টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাপ্লাইচেইন কোর্স কতোটা জরুরী জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ISCEA-International supply chain education alliance

সাপ্লাই চেইন কি?
উত্তর:
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ ব্যবস্থাপনার আওতায় কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা থেকে শুরু করে পরিকল্পনা, পণ্যের উৎস, মজুদকরণ, প্রস্তুত ও বিপণন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ কাজটি দক্ষতা দিয়ে সময়মতো ও কম খরচে সম্পন্ন করাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর একজন সাপ্লাই চেইন ব্যবস্থাপককে পুরো প্রক্রিয়াটি প্রতিষ্ঠানের সব শাখার জনবলের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় রেখে করতে হয়।
আসলকথা হলো,সাপ্লাই চেইন বিষয়ে যদি কোন কোর্স করা থাকে অথবা দক্ষতা থাকে তাহলে কর্পোরেট কম্পানিগুলোতে চাকুরী পাওয়া সহজ হয়,আর বেতন ও অধিক পাওয়া যায়।

১. এই সাপ্লাই চেইন বিষয়ে কোর্স টা করায় হচ্ছে ISCEA  organisation টা।

২.  এই কোর্সটা হলো একটা তিনবছর মেয়াদী কোর্স, এই কোর্সটা করলে চাকুরীর ক্ষেত্রে সুবিধা হয়।কোর্স শেষে যে ডিগ্রী টা দেওয়া হয় সেটা হলো CSC M ডিগ্রী।
CSCM-Certified supply Chain Manager
সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেরই একটা বি,এস,সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকবে,কিন্তু এই ধরনের একটা এক্সক্লুসিভ ডিগ্রী যার থাকবে, চাকুরী পাওয়ার ক্ষেত্রে তার কদরও বেশী ই থাকবে।
এই আন্তর্জাতিক ডিগ্রী টা নিতে ৯০০০০-১২০০০০ টাকা বা ১১০০ USD  এর কাছাকাছি লাগতে পারে।
ভালো মানের জব দেওয়ার ক্ষেত্রে মূলত বড় বড় প্রাইভেট প্রোডাকশন কোম্পানীগুলো সকল প্রার্থীদের মধ্যে তাদেরকেই  নেয়,যাদের CV তে এক্সট্রা কিছু দেখতে পায়।তাই এই কোর্সটা বেশি বেতনের চাকুরী পেতে সাহায্য করবে ৮০%.
ISCEA দ্বারা সার্টিফাইড একজন ইঞ্জিনিয়ারের মুল্য অবশ্যই বাকীদের থেকে বেশি,আর আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের চাকুরী করতে হবে মার্চেন্ডাইজিং এর,কারন ফ্যাক্টরী তে ধুলাবালি আর শ্রমিক শ্রেনীর কর্মচারীদের সাথে সাধারনত ইঞ্জিনিয়াররা কাজ করেন না, তারা অফিস জব ই করেন,  তিনি যে ডিপার্টমেন্ট থেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেননা কেন।

৩.  এখন এই CSCM ডিগ্রীটা স্কলারশীপের মাধ্যমে ফ্রি তে দেয় ISCEA, তাই তারা একটি case solving প্রতিযোগিতার আয়োজন করেছে, এই প্রতিযোগিতায় সকল ভার্সিটি অংশগ্রহন করে।

Case solving কি?

উত্তর:
এই কাজটা হবে একটা নির্দিষ্ট বিষয়ে প্রজেক্ট তৈরি করার মত, রেজিস্ট্রেসন করার সাথে সাথে অনলাইনে একটা Case বা  টপিক দেওয়া হবে,সেটা নিয়ে ব্যবহারিকভাবে কাজ করে তথ্য সংগ্রহ করে,রিপোর্ট তৈরি করে আবার ISCEA এর কাছে ইমেইলে পাঠাতে হবে।৭ দিন এর মধ্যে।
এই কাজটা করবে ৪ জনের এক একটা টিম , এখন এই টিম যেকোন ভার্সিটির হতে পারে।৪ জন ও যেকোন ভার্সিটির হতে পারে।
প্রতিটা টিমের এই প্রতিযোগীতায় অংশগ্রহন খরচ হচ্ছে ৪০০০ টাকা। জন প্রতি ১০০০ টাকা। রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত সময় থাকে।
Case solving করে যেসকল টিমগুলো জমা দিবে,তাদের মধ্যে থেকে সেরা ১০০ টা টিম সিলেক্ট করা হবে, সেরা ৮ টি টিমের মেম্বাররা পাবে ১০০% ফ্রিতে CSCA কোর্স করার সুযোগ। পরের ৩৭ টি টিম মেম্বার পাবে ৭০% ফ্রিতে  পরের ৫৫ টি টিম মেম্বার পাবে ৬০% ফ্রিতে।
এই CSCA ডিগ্রীর অনেক দাম,কর্পোরেট কম্পানী গুলো এই ডিগ্রীর অনেক মুল্য দেয়,অবশ্যই চাকুরির ক্ষেত্রে। বর্তমানে বিভিন্ন বড় বড় গ্রুপ কোম্পানি গুলি কাজের সুবিধার জন্য তাদের সাপ্লাইচেইন ডিপার্টমেন্ট খুলছেন। তাই  IE এর মতো আমাদের এখনে কাজ করার বড় স্কোপ আছে ।  টেক্সটাইল এর ফিউচার সেক্টর বলতে পারেন সাপ্লাইচেইন কে কারন প্রডাকশন জব স্যাচুরেটেড তাই গার্মেন্টস টেক্সটাইল এর এই সেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য লিডিং ডিপার্টমেন্ট হবে বলে আমরা আশা বাদী।

গুগল করে জানলে আরো বিস্তারিত জানা যাবে।
বিভিন্ন টেক্সটাইল  ভার্সিটি এবং ডিপার্টমেন্ট  অংশগ্রহন করে এই প্রতিযোগিতায় , সাউথইস্ট, বুটেক্স, AUST এমনকি  শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও এটাতে অংশগ্রহন করে।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আয়োজন করা একটা প্রতিযোগিতায় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ৭ম হয়ে বেশ সুনাম লাভ করেছে ।
এতোগুলো টিম অংশগ্রহন করার জন্য আবেদন করলে,নতুন রেজিস্ট্রেশনকৃত ভার্সিটি হিসেবে ISCEA এর CEO নিজে আমাদের ক্যম্পাসে এসে সেমিনার করবে,আর সেটা হলে আমরা বিপুল পরিমান মিডিয়া কভারেজ পায়।

আর পার্সোনাল লাভ হচ্ছে প্রতিযোগিতায় জিততে পারলে,অথবা সেরা ১০০ তে আসতে পারলে,তখন কম টাকায় একটা এক্সট্রা কোর্স করা যাবে,সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রীকে ৩ গুন বেশী মূল্যায়ন দিবে।











টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সাপ্লাইচেইন কোর্স কতোটা জরুরী জেনে নিন

ISCEA-International supply chain education alliance

সাপ্লাই চেইন কি?
উত্তর:
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ ব্যবস্থাপনার আওতায় কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা থেকে শুরু করে পরিকল্পনা, পণ্যের উৎস, মজুদকরণ, প্রস্তুত ও বিপণন কার্যক্রম সম্পন্ন করা হয়। এ কাজটি দক্ষতা দিয়ে সময়মতো ও কম খরচে সম্পন্ন করাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর একজন সাপ্লাই চেইন ব্যবস্থাপককে পুরো প্রক্রিয়াটি প্রতিষ্ঠানের সব শাখার জনবলের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় রেখে করতে হয়।
আসলকথা হলো,সাপ্লাই চেইন বিষয়ে যদি কোন কোর্স করা থাকে অথবা দক্ষতা থাকে তাহলে কর্পোরেট কম্পানিগুলোতে চাকুরী পাওয়া সহজ হয়,আর বেতন ও অধিক পাওয়া যায়।

১. এই সাপ্লাই চেইন বিষয়ে কোর্স টা করায় হচ্ছে ISCEA  organisation টা।

২.  এই কোর্সটা হলো একটা তিনবছর মেয়াদী কোর্স, এই কোর্সটা করলে চাকুরীর ক্ষেত্রে সুবিধা হয়।কোর্স শেষে যে ডিগ্রী টা দেওয়া হয় সেটা হলো CSC M ডিগ্রী।
CSCM-Certified supply Chain Manager
সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেরই একটা বি,এস,সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকবে,কিন্তু এই ধরনের একটা এক্সক্লুসিভ ডিগ্রী যার থাকবে, চাকুরী পাওয়ার ক্ষেত্রে তার কদরও বেশী ই থাকবে।
এই আন্তর্জাতিক ডিগ্রী টা নিতে ৯০০০০-১২০০০০ টাকা বা ১১০০ USD  এর কাছাকাছি লাগতে পারে।
ভালো মানের জব দেওয়ার ক্ষেত্রে মূলত বড় বড় প্রাইভেট প্রোডাকশন কোম্পানীগুলো সকল প্রার্থীদের মধ্যে তাদেরকেই  নেয়,যাদের CV তে এক্সট্রা কিছু দেখতে পায়।তাই এই কোর্সটা বেশি বেতনের চাকুরী পেতে সাহায্য করবে ৮০%.
ISCEA দ্বারা সার্টিফাইড একজন ইঞ্জিনিয়ারের মুল্য অবশ্যই বাকীদের থেকে বেশি,আর আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাদের চাকুরী করতে হবে মার্চেন্ডাইজিং এর,কারন ফ্যাক্টরী তে ধুলাবালি আর শ্রমিক শ্রেনীর কর্মচারীদের সাথে সাধারনত ইঞ্জিনিয়াররা কাজ করেন না, তারা অফিস জব ই করেন,  তিনি যে ডিপার্টমেন্ট থেকেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ে থাকেননা কেন।

৩.  এখন এই CSCM ডিগ্রীটা স্কলারশীপের মাধ্যমে ফ্রি তে দেয় ISCEA, তাই তারা একটি case solving প্রতিযোগিতার আয়োজন করেছে, এই প্রতিযোগিতায় সকল ভার্সিটি অংশগ্রহন করে।

Case solving কি?

উত্তর:
এই কাজটা হবে একটা নির্দিষ্ট বিষয়ে প্রজেক্ট তৈরি করার মত, রেজিস্ট্রেসন করার সাথে সাথে অনলাইনে একটা Case বা  টপিক দেওয়া হবে,সেটা নিয়ে ব্যবহারিকভাবে কাজ করে তথ্য সংগ্রহ করে,রিপোর্ট তৈরি করে আবার ISCEA এর কাছে ইমেইলে পাঠাতে হবে।৭ দিন এর মধ্যে।
এই কাজটা করবে ৪ জনের এক একটা টিম , এখন এই টিম যেকোন ভার্সিটির হতে পারে।৪ জন ও যেকোন ভার্সিটির হতে পারে।
প্রতিটা টিমের এই প্রতিযোগীতায় অংশগ্রহন খরচ হচ্ছে ৪০০০ টাকা। জন প্রতি ১০০০ টাকা। রেজিস্ট্রেশন এর জন্য নির্ধারিত সময় থাকে।
Case solving করে যেসকল টিমগুলো জমা দিবে,তাদের মধ্যে থেকে সেরা ১০০ টা টিম সিলেক্ট করা হবে, সেরা ৮ টি টিমের মেম্বাররা পাবে ১০০% ফ্রিতে CSCA কোর্স করার সুযোগ। পরের ৩৭ টি টিম মেম্বার পাবে ৭০% ফ্রিতে  পরের ৫৫ টি টিম মেম্বার পাবে ৬০% ফ্রিতে।
এই CSCA ডিগ্রীর অনেক দাম,কর্পোরেট কম্পানী গুলো এই ডিগ্রীর অনেক মুল্য দেয়,অবশ্যই চাকুরির ক্ষেত্রে। বর্তমানে বিভিন্ন বড় বড় গ্রুপ কোম্পানি গুলি কাজের সুবিধার জন্য তাদের সাপ্লাইচেইন ডিপার্টমেন্ট খুলছেন। তাই  IE এর মতো আমাদের এখনে কাজ করার বড় স্কোপ আছে ।  টেক্সটাইল এর ফিউচার সেক্টর বলতে পারেন সাপ্লাইচেইন কে কারন প্রডাকশন জব স্যাচুরেটেড তাই গার্মেন্টস টেক্সটাইল এর এই সেক্টর টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য লিডিং ডিপার্টমেন্ট হবে বলে আমরা আশা বাদী।

গুগল করে জানলে আরো বিস্তারিত জানা যাবে।
বিভিন্ন টেক্সটাইল  ভার্সিটি এবং ডিপার্টমেন্ট  অংশগ্রহন করে এই প্রতিযোগিতায় , সাউথইস্ট, বুটেক্স, AUST এমনকি  শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও এটাতে অংশগ্রহন করে।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের আয়োজন করা একটা প্রতিযোগিতায় নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ৭ম হয়ে বেশ সুনাম লাভ করেছে ।
এতোগুলো টিম অংশগ্রহন করার জন্য আবেদন করলে,নতুন রেজিস্ট্রেশনকৃত ভার্সিটি হিসেবে ISCEA এর CEO নিজে আমাদের ক্যম্পাসে এসে সেমিনার করবে,আর সেটা হলে আমরা বিপুল পরিমান মিডিয়া কভারেজ পায়।

আর পার্সোনাল লাভ হচ্ছে প্রতিযোগিতায় জিততে পারলে,অথবা সেরা ১০০ তে আসতে পারলে,তখন কম টাকায় একটা এক্সট্রা কোর্স করা যাবে,সেটা আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রীকে ৩ গুন বেশী মূল্যায়ন দিবে।











কোন মন্তব্য নেই: