এপারেল মার্চেন্ডাজিং টার্মস গুলি জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
গার্মেন্টস industry তে সবচেয়ে লোভনীয় ডিপার্টমেন্ট হল মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট রিলেটেড কতগুলি word আছে যগুলো আমরা mixed করে ফেলি নিম্নে এরকম কয়েকটি শব্দর কোনটা কি তা সল্পপরিসরে বোঝানোর চেষ্টা করা হল।

Merchant : 
মার্চেন্ট শব্দের অর্থ বনিক। মার্চেন্টাইজারদের অনেক সময় মার্চেন্টও বলা হয় কারন গর্মেন্টস এ অরডার ইনকোয়ারি থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত যাবতীয় কাজ করে থাকে। তার মানে মার্চেন্ডাইজার রা ফেব্রিকস ও accessories থেকে শুরু করে cutton,  poly সহ সব কিনে থাকে এবং বায়ারের কাছে বিক্রিও করে তাই তাদের মার্চেন্ট বলে। 


Merchandise : 
এটি ইংরেজি শব্দ যার অর্থ পন্য কেনা বেচা করা।


Merchandising : 
আয়ের উদ্দেশ্য কোনো পন্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে। 


Merchandiser :
মার্চেন্ডাইজার বলতে এমন একজন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে মার্চেন্ডাইজিং এর সকল কাজ করে এবং customer এর কাছে পন্য সেল করে।


Garments Merchandising :
গার্মেন্টস মার্চেন্ডাইজিং অর্থ হল গার্মেন্টস বা পোষাক তৈরি করার জন্য প্রয়োজনীয় কাচামাল যেমন কাপড়,  এক্সেসরিজ ইত্যাদি কিনে তা দিয়ে পোষাক তৈরি করে সেই পোষাক বিক্রি করা।  উদ্দেশ্য থাকবে পোষাক তৈরির জন্য প্রোয়োজনীয় কাচামাল এবং এবং তৈরি করার অন্যান্য খরচ এর চেয়ে বিক্রয় মুল্য বেশি হবে।


Marketing:
মার্কেটিং হল কতগুলো কাজের সমষ্টি যার মাদ্ধমে পন্য বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পৌছায়।


Garments marketing : 

বায়ারের সাথে মিটিং করে গার্মন্টস অরডার সংগ্রহ করাকে গার্মেন্টস মার্কেটিং বলে।

Garments merchandiser এর কাজ : 
         ১) অরডার সংগ্রহ করা
          ২) কাচামাল সংগ্রহ
          ৩) মেইক  গার্মেন্টস  প্রোডাকশন 
          ৪)গার্মেন্টস শিপমেন্ট
         ৫) গার্মেন্টস এর পেমেন্ট রিসিভ.


লেখকঃ
মো: সাইদুর রহমান  তুহিন
শান্তো মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ সাইন্স

এপারেল মার্চেন্ডাজিং টার্মস গুলি জেনে রাখুন

গার্মেন্টস industry তে সবচেয়ে লোভনীয় ডিপার্টমেন্ট হল মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্ট রিলেটেড কতগুলি word আছে যগুলো আমরা mixed করে ফেলি নিম্নে এরকম কয়েকটি শব্দর কোনটা কি তা সল্পপরিসরে বোঝানোর চেষ্টা করা হল।

Merchant : 
মার্চেন্ট শব্দের অর্থ বনিক। মার্চেন্টাইজারদের অনেক সময় মার্চেন্টও বলা হয় কারন গর্মেন্টস এ অরডার ইনকোয়ারি থেকে শুরু করে পেমেন্ট পাওয়া পর্যন্ত যাবতীয় কাজ করে থাকে। তার মানে মার্চেন্ডাইজার রা ফেব্রিকস ও accessories থেকে শুরু করে cutton,  poly সহ সব কিনে থাকে এবং বায়ারের কাছে বিক্রিও করে তাই তাদের মার্চেন্ট বলে। 


Merchandise : 
এটি ইংরেজি শব্দ যার অর্থ পন্য কেনা বেচা করা।


Merchandising : 
আয়ের উদ্দেশ্য কোনো পন্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে। 


Merchandiser :
মার্চেন্ডাইজার বলতে এমন একজন ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যে মার্চেন্ডাইজিং এর সকল কাজ করে এবং customer এর কাছে পন্য সেল করে।


Garments Merchandising :
গার্মেন্টস মার্চেন্ডাইজিং অর্থ হল গার্মেন্টস বা পোষাক তৈরি করার জন্য প্রয়োজনীয় কাচামাল যেমন কাপড়,  এক্সেসরিজ ইত্যাদি কিনে তা দিয়ে পোষাক তৈরি করে সেই পোষাক বিক্রি করা।  উদ্দেশ্য থাকবে পোষাক তৈরির জন্য প্রোয়োজনীয় কাচামাল এবং এবং তৈরি করার অন্যান্য খরচ এর চেয়ে বিক্রয় মুল্য বেশি হবে।


Marketing:
মার্কেটিং হল কতগুলো কাজের সমষ্টি যার মাদ্ধমে পন্য বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পৌছায়।


Garments marketing : 

বায়ারের সাথে মিটিং করে গার্মন্টস অরডার সংগ্রহ করাকে গার্মেন্টস মার্কেটিং বলে।

Garments merchandiser এর কাজ : 
         ১) অরডার সংগ্রহ করা
          ২) কাচামাল সংগ্রহ
          ৩) মেইক  গার্মেন্টস  প্রোডাকশন 
          ৪)গার্মেন্টস শিপমেন্ট
         ৫) গার্মেন্টস এর পেমেন্ট রিসিভ.


লেখকঃ
মো: সাইদুর রহমান  তুহিন
শান্তো মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ সাইন্স

কোন মন্তব্য নেই: