টেক্সটাইল মেশিন মার্কেটিং কোম্পানির ভাইবার জন্য প্রস্তুতি টিপস
টেক্সটাইল স্টুডেন্টদের টয়োটার স্পিনিং ডিভিশনের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে ভাইবার প্রস্তুতির জন্য কিছু পরামর্শ :
আমাদের একজন জুনিয়রের জনতে চাওয়ার প্রেক্ষিতে কিছু লিখছি, যদিও আমার স্পিনিং এর কাজের আইডিয়া নেই তার পরো কিছু কাজ বা প্রস্ততি নেয়াটা আমার কাছে ভালো বলে মনে হয়।
১. প্রথমত Toyota মার্কেটিং একটি মাল্টিন্যাশনাল জব তাই এর জন্য প্রস্তুতি অন্য যেকোন মাল্টিন্যাশনাল জবের মতো যেখানে নিজের স্কিলের বাইরে নিজের পার্সোনালিটি, স্মার্টনেস, প্রেজেন্টেশন কে অবশ্যই তারা গুরত্ব দিবে , এর প্রস্তুতির জন্য ইউটিউবে ভাইভার টিউটোরিয়াল গুলি দেখা যেতে পারে এবং প্রশ্ন উত্তর গুলি নিজের অনুযায়ী তৈরি করে প্রেক্টিস করা যেতে পারে ।
২. স্পিনিং মেশিন গুলির স্পেসিফিকেশন প্যারামিটার গুলি প্রডাক্ট কোয়ালিটি, স্পেসিফিকেশন জেনে নেয়া যেতে পারে।
৩. নেটে Toyota র ওয়েবপেইজ থেকে তাদের স্পেসিফিকেশন মডেল গুলি মুখস্থ করে রাখতে পারেন, তাদের প্রডাক্ট এর সার্ভিস ইঞ্জিনিয়ার হতে হলে তাদের প্রডাক্ট গুলি স্টাডি করা উচিৎ। যাতে তাদের প্রডাক্ট রিভিউ দিতে পারেন।
৪. Toyota র প্রতিদন্ধি কোম্পানি গুলির প্রডাক্ট, তাদের মার্কেটিং পলিসি সম্পর্কে আইডিয়া রাখুন যেমন : Truzscalar, Rieter Orlicion ETC
৫. তাদের কঞ্জিউমার দের আইডিয়া রাখা উচিৎ যেমন আমাদের দেশে স্পিনিং মিল কয়টা কোথায় এর জন্য BTMC এর ডিরেক্টরি থেকে জেনে নিতে পারেন।
৬. বর্তমানে যে ফেক্টরিতে কাজ করছেন সেখানের অভিজ্ঞ স্পিনিং ম্যাকানিক, স্পিনিং মেশিনের ইলেক্ট্রিশিয়ান এর কাছে স্পিনিং মেশিন এর সমস্যা এবং সমাধান বা মেইন্টেনেন্স এর উপায় গুলি জেনে নিতে পারেন।
৭. প্রতিটা মেশিনের SOP বা স্টেন্ডার্ড অপারেটিং প্রসেডিউর জেনে নিন।
৮. Toyota র মেশিন গুলির সাথে Truzscalar, Rieter Orlicion গুলির সাথে কম্পপেয়ার করে Toyota র উইকনেস গুলি জেনে নিন যাতে তাদের আপনার স্টাডি আছে মেশিন সম্পর্কে এটা বোঝাতে পারেন।
৯. থিউরির সাথে প্রডাকশন ক্যাল্কুলেশন গুলি জানা জরুরী যাতে রিটেন হলে ম্যাথ গুলি করতে পারেন।
১০. ওয়েবপেইজ :
Webpage : https://www.toyota-industries.com/products/textile/spinning/
তাদের রিসেন্ট ডেভেলপমেন্ট :
http://www.tcmit.org/english/exhibition/textile/fiber02.html
১১. যেহেতু তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কল করেছে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে এর অর্থ তারা মেশিন এর সাথে প্রডাকশন এর কোয়ালিটি এনশিউর করতে চাচ্ছে যা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারেন এটা আপনাদের জন্য পজেটিভ ।
১২. অন্য ব্রেন্ড এর মেশিনে কাজ করা আপনার উইকনেস নয় এটা আপনার স্ট্রেন্থ করান আপনি ওই মেশিন সম্পর্কে সবি যানেন যা Toyota ক্ষত্রে কাজে লাগবে, আপনাকে এটা আপনার স্ট্রেন্থ হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে ।
Mazadul Hasan Shishir
Batch - 13th
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com
টেক্সটাইল স্টুডেন্টদের টয়োটার স্পিনিং ডিভিশনের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে ভাইবার প্রস্তুতির জন্য কিছু পরামর্শ :
আমাদের একজন জুনিয়রের জনতে চাওয়ার প্রেক্ষিতে কিছু লিখছি, যদিও আমার স্পিনিং এর কাজের আইডিয়া নেই তার পরো কিছু কাজ বা প্রস্ততি নেয়াটা আমার কাছে ভালো বলে মনে হয়।
১. প্রথমত Toyota মার্কেটিং একটি মাল্টিন্যাশনাল জব তাই এর জন্য প্রস্তুতি অন্য যেকোন মাল্টিন্যাশনাল জবের মতো যেখানে নিজের স্কিলের বাইরে নিজের পার্সোনালিটি, স্মার্টনেস, প্রেজেন্টেশন কে অবশ্যই তারা গুরত্ব দিবে , এর প্রস্তুতির জন্য ইউটিউবে ভাইভার টিউটোরিয়াল গুলি দেখা যেতে পারে এবং প্রশ্ন উত্তর গুলি নিজের অনুযায়ী তৈরি করে প্রেক্টিস করা যেতে পারে ।
২. স্পিনিং মেশিন গুলির স্পেসিফিকেশন প্যারামিটার গুলি প্রডাক্ট কোয়ালিটি, স্পেসিফিকেশন জেনে নেয়া যেতে পারে।
৩. নেটে Toyota র ওয়েবপেইজ থেকে তাদের স্পেসিফিকেশন মডেল গুলি মুখস্থ করে রাখতে পারেন, তাদের প্রডাক্ট এর সার্ভিস ইঞ্জিনিয়ার হতে হলে তাদের প্রডাক্ট গুলি স্টাডি করা উচিৎ। যাতে তাদের প্রডাক্ট রিভিউ দিতে পারেন।
৪. Toyota র প্রতিদন্ধি কোম্পানি গুলির প্রডাক্ট, তাদের মার্কেটিং পলিসি সম্পর্কে আইডিয়া রাখুন যেমন : Truzscalar, Rieter Orlicion ETC
৫. তাদের কঞ্জিউমার দের আইডিয়া রাখা উচিৎ যেমন আমাদের দেশে স্পিনিং মিল কয়টা কোথায় এর জন্য BTMC এর ডিরেক্টরি থেকে জেনে নিতে পারেন।
৬. বর্তমানে যে ফেক্টরিতে কাজ করছেন সেখানের অভিজ্ঞ স্পিনিং ম্যাকানিক, স্পিনিং মেশিনের ইলেক্ট্রিশিয়ান এর কাছে স্পিনিং মেশিন এর সমস্যা এবং সমাধান বা মেইন্টেনেন্স এর উপায় গুলি জেনে নিতে পারেন।
৭. প্রতিটা মেশিনের SOP বা স্টেন্ডার্ড অপারেটিং প্রসেডিউর জেনে নিন।
৮. Toyota র মেশিন গুলির সাথে Truzscalar, Rieter Orlicion গুলির সাথে কম্পপেয়ার করে Toyota র উইকনেস গুলি জেনে নিন যাতে তাদের আপনার স্টাডি আছে মেশিন সম্পর্কে এটা বোঝাতে পারেন।
৯. থিউরির সাথে প্রডাকশন ক্যাল্কুলেশন গুলি জানা জরুরী যাতে রিটেন হলে ম্যাথ গুলি করতে পারেন।
১০. ওয়েবপেইজ :
Webpage : https://www.toyota-industries.com/products/textile/spinning/
তাদের রিসেন্ট ডেভেলপমেন্ট :
http://www.tcmit.org/english/exhibition/textile/fiber02.html
১১. যেহেতু তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার কল করেছে সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে এর অর্থ তারা মেশিন এর সাথে প্রডাকশন এর কোয়ালিটি এনশিউর করতে চাচ্ছে যা একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার করতে পারেন এটা আপনাদের জন্য পজেটিভ ।
১২. অন্য ব্রেন্ড এর মেশিনে কাজ করা আপনার উইকনেস নয় এটা আপনার স্ট্রেন্থ করান আপনি ওই মেশিন সম্পর্কে সবি যানেন যা Toyota ক্ষত্রে কাজে লাগবে, আপনাকে এটা আপনার স্ট্রেন্থ হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে ।
Batch - 13th
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন