ওভেন ফেব্রিক এর বায়াসিং বা স্কিউনেস সমস্যা | Fabrics Skewness - Textile Lab | Textile Learning Blog
ওভেন ফেব্রিক এর বায়াসিং বা স্কিউনেস সমস্যাঃ-

ওভেন ফেব্রিক্স এর একটি সমস্যা হয় এটি ফিনিশিং এর পর ফেব্রিক্স এর  স্কুইউনেস দেখা যায় ।  আর এই স্কিউনেস এর মুল কারন হলো উইভিং মেশিন এর  ইন প্রপার মেশিন টেনশন এবং ইয়ার্ন এর কোয়ালিটি ।  এটি ঠিক করা যায় ওভেন ফেব্রিক্স ফিনিশিং এর ওয়েফট স্ট্রেইটেনারে ঠিক করা হয়।  কিন্ত তার পরো মাঝে মাঝে এর স্কিউনেস ফেইল করে, আর স্কিউনেস এর টলারেন্স ৩% বা ১ ইঞ্চি  পর্যন্ত গ্রহন যোগ্য।  স্কিউনেস কে ফ্লোরে বায়াস বলে এটি ঠিক না করা হলে গার্মেন্টস এর পর গ্রেইন লাইন ঠিক হয় না টুইস্টিং এবং স্পাইরিলিটি দেখা যায় ।  ওভেন ফেব্রিক এর ক্ষত্রে স্রিংকেজ এর চেয়ে বায়াস / স্কিউনেস মেজর প্যারামিটার






Accepted Range
সলিড ডাইং এর ক্ষত্রে ৩ %
ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে ২%


ঠিক করার উপয়ঃ
ফিনিশিং মেশিন / স্টেনটারে যখন কাপড় চালানো হয় তখন  ফেব্রিক ১০০-২০০ মিটার চালানোরর পর ফেব্রিক সেলভেজ টু সেলভেজ কেটে এক ফোল্ড করে সেলভেজ টু সেলভেজ দু ভাজ করা হয় তখন ফেব্রিক এর লেফট রাইট চেক করা হয় যে কোন প্রকার বাকানো বা স্কিউ আছে কিনা  এটা মেশিন এর সামনে থেকে ডিটেক্ট করে মেশিন এর অপারেটর এর কাছে বলা হয় কোন পাশে স্কিউ আছে ।  অপারেটর মেশিন এর ওয়েফট স্ট্রেটেইনার এর মাধ্যমে এটা ঠিক করে দেন এটা অটোমেটিক এবং ম্যানুয়েল উভয় ভাবে করা যায় । ওয়েফট স্ট্রেটেইনার এর কন্ট্রোল প্যানেলে (/) (\) এমন মার্ক আছে এর উদ্যেশ হলে  চিহ্ন অনুযায়ী মেশিন আগে পিছে করে কাপড় এর এগিয়ে যাওয়া পাশে টেনশন দিয়ে এর এলাইনমেন্ট ঠিক করে দেয়া হয়।


ব্লু প্রথম দুটি বাটন স্কিউনেস ঠিক করার বাটন 


ওয়েফট স্ট্রেইটেনার 

ওভেন ফেব্রিক এর বায়াসিং বা স্কিউনেস সমস্যা | Fabrics Skewness

ওভেন ফেব্রিক এর বায়াসিং বা স্কিউনেস সমস্যাঃ-

ওভেন ফেব্রিক্স এর একটি সমস্যা হয় এটি ফিনিশিং এর পর ফেব্রিক্স এর  স্কুইউনেস দেখা যায় ।  আর এই স্কিউনেস এর মুল কারন হলো উইভিং মেশিন এর  ইন প্রপার মেশিন টেনশন এবং ইয়ার্ন এর কোয়ালিটি ।  এটি ঠিক করা যায় ওভেন ফেব্রিক্স ফিনিশিং এর ওয়েফট স্ট্রেইটেনারে ঠিক করা হয়।  কিন্ত তার পরো মাঝে মাঝে এর স্কিউনেস ফেইল করে, আর স্কিউনেস এর টলারেন্স ৩% বা ১ ইঞ্চি  পর্যন্ত গ্রহন যোগ্য।  স্কিউনেস কে ফ্লোরে বায়াস বলে এটি ঠিক না করা হলে গার্মেন্টস এর পর গ্রেইন লাইন ঠিক হয় না টুইস্টিং এবং স্পাইরিলিটি দেখা যায় ।  ওভেন ফেব্রিক এর ক্ষত্রে স্রিংকেজ এর চেয়ে বায়াস / স্কিউনেস মেজর প্যারামিটার






Accepted Range
সলিড ডাইং এর ক্ষত্রে ৩ %
ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে ২%


ঠিক করার উপয়ঃ
ফিনিশিং মেশিন / স্টেনটারে যখন কাপড় চালানো হয় তখন  ফেব্রিক ১০০-২০০ মিটার চালানোরর পর ফেব্রিক সেলভেজ টু সেলভেজ কেটে এক ফোল্ড করে সেলভেজ টু সেলভেজ দু ভাজ করা হয় তখন ফেব্রিক এর লেফট রাইট চেক করা হয় যে কোন প্রকার বাকানো বা স্কিউ আছে কিনা  এটা মেশিন এর সামনে থেকে ডিটেক্ট করে মেশিন এর অপারেটর এর কাছে বলা হয় কোন পাশে স্কিউ আছে ।  অপারেটর মেশিন এর ওয়েফট স্ট্রেটেইনার এর মাধ্যমে এটা ঠিক করে দেন এটা অটোমেটিক এবং ম্যানুয়েল উভয় ভাবে করা যায় । ওয়েফট স্ট্রেটেইনার এর কন্ট্রোল প্যানেলে (/) (\) এমন মার্ক আছে এর উদ্যেশ হলে  চিহ্ন অনুযায়ী মেশিন আগে পিছে করে কাপড় এর এগিয়ে যাওয়া পাশে টেনশন দিয়ে এর এলাইনমেন্ট ঠিক করে দেয়া হয়।


ব্লু প্রথম দুটি বাটন স্কিউনেস ঠিক করার বাটন 


ওয়েফট স্ট্রেইটেনার 

কোন মন্তব্য নেই: