টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সরকারি জবের স্কোপ গুলি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে সরকারি চাকরির (Related) সুযোগ:

প্রথমেই বলতে চাই লেখাটি টেক্সটাইল গ্র্যাজুয়েট/ হবু গ্র্যাজুয়েটদের জন্য। আমরা জানি যে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা (৮০% এর বেশি) তৈরি পোশাক খাত থেকে অর্জিত হয়। সে হিসেবে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অনেক। আমি তোমাদের ধন্যবাদ দিতে চাই যারা নিজেদের মেধা আর অক্লান্ত শ্রম দিয়ে এ বৃহৎ ও মহৎ কাজে নিজেদের শামিল করতে পেরেছ বা এ জন্য নিজেকে তৈরি করছ। অন্যদিকে দেশের মানুষের সেবা করার জন্য সরকারি চাকরি একটি সর্বোত্তম পেশা হতে পারে। হয়ত তোমরা ভাবছো যে, সরকারি চাকরিতে তো দুর্নীতি হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কি সরকারি চাকরি পাওয়া সম্ভব… আমার দ্বারা হবে না ......ইতাদি।

ঘুষ দিয়ে চাকরি হয় কিনা আমি জানি না, তবে এটা জানি যে শত শত বেকারের টাকা ছাড়া চাকরি হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেকেই সরকারি চাকরি করছেন। সরকারি চাকরি পাওয়ার জন্য যেটি বেশি দরকার তা হলো ইচ্ছাশক্তি আর ধৈর্য। আজকে আমি তোমাদের বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে তোমরা কি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে। আমি এ বিষয়ে একটি লিস্ট তৈরি করেছি...

১. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( যারা একদম প্রথম শ্রেনীর স্টুডেন্ট, তাদের জন্য)

২. বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউট

৩. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন

৪. বাংলাদেশ পাটকল করপোরেশন

৫. বস্ত্র পরিদপ্তর

৬. পাট অধিদপ্তর

৭. বাংলাদেশ তাঁত বোর্ড

৮. বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন

৯. বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)

১০. বাংলাদেশ নৌবাহিনী

১১. জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার

১২. তুলা উন্নয়ন বোর্ড

১৩. কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

১৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

১৫. বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড

১৬. সরকারি টেক্সটাইল কলেজ এবং আমার অজানা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

আজ এ পর্যন্তই। সময়ের অভাবে আর লিখতে পারলাম না। আরেকদিন কথা হবে কিভাবে নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করবে।
সবাইকে ধন্যবাদ।

ইঞ্জিনিয়ার ইলিয়াস খলিল
(বুটেক্স, ৩৪তম ব্যাচ)
কারিগরি কর্মকর্তা
বাংলাদেশ তাঁত বোর্ড
বস্ত্র ও পাট মন্ত্রণালয়




job

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সরকারি জবের স্কোপ গুলি জেনে নিন

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে সরকারি চাকরির (Related) সুযোগ:

প্রথমেই বলতে চাই লেখাটি টেক্সটাইল গ্র্যাজুয়েট/ হবু গ্র্যাজুয়েটদের জন্য। আমরা জানি যে দেশের সিংহভাগ বৈদেশিক মুদ্রা (৮০% এর বেশি) তৈরি পোশাক খাত থেকে অর্জিত হয়। সে হিসেবে জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান অনেক। আমি তোমাদের ধন্যবাদ দিতে চাই যারা নিজেদের মেধা আর অক্লান্ত শ্রম দিয়ে এ বৃহৎ ও মহৎ কাজে নিজেদের শামিল করতে পেরেছ বা এ জন্য নিজেকে তৈরি করছ। অন্যদিকে দেশের মানুষের সেবা করার জন্য সরকারি চাকরি একটি সর্বোত্তম পেশা হতে পারে। হয়ত তোমরা ভাবছো যে, সরকারি চাকরিতে তো দুর্নীতি হয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে কি সরকারি চাকরি পাওয়া সম্ভব… আমার দ্বারা হবে না ......ইতাদি।

ঘুষ দিয়ে চাকরি হয় কিনা আমি জানি না, তবে এটা জানি যে শত শত বেকারের টাকা ছাড়া চাকরি হচ্ছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা অনেকেই সরকারি চাকরি করছেন। সরকারি চাকরি পাওয়ার জন্য যেটি বেশি দরকার তা হলো ইচ্ছাশক্তি আর ধৈর্য। আজকে আমি তোমাদের বলবো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করে তোমরা কি কি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ আছে। আমি এ বিষয়ে একটি লিস্ট তৈরি করেছি...

১. বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ( যারা একদম প্রথম শ্রেনীর স্টুডেন্ট, তাদের জন্য)

২. বাংলাদেশ পাট গবেষণা ইন্সিটিউট

৩. বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন

৪. বাংলাদেশ পাটকল করপোরেশন

৫. বস্ত্র পরিদপ্তর

৬. পাট অধিদপ্তর

৭. বাংলাদেশ তাঁত বোর্ড

৮. বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন

৯. বিভিন্ন ব্যাংক (অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, টেক্সটাইল)

১০. বাংলাদেশ নৌবাহিনী

১১. জুট ডাইভারসিফিকেশন এন্ড প্রমোশন সেন্টার

১২. তুলা উন্নয়ন বোর্ড

১৩. কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

১৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

১৫. বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড

১৬. সরকারি টেক্সটাইল কলেজ এবং আমার অজানা অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।

আজ এ পর্যন্তই। সময়ের অভাবে আর লিখতে পারলাম না। আরেকদিন কথা হবে কিভাবে নিজেকে সরকারি চাকরির জন্য প্রস্তুত করবে।
সবাইকে ধন্যবাদ।

ইঞ্জিনিয়ার ইলিয়াস খলিল
(বুটেক্স, ৩৪তম ব্যাচ)
কারিগরি কর্মকর্তা
বাংলাদেশ তাঁত বোর্ড
বস্ত্র ও পাট মন্ত্রণালয়




৫টি মন্তব্য:

Unknown বলেছেন...

Sir kivabe application korbo

Unknown বলেছেন...

Dear Sir,
amra textile engineer ra kivabe nou bahinite join korbo...
amdr kaj ki hote pare..........?

Munia বলেছেন...

আসসালামুআলাইকুম
সরকারি চাকরির জন্য কি কি বই অনুসরণ করা যেতে পারে তার একটা তালিকা দিলে উপকৃত হবো।

Shilon বলেছেন...

sir Apni porobortite kivabe prostuti nite hoy janate chaisilen e niye kono post pelam na...jodi bisoy ta dekhten aktu...upokar hoito sobar...

Unknown বলেছেন...

Please sir tell me kivabe navy te join kora jay textile e pore?