সমস্যা : সেলভেজ লুজ
কারন-প্রতিকার :-
ওভেন ফেব্রিক এর সেল ফেব্রিক এর সাথে দুই পাশে এডিশনার 2-4" ক্যানভাস কন্সট্রাকশন এর কাপড় থেজে এদের সেলভেজ বা পাড় বলে।
ওভেন ফেব্রিক এর সেল ফেব্রিক এর সাথে দুই পাশে এডিশনার 2-4" ক্যানভাস কন্সট্রাকশন এর কাপড় থেজে এদের সেলভেজ বা পাড় বলে।
ওভেন ফেব্রিক এর সেলভেজ দেয়া হয় এর মুল কারন হচ্ছে এর ডাইমেনশনাল স্টেবিলিটির জন্য যাতে করে ওয়ার্প ইয়ার্ন স্লিপ না করে এবং ফিনিশ এর সময় যেনো স্টেনটার এর ক্লিপ যেনো সেলভেজ ধরতে পারে।
মাঝে মাঝে ফেব্রিক উইভিং এর সময় মাঝে সুতা বেশি থাকার ফলে এবং সেলভেজ পাতলা করে ফেলার জন্য কাপড় ফিনিশ এর সমস্যা নানান সমস্যা পোহাতে হয় যেমন ফেব্রিক স্টেনটার এর ক্লিপ থেকে বের হয়ে যায় এবং কম্পেক্টিং এর সময় বা সানফোরাইজিং বা কম্পেক্টিং এর সময় ব্লাংকেট এর প্রেসারে সেলভেজে ক্রিজ পড়ে । আর এই ক্রিজ দূর করা অনেক কষ্টককর তাই সেলভেজ লুজ হলে সানফোরাইজ না করেই ফেব্রিক দিয়ে দেয়া হয়।
সাধারণত লাইক্রা ফেব্রিক এর সেলভেজ ২ ইঞ্চি করে দেয়া হয় এবং অনেক কম্পেক্ট করে দেয়া হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন