ক্যামিকেল ডোজিংঃ
ক্যাটায়নিক  সফেনার   1.0 Gram / Liter - 480 gm
এসিটিক এসিড   0.6 Gram / Liter - 288 gm
ক্যামিকেল ডোজিং করে রানটাইম  দিতে হবে ৫ মিনিট , নরমাল টেম্পারেচারে

৪. ৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।

৫. আনলোড করে ট্রলিতে নিতে হবে।
Sixth  Step : Hydroextaction
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটাক্টিং টাইম ।



Seventh  Step : Dry

গ্যাস ড্রায়ারঃ 
লোড করতে হবে গ্যাস  ড্রায়ারে - ৫০ কেজি

টেম্পারেচার  ৭৫-৮৫ Degree

টাইম  ৩৫- ৪০ মিনিট

টাইম ১০ মিনিট কোল্ড ড্রাই

এখানে কোল্ড ড্রাই করা হয় ফেব্রিক রিলাএক্স এর জন্য আর যেনো টুইস্টিং না হয় তার জন্য


Final  Step:
মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে  বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে।  ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।




সতর্কতাঃ 

১. ভালো করে ব্যাচ ওয়েট করে নিতে হবে।

২. লিকার রেশিও প্রসেস অনুযায়ী ঠিক রাখতে হবে এটা অপারেটর টু অপারেটর বুঝিয়ে যেতে হবে যেনো ব্যাচ টু ব্যাচ কোন ভ্যারিয়েশন না হয়।

৩. ক্যামিকেল মাপার সময় স্কেল ১০০% একুরেট থাকতে হবে যেনো ১ গ্রাম বেশি কম না হয়।

৪. সফেনার গরম পানিতে গুলিতে লিকুইড করে নিতে হবে আর সব ক্যামিকেল ছেকে দিতে হবে। 

৫. ওয়াস এর টেক প্যাকে তার কম্পজিশন, সুইং থ্রেড, ফিনিশিং প্রসেস সব ভালো করে চেক, রিচেক করে নিতে হবে।

৬. প্রথম ব্যাচ সবাই সতর্কতার সাথে সাথে থেকে ফিনিশিং করে প্যারামিটার সেট করে নিতে হবে।

কোন মন্তব্য নেই: