কাটিং সেকশনের মেশিন সমূহঃ
গার্মেন্টস তৈরির আগে ফেব্রিক প্লাইগুলো কাটা হয় কাটিং মেশিনের সাহায্যে। তিন ধরনের মেশিন ব্যবহার করা হয় কাটিং সেকশনে। সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হল।
১] ম্যানুয়াল কাটিং মেশিন (Manual cutting machine) এগুলো সম্পূর্ণ ভাবে হাতে চালনা করা হয়। এটি একটি বা দুটি প্লাই কাটার জন্য ব্যাবহার করা হয়। বাল্ক প্রোডাকশন এ ব্যাবহার হয় না।
উদাহরণঃ
হ্যান্ড অপারেটেড সিজর, কাচি।
উদাহরণঃ
হ্যান্ড অপারেটেড সিজর, কাচি।
২] সেমি ওটমেটিক কাটিং মেশিন ( Semi-automatic cutting machine) এটি হাতে এবং ইলেক্ট্রিসিটির সাহায্যে চালানো হয়। যেমনঃ
Straight Knife cutting machine ক্লোদিং ইন্ডাস্ট্রিতে বেশি ব্যাবহার হয়। প্রোডাকশন বেশি। অনেক বেশি প্লাইএর ফেব্রিক কাটা যায়।
Round knife cutting machine
কাটার বা ব্লেডটি গোলাকৃতির। সাইজে ছোট এবং ফ্লেক্সিবল। গার্মেন্টস প্যাটার্নের বড় পার্ট কাটতে ব্যাবহার হয়। এর প্রোডাক্টিভিটি কম।
কাটার বা ব্লেডটি গোলাকৃতির। সাইজে ছোট এবং ফ্লেক্সিবল। গার্মেন্টস প্যাটার্নের বড় পার্ট কাটতে ব্যাবহার হয়। এর প্রোডাক্টিভিটি কম।
Band knife
দেখতে কাঠ কাটার মেশিনের মত। প্লাই এর হাইট অনুসারে এটি এডজাষ্ট করা যায়। কাটিং কোয়ালিটি খুব ভাল।
দেখতে কাঠ কাটার মেশিনের মত। প্লাই এর হাইট অনুসারে এটি এডজাষ্ট করা যায়। কাটিং কোয়ালিটি খুব ভাল।
Die cutting machine
এটি ফেব্রিকের উপর প্রেশার দিয়ে মোটিফ অনুসারে ছোট ছোট ডিজাইন করে কাটতে পারে।
এটি ফেব্রিকের উপর প্রেশার দিয়ে মোটিফ অনুসারে ছোট ছোট ডিজাইন করে কাটতে পারে।
Notcher machine
ফেব্রিকের উপর ছোট ছোট নট বা গিট থাকলে সেগুলো কেটে ফেলে। থার্মোপ্লাষ্টিক ফেব্রিকে এই মেশিন ব্যাবহার করা যায় না।
ফেব্রিকের উপর ছোট ছোট নট বা গিট থাকলে সেগুলো কেটে ফেলে। থার্মোপ্লাষ্টিক ফেব্রিকে এই মেশিন ব্যাবহার করা যায় না।
Drill Machine
গার্মেন্টসের শেষ কোথায় বা কোথায় পকেট হবে তা চিহ্নিত করতে ফেব্রিকের উপর ফুটো বা মার্ক করা হয়। এটি গার্মেন্টস এর মধ্যভাগ চিহ্নিত করতেও ব্যাবহার করা হয়।
গার্মেন্টসের শেষ কোথায় বা কোথায় পকেট হবে তা চিহ্নিত করতে ফেব্রিকের উপর ফুটো বা মার্ক করা হয়। এটি গার্মেন্টস এর মধ্যভাগ চিহ্নিত করতেও ব্যাবহার করা হয়।
৩) ফুল ওটোমেটিক বা কম্পিউটারাইজড কাটিং মেশিন ( Full automatic cutting machine)
এই কাটিং মেশিনগুলোতে ম্যানুয়াল কোন কাজ করতে হয় না। যেমনঃ
এই কাটিং মেশিনগুলোতে ম্যানুয়াল কোন কাজ করতে হয় না। যেমনঃ
Computer controlled cutting machine এই কাটিং মেশিনে গার্মেন্টস কাটার জন্য মার্কারের দরকার হয় না। এই মেশিনের স্পিড হাই এবং কাটিং পার্ফেক্টলি হয়।
Laser cutting machine
এক ধরনের বিশেষ আলোক রশ্মির সাহায্যে ফেব্রিক কাটা হয়। কাটিং হেড কম্পিউটার কল্ট্রোল করে।
এক ধরনের বিশেষ আলোক রশ্মির সাহায্যে ফেব্রিক কাটা হয়। কাটিং হেড কম্পিউটার কল্ট্রোল করে।
Water- jet cutting machine
পানির হাই প্রেসার দিয়ে ফেব্রিক কাটা হয়। একটি নজেলের মাধ্যমে এই হাই স্পিডি পানি চালনা করা হয়।
পানির হাই প্রেসার দিয়ে ফেব্রিক কাটা হয়। একটি নজেলের মাধ্যমে এই হাই স্পিডি পানি চালনা করা হয়।
Rib cutting machine
এই স্পেশাল মেশিন রিব এবং স্ট্রাইপ রোল নিট ফেব্রিক কাটার জন্য ব্যাবহার হয়।
এই স্পেশাল মেশিন রিব এবং স্ট্রাইপ রোল নিট ফেব্রিক কাটার জন্য ব্যাবহার হয়।
Plasma torch cutting machine
এটি সাধারণত স্টিল ব। অ্যালুমিনিয়াম কাটার জন্য ব্যাবহার হয়। তবে টেক্সটাইল মেটেরিয়াল কাটতেও ব্যাবহার করা হয়।
এটি সাধারণত স্টিল ব। অ্যালুমিনিয়াম কাটার জন্য ব্যাবহার হয়। তবে টেক্সটাইল মেটেরিয়াল কাটতেও ব্যাবহার করা হয়।
Aivy Khan TGMA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন