ক্যাটায়নিক সফেনার গোলানোর নিয়ম | Cationic Softener Dilution - Textile Lab | Textile Learning Blog
স্যাপামাইন সি এস এন Sapamine CSN ডীসল্ভিং প্রসিডীউর কি?




স্যাপামাইন সি এস এন (Sapamine CSN) ডীসল্ভিং প্রসিডীউরঃ

১.  যে ব্যাক্তি সফেনার ডিসল্ভ করবে, সে অবশ্যই হ্যান্ড গ্লাভস, গগস, গাম বুট, (পি.পি.ই) পরে নিবে।

২.  যে ড্রামে সফেনার ডিসল্ভ করবে, সে ড্রাম ভালভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে যাতে পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে না থাকে।পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে থাকলে 
সেটা পচে গন্ধ হতে পারে।



৩.  ড্রামে ৮০ লিটার, ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়ে ড্রামকে স্টাইরিং মটর এর নিচে রাখতে হবে।


৪. তারপর পরিমাপকৃত ১০ কেজি স্যাপামাইন সি এস এন (Sapamine CSN) পার্ল, মগে অথবা স্টিলের বাটিতে করে আস্তে আস্তে ড্রামের মধ্যে ঢালতে হবে এবং স্টাইরিং ফ্যান একটিভ রাখতে হবে।


৫. এখানে উল্লেখ থাকে যে, কোন অবস্থাতেই সম্পূর্ণ সফেনার একবারে ড্রামে ঢালা যাবে না।

৬. সম্পূর্ণ স্যাপামাইন সি এস এন ঢেলে দেওয়ার পর  স্টাইরিং ফ্যান ১৫/২০ মিনিট একটিভ রাখতে হবে।

৭. তারপর ড্রামকে স্টাইরিং ফ্যান থেকে সরিয়ে সুবিধামত জায়গায় স্টোরিং করে ৬ ঘণ্টা রেখে দিতে হবে।

৮. ছয়(৬) ঘণ্টা পর সলুশন কে পুনরায় স্টাইরিং ফ্যানে নিয়ে ১৫/২০ মিনিট  স্টাইরিং করতে হবে।


৯. পুনরায় চেক করতে হবে যে, ড্রামের নিচে কোন তলানি আছে কি না।

১০. ড্রামের মধ্যে কোন দানা বা তলানি না থাকলে ড্রামের সফেনার বাবহারের উপযোগী।


১১. প্রত্যেকটা স্টক সলুশন (সফেনার সলুশন) ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার করতে হবে।২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার না করলে পচে গন্ধ হয়ে যেতে পারে।






ক্যাটায়নিক সফেনার গোলানোর নিয়ম | Cationic Softener Dilution

স্যাপামাইন সি এস এন Sapamine CSN ডীসল্ভিং প্রসিডীউর কি?




স্যাপামাইন সি এস এন (Sapamine CSN) ডীসল্ভিং প্রসিডীউরঃ

১.  যে ব্যাক্তি সফেনার ডিসল্ভ করবে, সে অবশ্যই হ্যান্ড গ্লাভস, গগস, গাম বুট, (পি.পি.ই) পরে নিবে।

২.  যে ড্রামে সফেনার ডিসল্ভ করবে, সে ড্রাম ভালভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে যাতে পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে না থাকে।পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে থাকলে 
সেটা পচে গন্ধ হতে পারে।



৩.  ড্রামে ৮০ লিটার, ৮০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়ে ড্রামকে স্টাইরিং মটর এর নিচে রাখতে হবে।


৪. তারপর পরিমাপকৃত ১০ কেজি স্যাপামাইন সি এস এন (Sapamine CSN) পার্ল, মগে অথবা স্টিলের বাটিতে করে আস্তে আস্তে ড্রামের মধ্যে ঢালতে হবে এবং স্টাইরিং ফ্যান একটিভ রাখতে হবে।


৫. এখানে উল্লেখ থাকে যে, কোন অবস্থাতেই সম্পূর্ণ সফেনার একবারে ড্রামে ঢালা যাবে না।

৬. সম্পূর্ণ স্যাপামাইন সি এস এন ঢেলে দেওয়ার পর  স্টাইরিং ফ্যান ১৫/২০ মিনিট একটিভ রাখতে হবে।

৭. তারপর ড্রামকে স্টাইরিং ফ্যান থেকে সরিয়ে সুবিধামত জায়গায় স্টোরিং করে ৬ ঘণ্টা রেখে দিতে হবে।

৮. ছয়(৬) ঘণ্টা পর সলুশন কে পুনরায় স্টাইরিং ফ্যানে নিয়ে ১৫/২০ মিনিট  স্টাইরিং করতে হবে।


৯. পুনরায় চেক করতে হবে যে, ড্রামের নিচে কোন তলানি আছে কি না।

১০. ড্রামের মধ্যে কোন দানা বা তলানি না থাকলে ড্রামের সফেনার বাবহারের উপযোগী।


১১. প্রত্যেকটা স্টক সলুশন (সফেনার সলুশন) ২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার করতে হবে।২৪ ঘণ্টার মধ্যে ব্যাবহার না করলে পচে গন্ধ হয়ে যেতে পারে।






কোন মন্তব্য নেই: